DIY" এসো নিজে করি - রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি || by @habiba01 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য
হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @habiba01
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আমার পরিবারের মানুষদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট ডিজাইন শেয়ার করতে যাচ্ছি, আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলেরই ভালো লাগবে এর সাথে এটাও মানি যে তাদের কাছে এটি একটি সামান্য জিনিস, তারপরেও আমি আশা করি যে সকলের আমার ওয়ালমেট্টি ভালো লাগবে, আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে বিভিন্ন জিনিস তৈরি করে হাজির হয়, ঠিক তেমনি ভাবে আজকে একটি ওয়ালমেট নিয়ে হাজির হয়েছি, তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আমি ওয়ালমেট্টি তৈরি করেছি।
ধাপঃ—০১
প্রথমে দুই রঙের কাগজ তৃীভুজের মতো কেটে নিয়েছি
er>
ধাপঃ—০২
পেপার গুলো এপাশ ওপাশ করে ভাজ করে নিয়েছি এবং ভাজ করা পেপার গুলো পাতা তৈরি করে নিয়েছি।
ধাপঃ—০৩
দুই রঙের পেপার দিয়ে ঝুল তৈরি করে মোটা পেপারে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপঃ—০৪
সেতা পেস্ট কালার পেপারের তৈরি করা পাতা গুলো গাম দিয়ে মোটা পেপার টায় লাগিয়ে দিয়েছি।
ধাপঃ—০৫
গোলাপি রঙের পেপার দিয়ে তৈরি করা পাতা গুলো পেস্ট কালারের পাতা গুলোর ফাঁকে ফাঁকে লাগিয়ে দিয়েছি।
ধাপঃ—০৬
তারপর গোলাপি রঙের পেপার দিয়ে একটি ছোট ফুল বানিয়ে মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমার সম্পুর্ন ওয়ালমেট্টি তৈরি করা হলো।
পরিপূর্ণ ভাবে ওয়ালমেট্টি তৈরি হওয়ার পর
ওয়ালমেট্টির সাথে আমার সেলফি
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ওয়ালমেট ফুল তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সের সাথে আবার সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।
💞 খোদা হাফেজ 💞
Best Regards:-
@habiba01
রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি এটা তৈরি করেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি খুব চমৎকার করে রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ওয়ালমেট দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়ালমট এর কালার টি আমার কাছে খুব ভালো লেগেছে এবং সুন্দরভাবে ফুটে উঠেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।এতো সুন্দর হয়েছে যে আমার চোখ সরাতে পারছি না। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
রঙিন কাগজের কারুকাজ আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রঙিন কাগজের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুবই চমৎকার লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেটটি বেশ চমৎকার লেগেছে আমার কাছে। তাছাড়া কালার কম্বিনেশন এর কারণে ওয়ালমেট দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট টি দেখতে আমার কাছে দারুন লাগছে। আপনি অনেক সুন্দর কালার বেছে নিয়েছেন যার কারণে ওয়ালমেটি সুন্দর ভাবে ফুটে উঠেছে। এই ওয়ালমেটটি ঘরের দেয়ালে মধ্যে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। এত সুন্দর ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট। খুব সুন্দর ভাবে অনেক সময় দিয়ে এটি তৈরী করেছেন আপনার অনেক দক্ষতা আছে দেখে বোঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।
ভাগ্যিস রঙিন কাগজ হয়েছিল তা না হলে আমরা এত সুন্দর সুন্দর জিনিস বানানো কিভাবে শিখতে পারতাম আর কিভাবে সবার জিনিস গুলো দেখতে পারতাম ।খুবই সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি। প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে আপনি বানিয়ে দেখিয়েছেন।
আপনি আজকে আমাদের মাঝে রঙিন পেপার দিয়ে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। এতে আপনি যে রঙিন কাগজ ব্যবহার করেছেন এটা আমার খুবই পছন্দের একটা রং আমাদের সাথে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।