You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৩
অনুগল্প:
অনলাইনে কেনাকাটা মোটামুটি হয়েই থাকে।বিশেষ করে আমাজন আর ফ্লিপকার্ট এ বেশি হয়।কারন এগুলো বিশ্বস্ত কোম্পানি কিন্তু মিশো বলে যে কোম্পানি সেটার বিজ্ঞাপনও টেলিভিশন কিংবা অনলাইনে প্রায় দেখা যায়।যদিও আগের কোম্পানি থেকে অনলাইনে জিনিস কিনে কখনো ঠকিনি তাই ভাবলাম মিশো থেকেই অর্ডার করি।তাই দুটি পালাজো পছন্দ করে করলাম অর্ডার।কিন্তু দিতে অনেকখানি সময় তো নিল-ই তার উপরে আবার দেওয়ার সময় একটি ঠিক দিল আরেকটি সম্পূর্ণ আলাদা পালাজো দিয়ে দিল।তবে যে পালাজোটি ভিন্ন দিয়েছে সেটা দেখতে আর্মিদের প্যান্টের মতন।সেটা আবার আমার পছন্দ নয় কিন্তু বাড়ির বাকিদের পছন্দ হলো।যখনই আলমারি থেকে পালাজোটি বের করে দেখি তখনই কেমন আর্মি আর্মি মনে হয়।।☺️☺️