You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩১
স্বপ্ন দেখি পাহাড়ের ওই চূড়ায়,
রঙিন প্রেমের ভাসমানতায়।
কবে দুজনা ফিরবে একমনে,
প্রতীক্ষার প্রতিটা প্রহর গুনে।
আকাশের নীলিমায় স্বপ্ন বুনে,তোমার দর্শনে!
সময় যেন ফোকর খোঁজে,কারন-অকারণে।
ভালোবাসা যেন ছড়ানো দিক-বিদিক,
তুলনারা আজ যেন বড্ড আপেক্ষিক।
মাঝে মাঝে রঙিন স্বপ্ন বুকে বাসা বাঁধে। হয়তো মাঝে মাঝে স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপু।