"কিছু প্রয়োজন মেটাতে [বাঁশবাগানের আলোকচিত্রসহ]"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "কিছু প্রয়োজন মেটাতে (বাঁশবাগানের আলোকচিত্রসহ)" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।যাইহোক চলুন আলোকচিত্রগুলি দেখে নেওয়া যাক---

IMG_20220720_071517.jpg
লোকেশন

কাঁচায় না নোয়ালে বাঁশ,
পাকলে করে ঠাস ঠাস ।

এটি একটি প্রবাদ ।তো আমরা আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে পরশুদিন গিয়েছিলাম বাঁশবাগান থেকে বাঁশ কিনতে।আমরা আগেও এই বাগান থেকে প্রচুর বাঁশ কিনেছি নগদ টাকায়।তাই মালিকের সঙ্গে আমার বাবার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে।ফলে আমার বাবার ব্যবহারে খুশি হয়ে মালিক কিছু টাকা কম রাখেন ।তো দুইশো টাকায় আমরা একটি বড়ো বাঁশ আর একটি ছোট লগা বা গ্রাম্য ভাষায় যাকে আসকুড়ি বলে সেটি তৈরির জন্য ছোট বাঁশ কিনেছি।

IMG_20220720_071528.jpg

মূলত আমাদের বড়ো বাঁশটি কিনেছিল চিচিঙ্গা আর শসা গাছের মাচা তৈরি করার জন্য।বাঁশ কাটা খুবই কষ্টের ও ঝুঁকিপূর্ণ।এটি যে সে পারে না।তবে আমার বাবা বাঁশ কাটায় খুবই পটু ।এমনকি গ্রামের বাড়িতে আমাদের নিজেদের 15 টি বাঁশঝাড় ছিল।তো বাবা বাগান থেকে বাঁশ কেটে ঝাড় থেকে বের করে কঞ্চিগুলি কেটে আলাদা করে নিলেন।তারপর যেহেতু দুটি বাঁশ ছিল তাই বাঁশের একমাথা সাইকেলে বেঁধে আর অপর পাশ কাঁধে বাঁধিয়ে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি নিয়ে আসলেন।এটি খুবই কঠিন একটি কাজ ছিল।কিন্তু ভ্যান ভাড়া করলে দুইশো টাকা খরচ হবে।তাই দুইশো টাকার দুটি বাঁশ কিনে আরো দুইশো টাকা ভ্যানে খরচ করাটা বোকামি।অবশ্য বেশি বাঁশ আনা হলে অন্যসময় ভ্যান ভাড়া করা হয়।

IMG_20220720_071552.jpg
লোকেশন

বাঁশ বাগানের মধ্যে এই বটগাছটি ছিল।যতদূর মনে হয় গাছটি বেশ পুরোনো।অনেক ডালপালা মেলে বিস্তৃত হয়ে আছে বাঁশবাগানে।ছোটবেলায় বাঁশের পাতার কচি অংশ খেতাম ,দারুণ মজার ছিল খেতে।

IMG_20220720_071647.jpg
লোকেশন

বাঁশ বেশি পেকে গেলে রোগা হয়ে যায় এবং কাটার সময় ঠাস ঠাস শব্দ হয়।এইসময় বা বর্ষাকালে বাঁশের কোর উঠে বলে কেউ বিক্রি করতে চান না।তবুও আমাদের পরিচিত বলে দুটি বাঁশ আমরা কিনতে পেরেছিলাম।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

ভিন্ন রকম একটি পোস্ট দেখতে পেলাম আজ আপনার মাধ্যমে অনেক ভালো লাগলো। আপনার পোস্টটি আসলে বাঁশ অনেক প্রয়োজনীয় একটি জিনিস। গাছপালার প্রয়োজনে এ পাশের ভূমিকা অপরিসীম। আর আপনার বাবা বাঁশ কাটার মধ্যে খুবই পটু তা বুঝতে পারলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু,বিষয়টি অনুধাবন করার জন্য।

 2 years ago 

বাঁশ আমাদের অনেক প্রয়োজনীয় একটি উপকরণ।বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা আমরা অনেকেই জানিনা।তবে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো দিদি।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য,ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম আনকমন একটি পোস্ট দেখলাম এই ধরনের পোস্ট আগে কেউ কখনো করেনি। বাঁশ আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস এবং আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে একটি অন্যরকম পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। আসলে বাঁশ দিয়ে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করা হয়ে থাকে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50