You are viewing a single comment's thread from:

RE: শূন্যদিনে কবিতা রেখে গেলাম।

in আমার বাংলা ব্লগ3 months ago

আপনার কবিতা বড়ই শক্ত দিদি,যা বোঝা আমার পক্ষে কিছুটা মুশকিলের।যদিও আমি একটু-আধটু চেষ্টা করি লেখার।যাইহোক আসলেই কমিউনিটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুন্যতায় ভরে গেছে।এভাবে আমাদেরও ভালো লাগছে না, কিন্তু সব ঠিক হয়ে যাবে আশা করি।আপনার লেখা অসাধারণ, প্রতিটি লাইন অর্থপূর্ণ।ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 months ago 

হা হা হা৷ অনেকেই বলেন। তবে সত্যিই এগুলো আজকের কবিতার আপগ্রেডেশনের যুগে দাঁড়িয়ে একটুও শক্ত নয়। আমি আরও অনেক রূপকের আড়ালে লিখি। কিন্তু এখানে খুবই কম দিই সেই সব লেখা৷

তুমি তাও পড়লে আমি আনন্দ পেলাম।

সবাইকে ছাড়া সত্যিই খুব ফাঁকা লাগছে৷

 3 months ago 

অত শক্ত কবিতা কম দিলেই ভালো দিদি,নাহলে দাঁত ভেঙে যাবে।☺️

 3 months ago 

এক একদিন তোমায় পড়া শিখিয়ে দেব। দিলেই বুঝতে পারবে৷ আর মজা পাবে। এখানে অনেকেই কবিতা দেয় তার মানে উল্লেখ করে। কিন্তু কবিদের নিজের কবিতার মানে বলতে নেই। বললে পাঠকের চিন্তাশক্তিকে স্বাধীন ভাবে বইতে দেওয়া হয় না৷

যাইহোক তুমি তো কলকাতার কেন্দ্রীয়। কলকাতার লেখনশৈলী এরমই৷ আপডেটেট সাহিত্যগুলো পড়লেই বুঝতে পারবে৷

 3 months ago 

এখানে অনেকেই কবিতা দেয় তার মানে উল্লেখ করে। কিন্তু কবিদের নিজের কবিতার মানে বলতে নেই। বললে পাঠকের চিন্তাশক্তিকে স্বাধীন ভাবে বইতে দেওয়া হয় না৷

দিদি ,এটা তো আমরা জানি যে কোনো লেখার অর্থ বলে দিলে তার কিছুই থাকে না।কিন্তু অনেকেই বলে বুঝতে পারছি না, তারপর আবার কমিউনিটি থেকেও বলা হয় একটু মূল বিষয়টি তুলে ধরার জন্য।না হলে লেখাগুলো ছোট্ট হয়ে যায় তাই চেষ্টা করি আমি দুই লাইনে তুলে ধরার,অনেকেই অনেক বড় করে সারমর্ম তুলে ধরে যেটা আসলেই ঠিক নয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68911.49
ETH 2524.87
USDT 1.00
SBD 2.53