*চায়না আঙ্গিকে একটি মেয়ের মুখের প্রতিচ্ছবি*(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।
আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো "একটি অঙ্কিত মেয়ের মুখের ছবি"।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।অনেকদিন তেমন কিছুই অঙ্কন করা হয় না।তাই আজ একটি মেয়ের ছবি অঙ্কন করার চেষ্টা করলাম, সেটি ও একটু চায়না মেয়েদের আঙ্গিক দিয়ে।চায়না মেয়েদের কম-বেশি সবাই পছন্দ করেন।যদি ও অধিকাংশ মেয়েদের মুখ মেকআপ বা অন্যান্য প্লাস্টিক প্রসাধনীতে ঢাকা থাকে।কেউ বুঝতেই পারেনা ,সেগুলো খুবই সত্যিকারের মতো মনে হয়।যাইহোক তবুও তাদের চেহারায় পুতুল পুতুল ভাব আছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20220112_132942.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেনসিল(রঙ্গিন)
3 রবার
4.কালো রঙের বলপেন
5.জেল পেন(রঙ্গিন)

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

CollageMaker_20220112_133901123.jpg

●প্রথমে অঙ্কনের উপকরণ গুলি একত্রে নিয়ে নেব।

ধাপঃ 2

CollageMaker_20220112_133339928.jpg

●একটি ডিম্বাকার বৃত্ত একে নেব পেনসিলের সাহায্যে।তারপর বৃত্তের মধ্যে দাগ দাগ কেটে নেব একটু করে দূরত্বে।

ধাপঃ 3

IMG_20220112_132526.jpg

●এরপর চোখ ,নাক ও ঠোঁট একে নেব দাগের উপর দিয়ে তারপর রবার দিয়ে মুছে দেব দাগগুলো।

ধাপঃ 4

IMG_20220112_132537.jpg

●এবারে কালো রঙের বলপেন দিয়ে চোখ একে নিয়ে পেনসিল দিয়ে চুল একে নেব।

ধাপঃ 5

IMG_20220112_132549.jpg

●এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 6

IMG_20220112_132604.jpg

●এবারে চুলের সাইজ একটু বড়ো করে একে নিলাম একপাশে।কান দুটি একে নেব দুইপাশে।

ধাপঃ 7

CollageMaker_20220112_133428987.jpg

●এরপর চুল একে নেব দুইপাশে বড়ো করে।বলপেন দিয়ে মুখের বর্ডারে দাগ দিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20220112_132649.jpg

●নীল রঙের পেনসিল দিয়ে সুন্দর চোখ তৈরি করে নেব মেয়েটির।

ধাপঃ 9

IMG_20220112_132719.jpg

CollageMaker_20220112_133549022.jpg

●এরপর বাদামি রঙের পেনসিল দিয়ে মেয়েটির কান, মুখ ও গলায় হালকা সেপ করে একে নেব।ঠোঁটে গাড় বাদামি রং করে নেব।মেয়েটির জামার ডিজাইন একে নিয়ে তার সঙ্গে মিলিয়ে চুল ছোট করে নেব রবার দিয়ে মুছে।

ধাপঃ 10

CollageMaker_20220112_133741812.jpg

IMG_20220112_132851.jpg

●এবারে মেয়েটির চুলের কাঁটা, কানের দুল ও গায়ের জামা একে নেব বিভিন্ন রঙের জেল পেন দিয়ে ডিজাইন করে।চুলের গাড় সেপ দিয়ে নেব 8b পেন্সিল দিয়ে।সবশেষে আমার নামটি নীচে লিখে দেব।

ধাপঃ 11

IMG_20220112_132942.jpg

●তো অঙ্কন করা হয়ে গেল আমার চায়না আঙ্গিকে একটি মেয়ের মুখের প্রতিচ্ছবি

আশা করি আমার আজকের অঙ্কিত চিত্রটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে আপনি এই মেয়েটির ছবি একেছেন আপু।দেখতেই সুন্দর দেখাচ্ছে। আর খুব সুন্দর করে আপনি ধাপগুলো তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু,আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর এবং ইউনিক একটি চিত্র অংকন করেছেন। চায়না আঙ্গিকে মেয়েটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।মেয়েটির জামার ডিজাইন অনেক সুন্দর হয়েছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

  • মেয়েটির ছবিটি আমার খুবই ভালো লেগেছে। চায়না মেয়েদের আঙ্গিকে আপনি খুব অসাধারণ ভাবে এটি এঁকেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা এটা আমার খুবই চমৎকার লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি চায়না নামটি যেভাবে উচ্চারণ করেছেন ঠিক মেয়েটির চিত্র আপনি চায়নার মেয়েদের মতই ফুটিয়ে তুলেছেন সত্যি দারুন লেগেছে। এবং প্রতিটি স্টেপ খুব সুন্দর করে দেখিয়েছেন এবং আপনার চিত্র অঙ্কন এর স্ট্রাকচার খুব সুন্দর ছিল। আমাদের সাথে এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আমি তো এই চিত্রাংকনটি দেখে প্রথমে একবার চিত্রাংকনের দিকে তাকাই পরে আবার আপনার ছবির দিকে তাকাই, প্রথমে ভেবেছিলাম আপনাকে মনে হয় আপনি অঙ্কন করেছেন বেশ কয়েকবার দেখার পরে দেখলাম যে না সম্পূর্ণ অন্য একটি মেয়ের ছবি। অসাধারণ একটি ছবি অঙ্কন করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া আমি অতো দক্ষ নয়, নিজেকে একে ফেলার মতো।😊উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফর্সা চেহারা সরু মুখ চোখা নাক এবং কালো চোখ এবং একটু ভিন্ন ধরনের পোষাক। এটাই সাধারণত একজন চিনা মহিলার সহজ গঠন। বেশ ভালো একেছেন ছবিটি দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে একটি মেয়ের ছবি আঁকা। মেয়েটির জামা অনেক সুন্দর ভাবে এঁকেছেন। চুলের ক্লিপ, কানের দুল সব মিলিয়ে অনেক অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগলো আপনার আজকের অংকন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর হয়েছে চিত্রাংকন টি। চাইনিজ আদলে অংকিত চিত্র টি দেখতে কিন্তু ঠিক চাইনিজ আদলেই হয়েছে। এক কথায় অসাধারণ। চিত্রাংকন এর প্রতিটি ধাপ ঠিকঠাক। ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা,উৎসাহ পেলাম।ভালো থাকবেন।😊

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23