প্রতিযোগিতা- ৫৩ ||"ব্রাম্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছি।ব্যস্ততা নিয়েই আমাদের জীবন।তারপরও কিছু ব্যস্ততা এমন যে তা থেকে সময় বের করা বেশ কঠিন হয়ে পড়ে।যাইহোক রেসিপি প্রতিযোগিতায় অংশ নেব না তাই কি হয়!এমনিতেই রেসিপি তৈরি করতে আমি অনেক ভালোবাসি।তাই আমি @green015 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেললাম,আমার সামান্য রান্নার দক্ষতাকে কাজে লাগিয়ে।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @winkles দাদাসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে।

ব্রাহ্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি:

IMG_20240307_104050.jpg

IMG_20240307_104839.jpg

বন্ধুরা,শুক্তো রেসিপি হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার।যেটা খুবই জনপ্রিয় এবং পুরোনো কালের ঐতিহ্যকে বহন করে।বর্তমানে যদিও এর কদর কিছুটা কমেছে।কিন্তু আমাদের বাড়িতে শুক্তো রেসিপি মাঝে মাঝেই তৈরি করা হয়।আর এই রেসিপি আমার এতটাই পছন্দের, যে শুধুমাত্র শুক্তো রেসিপি দিয়েই আমি একথালা ভাত সাবার করে ফেলি।তাছাড়া এটা শরীরের জন্যও খুবই উপকারী।তাই আজ আমি তৈরি করেছি "ব্রাহ্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি"।এমনিতেই বেগুন খেতে আমি অনেক পছন্দ করি।প্রতিদিন কোনো না কোনো পদ থাকেই বেগুনের।তাছাড়া দেখলাম গাছে অনেক বেগুন রয়েছে এবং আজ অনেক কুমড়ো ফুলও ফুটেছে।তাছাড়া থানকুনি শাকের ক্ষেত তো রয়েছেই আমাদের।তাই একে একে তুলে নিয়ে টক দই দিয়ে শুক্তো রেসিপি বানিয়ে ফেললাম, এটা কিন্তু খেতে দারুণ স্বাদের ও মজাদার হয়েছিল।শুক্তো রেসিপিতে দেওয়া থানকুনি শাক ও ব্রাম্মী শাকের অনেক গুনাগুন রয়েছে।এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।যেমন ব্রাম্মী শাকের উপকারীতা---

● স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রাহ্মী শাক।
●ক্যান্সারের বিরুদ্ধে লড়তে ব্রাম্মী শাকের ভূমিকা অপরিসীম।
●বাতের ব্যথা কমাতে ব্রাম্মী শাক খুবই উপকারী।

থানকুনি শাকের উপকারীতা---

●মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকার দেয় থানকুনি শাক।
●থানকুনি পাতা সর্দির জন্য উপকারী।
●পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে।
●এছাড়া থানকুনি পাতা আমাশয়ে ভাল কাজ করে।

IMG_20240307_103545.jpg
আশা করি আপনাদের কাছেও আমার তৈরি রেসিপিটি অনেক ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

উপকরণপরিমাণ
কুমড়ো ফুল15 টি
বেগুন1 টি
থানকুনি শাক1 মুঠো
ব্রাম্মী শাক1/2 মুঠো
টক দই4 টেবিল চামচ
টমেটো2 টি
চিনি1/3 টেবিল চামচ
লবণ1 টেবিল চামচ
হলুদ1/2 টেবিল চামচ
পাঁচফোড়ন গুঁড়া1/3 টেবিল চামচ
কালোসরিষা গুঁড়া1.5 টেবিল চামচ
জিরা গুঁড়া1.5 টেবিল চামচ
ধনিয়া গুঁড়া1 টেবিল চামচ
সরিষার তেল5 টেবিল চামচ

IMG_20240307_093639.jpg

IMG_20240307_093737.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240307_094521.jpg
প্রথমে আমি আমাদের গাছ থেকে টাটকা বেগুন ও কুমড়ো ফুল তুলে নিলাম।এরপর কিছু থানকুনি ও ব্রাম্মী শাক তুলে বেছে নিলাম।

ধাপঃ 2

IMG_20240307_093712.jpg
এরপর একটি বটির সাহায্যে বেগুনগুলি ধুয়ে কেটে নিলাম।কুমড়ো ফুল ও শাকগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20240307_094535.jpg
এবারে একটি পরিষ্কার কড়াই নিয়ে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিলাম।কড়াইয়ের মধ্যে কালো সরিষা,জিরা,গোটা ধনিয়া এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো।তারপর নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম।

ধাপঃ 4

IMG_20240307_094548.jpg
এখন গোটা মসলাগুলি ভেজে নেওয়ার পর শীল-পাটায় বেঁটে গুঁড়ো করে নিলাম।

ধাপঃ 5

IMG_20240307_094601.jpg
গুঁড়ো মসলাগুলি একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 6

