"আমার বাংলা ব্লগে"- আমার পরিচিতি||১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে [03-09-2022]

পরিচিতি <<

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি SEEMIT একজন নতুন সদস্য। আমার নাম হাবিবুর রহমান। আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করি।
আমার বয়স 20 বছর। আমার জন্ম তারিখ 21 শে জানুয়ারি ২০০২ সালে। আমি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বাস করি। আমি একজন হাফেজ এবং আলেম এবার শেষ করেছি, ইসলামি ভার্সিটিতে এবার এডমিশন দিয়েছি। ছোটবেলা থেকে লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে। আমি "আমার বাংলা ব্লগে" লেখালেখি করে মানুষের ভিতরে ভালো জ্ঞান ছড়িয়ে দিতে পারবো > ইনশাআল্লাহ
আমার ইউজার আইডি -@habiburrahman68

বাংলা ব্লগ.jpeg

আমার শখ

প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু শখ থাকে তার মধ্যে আমার সখটা হলো মানে, আমার ইচ্ছাটা হলো সমাজে গরিব-দুঃখী মানুষের নিয়ে কিছুটা করার এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো। > আলহামদুলিল্লাহ < পড়ালেখার পাশাপাশি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের নিয়ে লেখালেখি করতে খুব ভাল লাগে এবং খুব আনন্দ পাই।

IMG_20220406_215507.jpg

সমাজে গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আমি এবং আমার বন্ধুরা মিলে ছোট একটি সংগঠন তৈরি করেছে। আমাদের সংগঠনের মূল কাজ হলোঃ রক্তদান, তার পাশাপাশি বেশ কিছু কাজ করে থাকি, যেমন বৃক্ষরোপণ করা ।গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো, যারা লেখাপড়া করতে পারে না, তাদের সহযোগিতা করা । এইভাবে আমরা মোট দশটা কার্যক্রম হাতে নিয়েছি।

Sort:  
 2 years ago 

@habiburrahman68
এই মুহূর্তে আমার বাংলা ব্লগে নতুন কোনো সদস্য নেয়া হচ্ছে না ।আপনি চাইলে পরবর্তিতে নিউ মেম্বার নেয়ার সময় হলে কমিউনিটির ভেরিফাই মেম্বারের রেফার নিয়ে ও কমিউনিটির সকল নিয়ম মেনে ইন্ট্রো পোস্ট করতে পারেন । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96485.39
ETH 3479.17
SBD 1.56