"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || "শীতকালীন কিছু ফটোগ্রাফি"
নমস্কার
শীতকালীন কিছু ফটোগ্রাফি:
শীতকাল আমার খুবই প্রিয়।শীতকাল মানেই ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর ঘুমিয়ে মজা।আর এই শীতকালের ভোরে অনেকেই ব্যায়াম করে থাকে মাঠে কিংবা রাস্তায়।
ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।ভোরে যখন চারিদিকে কুয়াশাছন্ন থাকে তখন মাঠে অনেক ছেলেরা ফুটবল খেলে শরীর গরম করছিল।আর অনেক ছেলেমেয়েরাই কারাতি শিখতে এসেছিল তাদের স্যারকে নিয়ে মাঠে।
শীতের সকালে মাকড়সার জালগুলি দেখতে খুবই অদ্ভুত লাগে।পোকা ধরার ফাঁদ পাতে মাকড়সাগুলি।আর তাতে শিশির বিন্দুগুলি সিক্ত থাকে।ধান ক্ষেতে অসংখ্য মাকড়সার জাল বুনতে দেখা যায়।
ঘাস কিংবা ধানের পাতারা সিক্ত শিশির বিন্দুতে।শিশির ভেজা জলের বিন্দুগুলি মুক্তার মতো ঝলমল করে উঠে রোদের আলোতে।
শীতের সকালে মিষ্টি রোদ গাছের ফাক দিয়ে উকি দিচ্ছে।আর সেই প্রতিচ্ছবি জলে টলমল করে দেখা যাচ্ছে।যেটা খুবই সুন্দর লাগছিল আর কুয়াশা সরে যাচ্ছিল ধীরে ধীরে।
শীতকাল মানেই ফুল,ফল এবং শাক-সবজির সমাহার।চারিদিকে রং-বেরঙের ফুল এবং সবজি দেখলে চোখ ধাঁধিয়ে যায়।তেমনি শিশির বিন্দুগুলো ফল ও ফুলকে যেন স্নাত করে তোলে রোজ শীতের ভোরে।
এখন মাঠে ধান কাটার মৌসুম।তাই অনেকেই তাদের পাকা ধান কাটা শুরু করে দিয়েছে।শীতের সকালে রোদ ও ঝড়ো ঠান্ডা হাওয়া গায়ে মেখে ধান কাটার কাজে লিপ্ত হচ্ছে অনেক মানুষ।
এটা হচ্ছে শেওরাফুলি ঘাটের সকালের দৃশ্য।নদীতে নৌকা,লঞ্চ ও বোট ছিল।সকালে কুয়াশার চাদর হালকা সরে যাচ্ছিল,ভোর থেকেই শুরু হয়ে যায় এখানে নদী পারাপার।
এটা হচ্ছে শীতের রাতে নদীর দৃশ্য।সবাই শেওরাফুলি নদীতে বোটে করে নদী পার হচ্ছিল।দূরে শহরের আলোর রশ্মিগুলি ঠিকরে পড়ছিল নদীর ঢেউ খেলানো জলের উপর।যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে।অনেকেই গায়ে চাদর কিংবা সোয়েটার জড়িয়ে নদী পার হচ্ছিল তাতে শীত যে ভালোই পড়ছে তা বেশ বোঝা যাচ্ছে।
পোষ্ট বিবরণ:
বিষয় | প্রতিযোগিতা - ৪৮ : "শীতকালীন কিছু ফটোগ্রাফি" |
---|---|
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | poco m2,redmi note 10 pro max |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | হুগলি,বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
শীতের কুয়াশা মাখা এই অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
আপনার ফটোগ্রাফি দেখার খুব আগ্রহ ছিল কিন্তু অনেক লেট হয়ে গেল। নেট সমস্যা ও অসুস্থতার কারণে দেরি করছেন তথাপি তাও আপনি অনেক ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো শীতকাল আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতের সকালে ব্যায়াম করা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যের জন্য উপকারী এবং মাঠে অনেক ছেলেরা ফুটবল খেলে শরীর গরম করছিল। তার কিছু মুহূর্ত আপনি তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। মাকড়শার জালের ফটোগ্রাফি টা দুর্দান্ত ছিল আপনার। শিশির ভেজা কুয়াশায় আপনি ঘাসের দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন এবং এই ফটোগ্রাফি টার জন্য আপনি প্রশংসার দাবিদার। সকালের মিষ্টি রোদে আপনি ধানের ফটোগ্রাফি তুলে ধরেছেন এবং মাঠে এখন ধান কাটার মৌসুম। তার কিছু দৃশ্য তুলে ধরেছেন আমার ভীষণ ভালো লাগলো। আপনি প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল
@razuan12 ভাইয়া,খুবই নেট সমস্যা ছিল পুরো সপ্তাহ জুড়ে তাই পরে আরো কিছু ছবি যুক্ত করেছি।আপনি চাইলে দেখতে পারেন,অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
বাহ্ আপনিও তো দেখছি শীতের দারুন দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। শীতের এমন সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আসলে সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যে মুগ্ধ হয়ে গেলাম। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
দিদি আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।আপনার ফটোগ্রাফিতে শীতের খুব আমেজ পাওয়া গেলো।এবারের প্রতিযোগিতায় খুব লেট হয়ে গেলো আপনার অসুস্থতার জন্য। তারপরেও অংশগ্রহন করেছেন এজন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনার শেয়ার করা শীতকালীন ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ দিদি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু,শিতের কিছু দৃশ্য তুলে ধরার জন্য।ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে শীতকালীন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কুয়াশায় ঘেরা প্রকৃতির ফটোগ্রাফি বেশ দারুন ছিল। মাঠে ধান কাটার মৌসুমের ফটোগ্রাফি সত্যি বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার সাবলীল মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর ভাবে আপনি অংশগ্রহণ করেছেন এই কনটেস্টে। আমার খুবই ভালো লেগেছে আপনার কনটেস্টে অংশগ্রহণ করা পোস্ট দেখতে পেরে। যেখানে আপনি খুব সুন্দর ভাবে শীতকালীন বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন।
আপনার প্রশংসাভরা মতামতের জন্য, ধন্যবাদ ভাইয়া।
চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার ফটোগ্রাফি গুলো অনেক দারুন ছিল।সবগুলো ফটোগ্রাফির ভিতরে শীতের কুয়াশারভাব ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে এবং সবজিগুলো অনেক সতেজ ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
শীতের সময়ে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। মাকড়সার ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে দিদি 🍃
ধন্যবাদ ভাইয়া।