DIY"নুডুলস এর পাকোড়া রেসিপি - by @habiba01 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @habiba01


হেলো আমার বাংলা বল্গের সব বন্ধরা আশা করি সবাই অনেক ভালো আছেন,,আমিও আপনাদের দোআয় অনেক ভালো আছি। আমি আজকেও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মিস্টার নুডলস এর পাকোড়া। নুডলস আমরা বিভিন্ন ভাবে রান্না করে খাই। আমরা বাইড়ে না খেয়ে নিজের বাসায় বানিয়ে খেতে পারি সুস্বাদু নুডলস রেসিপি। নুডুলস হলো সবার জনপ্রিয় খাবার ছোট্ট বড় সবার পছন্দের। আমি অনেক চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করার। আমি জানিনা কতোটা ভালো করতে পারি কিন্তু আমি মন থেকে অনেক চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু পোস্ট করার। তো বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের অনেক কিছু বানিয়ে থাকি। আমি আপনাদের মাঝে যে পোস্টি শেয়ার করতে যাচ্ছি ধাপে ধাপে তৈরি করে সাজিয়ে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা আপনাদের মনে কতো টুকু ভালো লাগবে। কিন্তু আমি আশা করবো আপনারা আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী সময়ে নতুন নতুন পোস্ট করবো ইনশাআল্লাহ।




IMG_20220512_171131~2.jpg



উপকরণ


IMG_20220512_161312~2.jpg

উপকরণের নামপরিমাণ
নুডলসদুই পেকেট
পিঁয়াজ৩ টি
ডিম২টি
কাঁচা মরিচপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
তেলপরিমাণ মতো
হলুদপরিমাণ মতো
মসলার গুড়োপরিমাণ মতো



ধাপঃ—০১


IMG_20220512_162509.jpg

IMG_20220512_163351~2.jpg

IMG_20220512_163634.jpg

কড়াইয়ে পরিমাণ মতো পানি দিলাম তারপর নুডলস গুলো দিয়ে দিলাম। ভালো ভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম এবং ঝুরির ওপর ঢেলে দিলাম পানি গুলো পরে যাওয়ার জন্য।



ধাপঃ—০২


IMG_20220512_161658~2.jpg

পিঁয়াজ কাঁচা মরিচ কুঁচি করে নিয়েছি।



ধাপঃ—০৩


IMG_20220512_163959.jpg

IMG_20220512_164126.jpg

একটা বাটিতে পিঁয়াজ কুচি গুলো দিয়ে একটু লবন দিয়ে কচলিয়ে নিলাম



ধাপঃ—০৪


IMG_20220512_164331.jpg

IMG_20220512_164436.jpg

পিঁয়াজ কুচি গুলোর উপর কাঁচা মরিচ কুঁচি,হলুদ,মসলার গুড়ো ও নুডলস এর মসলা দিলাম এবং তার মধ্যে দুইটি ডিম দিয়ে দিলাম



ধাপঃ—০৫


IMG_20220512_164529.jpg

IMG_20220512_164553~2.jpg

ডিম গুলো ভালো করে মিক্সার করে নিয়েছি এবং তার ওপরে নুডলস গুলো ঢেলে দিলাম।



ধাপঃ—০৬


IMG_20220512_164739~2.jpg

ডিম মিক্সচারের সাথে নুডুলস গুলোও ভালোভাবে মেখে নিলাম।



ধাপঃ—০৭


IMG_20220512_165150~2.jpg

IMG_20220512_165507~2.jpg

কড়াইয়ে তেল দিয়ে দুই মিনিট তেলটা গরম করে নুডুলস গুলো বড়ার মতো অল্প করে তেলে ছেড়ে দিলাম।



ধাপঃ—০৮


IMG_20220512_165828~2.jpg

IMG_20220512_170223.jpg

সুন্দর করে ভেজে নিলাম বাদামী রঙের মতো ভেজে নিয়েছি সম্পুর্ন ভাজা শেষ করলাম।



পরিপূর্ণ ভাবে রেপসিটি হওয়ার পর


IMG_20220512_171108.jpg



রেসিপিটির সাথে আমার সেলফি



আজকের রেসিপি তৈরি করা শেষ করলাম জানিনা কেমন লাগল আশা করি ভালো লাগবে। ভুল করে থাকলে ধরিয়ে দিয়েন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা নতুন কিছু নিয়ে।



💞 খোদা হাফেজ 💞



Best Regards:-
@habiba01

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন নুডুলস ছোট-বড় সবারই পছন্দের একটি খাবার। সেই নুডুলস দিয়ে আপনি খুবই সুস্বাদু একটি পাকোড়া তৈরি করেছেন। নুডুলস এর পাকোড়া আমি অবশ্য কখনো খাইনি। কিন্তু দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। বাসায় একবার বানিয়ে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নুডুলস এর পাকোড়া কখনো খাওয়া হয়নাই। যদিও লুডুস মোটামুটি খাওয়া হয়। আপনার নুড়ুলসেরর পাকোড়া দেখে বা জিভে জল চলে আসলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনি রেসিপিটি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

নুডুলস এর পাকোড়া রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে ভালো লেগেছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

নুডুলস এর পাকোড়া আমার খুবই প্রিয়।আমার বড় আপু অবশ্য এই রেসিপি টি বেশি করে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি। আজ আপনার পোস্ট টি খুবই ভালো লাগলো।আমার খুবই ভালো লেগেছে প্রতিটি ধাপ। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

নুডুলস অনেক খেয়েছি এবং প্রতিদিনই খাই। কিন্তু কখনও নুডুলসের পাকোড়া খাওয়া হয়নি। আপনার রান্নার আইটেম গুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আমি আপনার এই পোস্টটি দেখে এবং বুঝেছি নুডুলসের পাকোড়া কিভাবে রান্না করা হয়। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

অনেক পাকোড়া খেয়েছি তবে নুডলস এর পাকোড়া কখনো খাওয়া হয়নি। ইউনিক রেসিপি মনে হচ্ছে। চেস্টা করে দেখা যায় একদিন। বানানো মোটামুটি সহজই মনে হচ্ছে। ট্রাই করে দেখবো একদিন।

 2 years ago 

মানুষের চেষ্টাই সব কিছু, আপনি ভালো করার চেষ্টা করেছেন তাই প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিতেছেন, তবে আপনার আজকের রেসিপিটি কিন্তু আমার ভিসন প্রিয়, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, আমি আশা বাদি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে নুডুলস এর পাকোড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।যদিও এখন পর্যন্ত আপনার মত করে এরকম ভাবে নুডুলস এর পাকোড়া খাওয়া হয়নি। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

নুডুলস এর পাকোড়া বাহ দারুন রেসিপি প্রস্তুত করেছেন তো কখনো ভেবে দেখি নি নুডুলস দিয়ে পাকোড়া প্রস্তুত করা যায় তবে প্রস্তুত প্রণালি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে

 2 years ago 

নুডুলস এর পাকোড়া খেতে খুবই মজার মাঝে মাঝে বাসায় তৈরি করা হয় এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সহজে আমাদের মাঝে পাকোড়া রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62934.10
ETH 2452.99
USDT 1.00
SBD 2.66