"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"।

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেল কিন্তু তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনে।যদিও একটি পোষ্টের মাধ্যমে সব চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই আজ চলে আসলাম কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি নিয়ে।পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত বাঙালিয়ানার সাধারণ ঘরোয়া সংস্কৃতি বা জীবনযাত্রাকে পেইন্টিং এর আদলে তুলে ধরা হয়েছিল।

IMG_20221008_204341.jpg
লোকেশন

◆◆◆এখানে মা দুর্গাদেবীর একদম সাধারণ বাঙালিয়ানা রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মায়ের অতি প্রিয় পদ্মফুলের দৃশ্য ও অঙ্কন করা হয়েছে কাপড়ের টুকরোর উপর।

IMG_20221008_204237.jpg

◆◆◆এখানে শিবের নীলকন্ঠ রূপকে তুলে ধরা হয়েছে।শিবের আরেক নাম নীলকন্ঠ কারন বাবা শিব ঠাকুর নিজ কণ্ঠে বিষাক্ত সর্পবিষ ধারণ করেন ফলে তার শরীর নীলাভ হয়ে যায়।যদিও এর বড়ো একটা পৌরাণিক কাহিনী রয়েছে ।যাইহোক সেই রূপ পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

IMG_20221008_204318.jpg
লোকেশন

◆◆◆ এখানে একজন লম্বা কেশবিশিষ্ট আদিবাসী মেয়ে হাতের তালুতে করে কিছু নিয়ে যাচ্ছে।মেয়েটির পোশাকটি কিছুটা জংলী আদিবাসীদের মতোই ছিল।

IMG_20221008_204502.jpg

◆◆◆এরপর এই পেইন্টিংটিতে শ্রী চৈতন্যদেবের রূপকে অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করেছিলেন।

IMG_20221008_204524.jpg
লোকেশন

◆◆◆এখানে পেইন্টিংটিতে একজন নারীর অর্ধপোশাক পরিহিত অবস্থার রূপ ফুটে উঠেছে।

IMG_20221008_204259.jpg

◆◆◆এই চিত্রটি দেখে আমি কিছুই বুঝতে পারিনি তাই ব্যাখ্যা দেওয়াটা অসম্ভব।

IMG_20221008_205345.jpg

◆◆◆এখানে ও একজন সুন্দর ও সুশীলা বাঙালী নারীর প্রতিমূর্তি ফুটে উঠেছে।

IMG_20221008_205718.jpg
লোকেশন

◆◆◆এখানে দুইজন বাঙালি বধূ মাথায় করে কলসিতে জল ভরে বয়ে নিয়ে যাচ্ছে।গ্রামবাংলার খুবই সাধারণ একটি বিষয় চিত্রে ফুটে উঠেছে।

আশা করি, আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার আজকের পেইন্টিং এর ফটোগ্রাফিগুলি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

দুর্গাপুজোর প্যান্ডেল আর ঠাকুরের ফটো আমার ফোনে কম করে হলেও হাজার খানেক আছে। কিন্তু সেগুলো আর ব্যাবহার করা যাচ্ছে না পোস্ট এর জন্য।জলরঙ দিয়ে করা পেইন্টিং এর ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে।

 2 years ago 

কিন্তু সেগুলো আর ব্যাবহার করা যাচ্ছে না পোস্ট এর জন্য।

পূজা শেষ হয়ে গেলে এটা ভারী মুশকিল দাদা,আমার ফোনে ও অনেক ছবি আছে প্যান্ডেলের ভিতরের দৃশ্যগুলির।কিন্তু সেগুলো আর ব্যবহার করছি না শুধু পেইন্টিংগুলিই করবো।কারন পেইন্টিং এর মধ্যে আলাদা একটা অর্থ লুকিয়ে থাকে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দূর্গাপূজায় এতো চমৎকার সব পেইন্টিং হয়! সত্যি অসাধারণ সবগুলো পেইন্টিং। যে করেছে পেইন্টিং করেছে সে যে একজন দক্ষ আর্টিস্ট দেখেই বুঝা যাচ্ছে। আপনার ফটোগ্রাফি ও বেশ চমৎকার হয়েছে দিদি।

 2 years ago 

এটা একটি প্যান্ডেলের বৈশিষ্ট্য ভাইয়া, আরো অনেক পেইন্টিং আছে ।পরে আবার শেয়ার করবো দেখবেন কিন্তু!অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

জিদিদি 🥰

 2 years ago 

😊😊

 2 years ago 

আপু জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন।প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে।একজন সুন্দর ও সুশীলা বাঙালী নারীর প্রতিমূর্তি ফুটে উঠেছে চমৎকার একটি ফটোগ্রাফিতে। আর এই সুন্দর পেইন্টিং গুলো পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা থেকে ছবিগুলো তুলে আমাদের সাথে শেয়ার করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য করার জন্য।♥

 2 years ago 

ঠিক বলেছেন দিদি সব ছবি তো আর এক পোস্টে শেয়ার করা যায় না।আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং গুছিয়ে উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

ঠিক বলেছেন ,এইজন্য অল্প করে শেয়ার করলাম।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক দারুন লাগছে। আর প্রতিটি ফটোগ্রাফি এমন ভাবে তুলে ধরেছেন যা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। এত সুন্দর পেইন্টিং গুলো একজন দক্ষ আর্টিস্ট ছাড়া সম্ভব নয। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ,ধন্যবাদ আপু।

 2 years ago 

জল রঙ্গের পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল, খুব সুন্দর ছিল প্রত্যেকটাই। আপনি তো অসাধারণ আর্টিস্ট। জলরঙের আর্টের ফটোগ্রাফি গুলি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য শুভেচ্ছা।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আপু আপনার শিল্পকর্ম অসম্ভব সুন্দর।এত সুন্দর পেইন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

@siddiqua আপু আমার মনে হয় আপনি ভিতরের লেখা পড়েন নি।কারণ এগুলি আমার পেইন্টিং নয়,ধন্যবাদ আপনাকে।

আপু আমি আপনার পোস্ট টা পড়তে ছিলাম হঠাৎ একটা কাজে চলে গেছিলাম ,আমার ভাগিনা দুষ্টামি করে আর্ট দেখে তা লিখে দিছে ,সরি আপু।

 2 years ago 

আপু আমি তো অবাক,আপনার কাজের জায়গাতে ও আপনার ভাগিনা দুস্টুমি করে।আর আপনার একাউন্ট থেকে কমেন্টও আপনার ভাগিনা করে দেয়!

 2 years ago 

জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অনেক দিন পর এরকম পেইন্টিং এর ফটোগ্রাফি দেখলাম। খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33