You are viewing a single comment's thread from:
RE: আবোল তাবোল জীবনের গল্প [ দামের বাস্তবতা ]
সত্যিই দিন দিন কৃষক সমাজ ক্ষতির সম্মুখীন হচ্ছে।আসলে কেনা খাবার দিয়ে চাহিদা মেটানো খুবই কষ্টকর।আর দেশি মুরগি বাড়িতে পুষলে বেশি খরচ হয় না কিন্তু লেয়ার জাতীয় মুরগির খাবার তালিকা আলাদা হওয়ার জন্য খরচের পরিমাণও বেড়ে যায়।সবদিক থেকে বিবেচনা করলে- খাবার, সময় ও পরিশ্রম দিয়ে কৃষকরা বেশী ঠকে আম জনতার থেকে।সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, ধন্যবাদ ভাইয়া।