IMG_20240307_094725.jpg
এরপর পুনরায় আবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম।

ধাপঃ 7

IMG_20240307_094740.jpg
এবারে তেলের মধ্যে কেটে রাখা টমেটোর পিচগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 8

IMG_20240307_094753.jpg
এখন টমেটোগুলি নেড়েচেড়ে হালকা গলিয়ে নিলাম।

ধাপঃ 9

IMG_20240307_094806.jpg
এরপর টমেটোর মধ্যে বেগুনের পিচগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20240307_094822.jpg
এখন বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম।

ধাপঃ 11

IMG_20240307_094613.jpg
এবারে ভেজে নেওয়া বেগুনের মধ্যে কুমড়ো ফুল দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।

ধাপঃ 12

IMG_20240307_094642.jpg
এখন ভেজে নেওয়া বেগুন ও কুমড়ো ফুলের মধ্যে ব্রাম্মী ও থানকুনি শাক দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।কারণ আমি এতে কোনো জল ব্যবহার করবো না।

ধাপঃ 13

IMG_20240307_094837.jpg
এবারে ঢাকনা খুলে নেড়েচেড়ে বেগুনগুলি গলিয়ে মিশিয়ে নিলাম শাকের মধ্যে।

ধাপঃ 14

IMG_20240307_094624.jpg
এখন সেদ্ধ বেগুনগুলি পাত্রে নামিয়ে কড়াইতে তেল দিয়ে নিলাম।তেলের মধ্যে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো।

ধাপঃ 15

IMG_20240307_094858.jpg
এরপর টক দইয়ের মধ্যে বেগুনগুলি ঢেলে দিলাম।তারপর সামান্য চিনি ও গুঁড়ো করা মসলা পরিমাণ মতো দিয়ে দিলাম।

ধাপঃ 16

IMG_20240307_094917.jpg
এবারে সমস্ত উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240307_104445.jpg
সবশেষে একটি পাত্রে রেসিপিটি নামিয়ে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "ব্রাহ্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি"

পরিবেশন:

IMG_20240307_104659.jpg

IMG_20240307_104630.jpg
এখন এটি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।


আশা করি আমার আজকের তৈরি রেসিপিটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা- ৫৩"ব্রাহ্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি । বিশেষ করে শুক্তো আমার কখনো খাওয়া হয়নি এজন্য এগুলো বানাতেও খুব একটা পারি না । আপনার রেসিপিটা কিন্তু ভালো লাগলো আনকমন হয়েছে । ব্রাহ্মী শাকের নামও প্রথম জানলাম ।

 5 months ago 

আপু,এগুলো তৈরি করতে বেশি কঠিন নয়।আপনি শুধু ঝাল ছাড়া লাউ কিংবা বেগুন জাতীয় সবজিতে হালকা তেতো জাতীয় জিনিস দিলেই শুক্তো রেসিপি কমপ্লিট।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি বেশ সুন্দরভাবে ব্রাম্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি তৈরি করে শেয়ার করেছেন আপু। আসলে অনেকগুলো উপাদানের মাধ্যমে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে বেশ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে অনেকগুলো উপাদানের মাধ্যমে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে বেশ সুস্বাদু লাগে।

ঠিক বলেছেন ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কি সুন্দর দেখার মতো একটি ইউনিক রেসেপি শেয়ার করলেন ৷ এতো গুলো উপাদান দিয়ে রেসেপি করেছেন ৷ তবে একটা বিষয়ে খুব ভালো লাগলো ৷ সেটা হলো এই রেসিপি টা খেলে যে অনেক উপকার তা উল্লেখ করেছেন ৷ সবমিলে দারুন একটি রেসেপি ৷ ব্রাম্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি৷ আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি ৷ এ প্রতিযোগিতার একটা হলেও হতে পারেন ৷

 5 months ago 

এ প্রতিযোগিতার একটা হলেও হতে পারেন ৷

আপনার কথা পূর্ণতা পেয়েছে দাদা।একটি অবস্থানে থাকতে পেরে আমি অনেক খুশি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

শুনে খুশি হলাম দিদি

 5 months ago 

😊😊

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বেশ কয়েকটি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। তবে এভাবে শুক্তো রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করা ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

হ্যাঁ আপু,খুবই মজার হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 months ago 

Thank you so much.

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ব্রাম্মী ও থানকুনি শাক দিয়ে কুমড়ো ফুলের দই বেগুন শুক্তো রেসিপি সুন্দর ভাবে তৈরি করেছেন ।এমন ধরনের রেসিপি কোনদিন খাওয়া হয়নি, একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখব ।রেসিপিটা খেতে কেমন লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 5 months ago 

অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু,দারুণ মজার খেতে।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60944.89
ETH 2608.11
USDT 1.00
SBD 2.67