তেলেভাজা রেসিপি: নারিকেলের পুলি পিঠা

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং আনন্দের সহিত আমার বাংলা ব্লগে তেলেভাজা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমিও প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি।প্রতিযোগীতার বিষয়:- যে কোনো তেলেভাজা রান্নার রেসিপি।সেটা টক-ঝাল হতে পারে আবার তেলেভাজা মিষ্টি জাতীয় কোনো কিছু হতে পারে।তাই আমি তৈরি করবো মিষ্টি জাতীয় তেলেভাজা নারকেলের পুলি পিঠা।

IMG-20210624-WA0005.jpg

তেলেভাজা পুলি পিঠার উপকরণ:-

নারকেলের পুর তৈরি করতে লাগবে-

  1. ১.৫ কাপ কুরানো নারিকেল
  2. ১/২ কাপ আখের গুড়
  3. 3 চামচ গুঁড়ো দুধ
  4. ১/২কাপ জল এবং ২ চামচ সরষের তেল
  5. ১টেবিল চামচ লবণ

ময়দার ডো তৈরি করতে লাগবে-

  1. 3 কাপ ময়দা
  2. ১/২ কাপ আটা
  3. ৩ চামচ চিনি
  4. ২ চামচ গুঁড়ো দুধ
    10.পরিমানমতো গরম জল
  5. একটি ডিজাইনের প্লাস্টিকের সাচ

আমি পিঠাটি কয়েকটি ধাপে ধাপে তৈরি করেছি। পিঠা তৈরি করার পদ্ধতি---

        প্রথম ধাপ

IMG_20210624_084935.jpg

আমি প্রথমে নারিকেলের পুর তৈরি করার জন্য একটি গোটা নারিকেল নিয়েছি।

IMG_20210624_084911.jpg

এবার নারিকেলটি একটি দা এর সাহায্যে পরিস্কার করে নেব।

IMG_20210624_081222.jpg

নারকেলটি দা দিয়ে ফাটিয়ে নেব।

IMG_20210624_084628.jpg

আমি একটি কুরানী দিয়ে নারিকেলটি ছোট ছোট করে কুড়িয়ে নিয়েছি।

IMG_20210624_084725.jpg

IMG_20210624_191817.jpg

এখানে আমি একটি প্লেটে ১.৫ কাপ কুরানো নারিকেল, ১/২ কাপ আখের গুড়, ১ টেবিল চামচ লবণ এবং ৩ চামচ গুঁড়ো দুধ নিয়েছি।

IMG_20210624_191838.jpg

আমি একটি পরিস্কার কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল দিয়েছি।

IMG_20210624_191855.jpg

তেলটি গরম হলে নারকেলসহ সব উপকরণ গুলি কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং ১/২ কাপ জল দেব নারকেলটি সেদ্ধ করার জন্য।

IMG_20210624_191934.jpg

চুলার আচটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে।এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য।

IMG_20210624_191950.jpg

5 মিনিট পর নারিকেলটি ভালোভাবে সেদ্ধ হলে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব একটি পাত্রে।

IMG_20210624_192037.jpg

নারিকেলের পুরটি আমার তৈরি হয়ে গিয়েছে। গ্রাম্য এলাকায় একে অনেকে নারকেলের ছাই বলে থাকেন।এটা এভাবে কিংবা ভাতের সাথেও পরিবেশন করা যায়।কিন্তু আমি যেহেতু পুলি পিঠা তৈরি করবো এজন্য পরিবেশন করছি না ।

          দ্বিতীয় ধাপ

IMG_20210624_192234.jpg

আমি ময়দার ডো তৈরি করার জন্য এখানে ৩ কাপ ময়দা, ১/২ কাপ আটা, ৩ চামচ চিনি এবং ২ চামচ গুঁড়ো দুধ নিয়েছি।

IMG_20210624_192128.jpg

এক বাটি সাদা তেল নিয়েছি।

IMG_20210624_192335.jpg

ময়দার প্লেটে রাখা সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব এবং তাতে ৩ টেবিল চামচ পরিমান সাদা তেল দেব।আবার মিশিয়ে নেব।

IMG_20210624_192418.jpg

আমি ময়দার মিশ্রণটিতে অল্প অল্প করে গরম জল যোগ করে হাত দিয়ে মাখতে থাকব।

IMG_20210624_192506.jpg

এভাবে আমি একটি ময়দার নরম ডো তৈরী করে নিয়েছি।

              তৃতীয় ধাপ

IMG_20210624_192544.jpg

এখানে ময়দার ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে দুই হাতের তালুর মাধ্যমে মাঝারি সাইজের গোল গোল বলের সেপ তৈরি করে নিয়েছি ।

