আমার স্বরচিত কবিতা: "কালো মেঘ"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাইতো প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি আমি।

এখানে একজন ভালোবাসার মানুষের জন্য প্রতীক্ষারতা প্রেমিকার আর্তনাদের কথা তুলে ধরা হয়েছে।যেখানে সে অপেক্ষা করতে করতে ক্লান্ত এবং মনের উপর দিয়ে কঠিন ঝড় বয়ে যাচ্ছে।যেটা হয়তো কাউকে দেখানো যাবে না,আবার যার তুলনা কোনো প্রকৃতির সাথে করা যায় না।প্রেমিককে দ্বিতীয়বার দেখার আশায় একান্তই নিজস্ব কালো মেঘের মতো যন্ত্রণাগুলি প্রকাশ পায়।হয়তো এই প্রতীক্ষা দুটি মনকে একত্রিত করে না বরং বিচ্ছিন্নভাবে ব্যর্থ করে তোলে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন কবিতাটি শুরু করা যাক----

IMG_20230320_051937.jpg
সোর্স

কালো মেঘ

তুমি মিশে গেছো অচৈতন্যদের ভিড়ে
আমি সাজিয়ে রেখেছি ছোট্ট কুঠি নদীর পাড়ে,
তোমার প্রতীক্ষায় একটু একটু মুহূর্ত পাড়ি দিতে...
দিতে আমি একযুগ কাটিয়ে দিয়েছি ক্লান্ত মনে।
বর্তমান,ভবিষ্যতকে ঠেলে দিয়েছি দূর অজানায়
বিদ্ধ করেছি আমার যন্ত্রণার মনে কাঁটার তীব্র আঘাত,
ভগ্ন স্তূপের মতো আমার হৃদয়খানি আজও বিভোর
দ্বিতীয়বারের মতো একটিবার দেখার কঠিন অপেক্ষায়...।
ইচ্ছেরা বাসা বেঁধেছে আমার বুকের একটি কোণে
চোখেরা ঘুম থেকে নিয়েছে নির্বাসন,
আকাশ,বায়ু,জল আর মাটিরা আজ আর সাক্ষ্য নেই
এই চারটি স্তরের ঘটেছে নিদারুণ অবচেতন।
এ যেন দেহ মনের উপর দিয়ে বয়ে চলা একরাশ ঝড়
যে ঝড়ে ঘর উড়ে যায় না, গাছ ভেঙে পড়ে না
সমুদ্রের জল উথাল পাথাল ঢেউয়ে ভাসায় না,
কালো মেঘ গর্জন করে না,ঝপাঝপ বৃষ্টি পড়ে না।
কিন্তু ভালোবাসার হৃদয়খানি পুড়ে হাহাকার তোলে
দুমড়ে মুচড়ে যায় বুকের মধ্যে বাঁধা বাসা,
প্রতীক্ষারা শেষ ভালোবাসার চিঠি লেখে
তাতে থাকে শুধুই একরাশ ব্যর্থতার গল্প।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

এই কবিতাটির মাধ্যমে দেখছি একজন ভালোবাসার মানুষের জন্য প্রতীক্ষারতা প্রেমিকার আর্তনাদের কথা তুলে ধরা হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়ে। এরকম কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ ভালোই ছিল আপনার আজকের এই কবিতাটি। প্রত্যেকটি লাইন একেবারে মন ছোঁয়া ছিল যার কারণে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হয়েছি আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি । আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতাটির মধ্যে একজন প্রেমিকার আর্তনাদের কথা ফুটিয়ে তুলেছেন। আপনি খুবই সুন্দর কবিতা লিখতে পারেন। কবিতা পড়তে আমি অনেক বেশি পছন্দ করি আর আপনি সবসময় অসাধারণ কবিতা লিখেন।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে উৎসাহ আরো বেড়ে গেল আপু।ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

 last year 

আপু কবিতার মধ্যে ভালোবাসার মানুষের আর্তনাত তুলে ধরেছেন। আসলে একজন ভালোবাসার মানুষের জন্য প্রতিক্ষা বড় কষ্টের। সত্যি আপু মনের ওপর দিয়ে বয়ে চলে একরাশ ঝড়। এরকম বিরহের কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনার বিরহের কবিতা পড়তে ভালো লাগে জেনে ভালো লাগলো আমার ও।ধন্যবাদ আপু।

 last year 

দুমড়ে মুচড়ে যায় বুকের মধ্যে বাঁধা বাসা,
প্রতীক্ষারা শেষ ভালোবাসার চিঠি লেখে
তাতে থাকে শুধুই একরাশ ব্যর্থতার গল্প।

আসলে অপেক্ষার সময়টা সত্যিই অনেক কষ্টদায়ক দিন যত গড়ায় ততই অপেক্ষার সময়টা অনেক ভারী হতে থাকে।। তবে প্রকৃত প্রেমিক এবং ভালোবাসা শুভাকাঙ্খীরা আজীবন ধরেও অপেক্ষা করতে পারে তার প্রিয় মানুষদের জন্য অনেক সুন্দর ভাবে লিখেছেন কবিতাটি খুবই ভালো লেগেছে।

 last year 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন,এক একটি দিন ঘনানোর পর অপেক্ষার পাল্লা যেন গভীর ও ভারী হয়ে যায়।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

কালো মেঘ আপনার আজকের এই কবিতাটি পড়ে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আমার। আসলে আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি কবিতা পড়তেও তেমনি আমার কাছে ভীষণ ভালো লাগে। এই কবিতাটির মাধ্যমে এমনিতে বেশ ভালোই একটা টপিক তুলে ধরা হয়েছে। একজন ভালবাসার মানুষের জন্য প্রতীক্ষারতা প্রেমিকার আর্তনাদের কথা তুলে ধরা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। সম্পূর্ণটা বেশ ভালোই ছিল বলতে হয়। ‌

 last year 

আপনি কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64344.02
ETH 3142.36
USDT 1.00
SBD 4.01