You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || বিষন্নতায় ঢাকা হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

বিষন্নতায় ঢাকা আপনার হৃদয় আবার প্রফুল্লতায় ভরে উঠুক, এ কামনা রইল।

আপনি ঠিকই বলেছেন। কখনো কখনো আমরা অসহায় বোধ করি বাধ্য হয়ে। কিছুই করার থাকে না। আমাদের জীবনের এই অবস্থা খুবই বাস্তব একটা বিষয়।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা
রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।


উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61498.89
ETH 2962.80
USDT 1.00
SBD 2.49