IMG_20210624_193205.jpg

এবার আমি একটি বেলণের সাহায্যে একটি করে বল নিয়ে বেলে নেব ।

IMG_20210624_192601.jpg

গোল করে বেলে নিতে হবে।

IMG_20210624_192701.jpg

এখানে এটা আমি রুটির মতো পুরত্ব করে সবগুলো একই ভাবে বেলে নেব।

IMG_20210624_192720.jpg

এবার পুলি পিঠার ডিজাইনের জন্য একটি প্লাস্টিকের সাচ নিয়ে নেব।

IMG_20210624_192823.jpg

সাচটির ভিতরে প্রতিবার একটু একটু করে সাদা তেল মেখে নিতে হবে।

IMG_20210624_192928.jpg

সাচের ভিতরে বেলে নেওয়া রুটি দিয়ে একটি আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে এবং নারিকেলের পুর দিয়ে দিতে হবে অল্প করে।

IMG_20210624_193036.jpg

তারপর দুই পাশে চাপ দিতে হবে ।

IMG_20210624_193049.jpg

সাচের পাশের অতিরিক্ত রুটি কেটে নিতে হবে।

IMG_20210624_193134.jpg

পিঠাগুলি দেখতে এইরকম হবে।

IMG_20210624_174348.jpg

এবার সাচ থেকে পিঠা বের করে নেব।এভাবে আমি কিছু পিঠা তৈরি করে নেব।

IMG_20210624_193229.jpg

আমি এখানে দুটি ডিজাইনের পিঠা তৈরি করবো। এইজন্য একটি রুটি আমি হাতে নিয়ে নিয়েছি।

IMG_20210624_193240.jpg

এবার রুটির একপাশে একইভাবে অল্প নারিকেলের পুর নিয়ে নেব।

IMG_20210624_193330.jpg

এরপর রুটির অপর পাশটি দিয়ে পুরটা ঢেকে দেবএবং দুই পাশ আঙ্গুল দিয়ে চেপে দেব।

IMG_20210624_193431.jpg

পিঠাটির পাশে একটু একটু করে ভাঁজ দিয়ে দেব।

IMG_20210624_193345.jpg

এইভাবে আমি কিছু পিঠা হাত দিয়ে ডিজাইন করে নেব।

IMG_20210624_193605.jpg

আমি এখানে দুইরকমভাবে ডিজাইন করে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলি তেলে ভাজার পালা।

            চতুর্থ ধাপ

IMG_20210624_193550.jpg

আমি সবগুলি পিঠার ডিজাইন তৈরি করে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে বাটিতে রাখা সাদা তেল দিয়ে দেব এবং কম আঁচে তেলটা হালকা গরম করে নেব।

IMG_20210624_193817.jpg

কড়াইয়ের তেল হালকা গরম হলে আমি কড়াইয়ের মধ্যে পিঠা দিয়ে দেব । আমি এখানে ৩ টি করে পিঠা ভেঁজে নিয়েছি।

IMG_20210624_193630.jpg

পিঠাগুলি উল্টেপাল্টে দেব। ফলে পিঠাগুলি ফুলে উঠবে এবং দুইপাশ সমানভাবে ভেঁজে নেব।

IMG_20210624_193739.jpg

পিঠাগুলি বাদামি রঙের করে ভেঁজে নিতে হবে।

IMG-20210624-WA0003.jpg

আমি এখানে সব পিঠাগুলি একইভাবে বাদামি রঙের করে ভেঁজে নিয়েছি এবং পিঠার ভিতরে ও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।

IMG-20210624-WA0002.jpg

আমি তেলেভাজা পুলি পিঠাগুলি চারটি ধাপে সম্পূর্ণ করেছি। এবার গরম গরম পরিবেশনের পালা। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি।চাইলে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

রান্নি এবং ফটোগ্রাফি: @green015

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

অসাধারন হয়েছে। আমার তো লোভ লাগছে।

 4 years ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো

 4 years ago 

ধন্যবাদ দাদা।

 4 years ago (edited)

দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই টেস্টি হয়েছে। দারুন ।অসাধারণ হয়েছে রেসিপিটি। সাথে অনেক বড় কন্টেন্ট উপহার দেবার জন্য ধন্যবাদ বোন।

 4 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।

 4 years ago 

সুন্দর হয়েছে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 4 years ago 

ধন্যবাদ আপু।

 4 years ago 

খুবই চমৎকার উপস্থাপন।
সত্যি বলতে ছোট বেলার কথা মনে পরে গেল, নানুর বাড়ীতে বেড়াতে গেলে এই জাতীয় পিঠা বেশী খেতাম। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by @blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

দেখেই লোভ লাগছে। অনেকদিন পুলি পিঠা খাওয়া হয় না। অনেক সুন্দর বানানো হয়েছে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago (edited)

"সুন্দর রেসিপি"

tree-branch-5067383_640.png

এতটাই সুন্দর এবং সহজ ভাবে তুলে ধরেছেন সবকিছু যে কেউ তৈরি করতে পারবে।
আমিও তৈরি করবো ভাবছি।

border-159926_640.png

সৃজনশীলতাই শক্তি

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, অবশ্যই তৈরী করবেন।আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55