অনেক সুন্দর উদাহরণ দিয়ে গণতন্ত্রের পরিমাপকে বুঝিয়েছেন দাদা।আসলেই এখন সবই নামে মাত্র হয়ে থাকে।যেখানে জনগন একত্রিত হয়ে একটি শাসক নির্বাচন করতে পারে সেখানে এখন তার কোনো মূল্যই থাকছে না।জনগণ এখন হাতের পুতুল হয়ে গেছে ক্ষমতাধারী কিছু অযোগ্য মানুষের জন্য।ধন্যবাদ দাদা।