ওমানের কিছু ছবি! | Some Photographs from Oman
হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। একটা ভিন্ন ফ্লেভারের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির। চেম্বারের রুগীদের গল্প শুনতে শুনতে যারা বিরক্ত তাদের জন্যে কিছু ফটোগ্রাফি! চলুন আমরা দেখে ফেলি ওমানের কিছু দৃশ্য!
আজ (সোমবার) মাস্কাটে একটা ট্রেইনিং ছিল বিএলএস (BLS- Basic Life Support) এর উপর। একজন মানুষ যদি হঠাৎ কার্ডিয়াক এরেস্ট হয়ে পড়ে যায় (শ্বাস বন্ধ, কোন রেসপন্স নাই, পালস পাওয়া যাচ্ছে না) বা গলায় কিছু আটকে শ্বাস বন্ধ হবার উপক্রম হয় তাহলে কিভাবে তাকে বাচানোর চেষ্টা করতে হবে তার ট্রেনিং। কিভাবে সিপিআর দিতে হবে, কার্যকর ভাবে বুকে চাপ দেয়ার পদ্ধতি, ব্যাগ-মাস্ক দিয়ে কিভাবে শ্বাস দিতে হবে সব প্র্যাক্টিক্যালি করা লাগে এই ট্রেনিং এ!
বেসিক লাইফ সাপোর্ট পদ্ধতি সবার জানা জরুরি। এটা শুধু ডাক্তার বা নার্সদের জন্যেই না, আমজনতাকেও জানতে হবে। আমেরিকান হার্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ওমানে প্রতি দু বছর অন্তর এই সার্টিফিকেট নবায়ন করা লাগে!
যাহোক। ট্রেইনিং থেকে ফেরার পথে ১২০ কিমি গতিতে চলা গাড়ির জানালা দিয়ে ছবি গুলো তোলা। তাই কোয়ালিটি হয়তো ওতো ভাল হবে না। তারপরও চলুন দেখে ফেলি ছবি গুলো!
ওকে! আজকে এ পর্যন্তই। ছবি গুলো কেমন লাগানো জানাবেন আশা করি!
শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
ওমান
৩০ সেপ্টেম্বর, ২০২৫
সবকটি ছবি ভীষণ সুন্দর। আকাশে তুলোর মতো মেঘগুলি ভীষণ সুন্দর শোভা তৈরি করেছে। ওমান দেশটি সুন্দর শুনেছি। আপনার দৃষ্টি দিয়ে তার প্রকৃতিকে প্রত্যক্ষ করলাম। ট্রেনিংটির উদ্দেশ্যের বিষয়ে শুনেও বেশ ভালো লাগলো।
জ্বি ভাই। এটা বেশ সুন্দর একটা দেশ।
ধন্যবাদ আপনাকে।
সবকটি ছবি ভীষণ সুন্দর। আকাশে তুলোর মতো মেঘগুলি ভীষণ সুন্দর শোভা তৈরি করেছে। ওমান দেশটি সুন্দর শুনেছি। আপনার দৃষ্টি দিয়ে তার প্রকৃতিকে প্রত্যক্ষ করলাম। ট্রেনিংটির উদ্দেশ্যের বিষয়ে শুনেও বেশ ভালো লাগলো।