প্রতিযোগিতা-৪৬|| "ঝাল ঝাল ছোট মাছের বরই টক/টেংগা রেসিপি"

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।এই প্রতিযোগিতাটি যেহেতু রেসিপি সংক্রান্ত তার উপরে আবার ঝাল ঝাল ছোট মাছের।তাই বরাবরের মতোই চলে আসলাম ৪৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর আমার যেকোনো রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে।

ঝাল ঝাল ছোট মাছের বরই টক/টেংগা রেসিপি:

IMG_20231017_225157.jpg

এখন শরৎকাল।তবুও যেন বর্ষাকালের আভাস পাওয়া যায় এই সময়েও।চারিদিকে বৃষ্টির জল আর সঙ্গে ছোট মাছের আনাগোনা।কথায় আছে-মাছে ভাতে বাঙালি।তাই যেকোনো মাছ-ই বাঙালির প্রিয়।আর ছোট মাছের ঝাল কিংবা চচ্চরি হলে তো কথাই নেই।ছোট মাছগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যা বলে বোঝানো যাবে না এবং এটি কারো অগোচরে ও নয়।বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ছোট মাছের ভূমিকা অপরিসীম।এছাড়া শরীরের বিভিন্ন রোগ -প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছোট মাছ খেলে।ছোট মাছের চাহিদা হাটে- বাজারে সারাবছরেই লেগে থাকে এবং এর দামও বেশ চড়া থাকে।যাইহোক এই ছোট মাছগুলো শরীরের জন্য উপকারের পাশাপাশি বেশ রুচিকর।ছোট মাছ খেতে খুবই সুস্বাদু।তাই আমি আজ শুকনো কুল বা বরই দিয়ে ছোট মাছ রান্না করেছি।এই রেসিপিটি হালকা টক হওয়াতে দারুণ টেস্টের সঙ্গে সঙ্গে মুখে রুচি এনে দেয়।আলাদা একটা স্বাদ অনুভব করে তৃপ্তি পাওয়া যায়।আমার ছোট মাছের মধ্যে ছিল(পুঁটি মাছ,টেংরা মাছ,খলসে মাছ এবং টাকি মাছ)।যদিও পুঁটি মাছের পরিমাণটা বেশি ছিল।শুকনো বরই দিয়ে ছোট মাছের রেসিপিটি আমি এই প্রথম তৈরি করলাম।যেটা আমার পরিবারের সবাই বেশ পছন্দ করেছে।তো কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করা যাক---

IMG_20231017_225308.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20231017_180138.jpg

IMG_20231017_180200.jpg

উপকরণপরিমাণ
ছোট মাছ250 গ্রাম
শুকনো বরই200 গ্রাম
শুকনো মরিচ5 টি
কাঁচা মরিচ7 টি
পেঁয়াজ কুচি2 টি
লবণ1.5 টেবিল চামচ
হলুদ1 টেবিল চামচ
জিরে গুঁড়া1 টেবিল চামচ
রসুন বাটা1 টেবিল চামচ
শুকনো মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
গরম মসলা গুঁড়া1/3 টেবিল চামচ
পাঁচফোড়ন ও গোটা সরিষা1 টেবিল চামচ
টমেটো সস1.5 টেবিল চামচ
সরিষার তেল100 গ্রাম
জল

প্রস্তুতপ্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20231017_180249.jpg

প্রথমে আমি একটি পাত্রে শুকনো বরইগুলি ভিজিয়ে রাখবো।

ধাপঃ 2

IMG_20231017_180231.jpg

এরপর ছোট মাছগুলি বটির সাহায্যে আশ ছাড়িয়ে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে।

ধাপঃ 3

IMG_20231017_180351.jpg

এবারে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম মাছের গায়ে।

ধাপঃ 4

IMG_20231017_180437.jpg

এখন চুলার মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব।তারপর কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে।

ধাপঃ 5

IMG_20231017_180543.jpg

তো আমি লবণ ও হলুদ মেশানো ছোট মাছগুলি কড়াইতে দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20231017_180600.jpg

এরপর মাছগুলো নেড়েচেড়ে বাদামি রঙের করে ভেজে নিলাম।

ধাপঃ 7

IMG_20231017_180615.jpg

তো আমার ছোট মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 8

IMG_20231017_180312.jpg

এখন আমি শীল-পাটার সাহায্যে কাঁচা মরিচ, শুকনো মরিচ ও রসুন বেঁটে নেব।

ধাপঃ 9

IMG_20231017_180331.jpg

তো এখানে আমার সব উপকরণ বেঁটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম এবং একটু টমেটোর সস নিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20231017_180637.jpg

এবারে পুনরায় কড়াইতে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20231017_180655.jpg

তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, পাঁচফোড়ন ও গোটা সরিষা দিয়ে দেব।

ধাপঃ 12

IMG_20231017_180713.jpg

এরপর পেয়াজগুলি হালকা করে ভেজে নিলাম।

ধাপঃ 13

IMG_20231017_180727.jpg

এখন ভাজা পেঁয়াজের মধ্যে কাঁচা ও শুকনো মরিচ বাটা,রসুন বাটা এবং টমেটোর সস দিয়ে দিলাম।

ধাপঃ 14

IMG_20231017_180749.jpg

এবারে সব উপকরণ নেড়েচেড়ে নিয়ে লবণ ও হলুদসহ গুঁড়া মসলার সব উপকরণগুলি দিয়ে কষিয়ে নেব মসলাগুলি।

ধাপঃ 15

IMG_20231017_180807.jpg

মসলা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা বরইগুলি জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম মসলার মধ্যে।

ধাপঃ 16

IMG_20231017_180829.jpg

এবারে নেড়েচেড়ে মসলাগুলি বরইয়ের গায়ে মিশিয়ে ভেজে নিলাম কয়েক মিনিট ধরে।

ধাপঃ 17

IMG_20231017_180849.jpg

এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

ধাপঃ 18

IMG_20231017_180952.jpg

বরই ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ছোট মাছগুলি দিয়ে দিলাম তরকারির মধ্যে।

ধাপঃ 19

IMG_20231017_181010.jpg

এরপর কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে তরকারীটি নেড়েচেড়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে দিলাম।

শেষ ধাপঃ

IMG_20231017_181025.jpg

সবশেষে রেসিপিটি একটি পাত্রে নামিয়ে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "ঝাল ঝাল ছোট মাছের বরই টক/টেংগা রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20231017_225456.jpg

IMG_20231017_225517.jpg

IMG_20231017_225539.jpg

IMG_20231017_225157.jpg

এবারে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খুবই সুস্বাদু ও মজার হয়েছিল খেতে।প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমারও খুবই ভালো লেগেছে।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

বিষয়"ঝাল ঝাল ছোট মাছের বরই টক/টেংগা"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ছোট মাছ টক দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি বড়ই দিয়ে বেশ মজাদার একটি রেসিপি তৈরি করলেন। আপনার তৈরি করা রেসিপি অসাধারণ ছিল। প্রতিযোগিতায় রেসিপি আয়োজন করা হলে বেশ ভালো লাগে। সবার মাধ্যমে ইউনিক রেসিপি গুলো দেখার সুযোগ হয়। আজকে আপনার রেসিপিটি আমার অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 10 months ago 

রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো,ধন্যবাদ আপু।

 10 months ago 

দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনি ছোট মাছ বরই দিয়ে দারুন একটি রেসিপি করলেন।ঝাল,টক স্বাদে দারুন মজার একটি রেসিপি। খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 10 months ago 

হ্যাঁ আপু,সত্যিই ভীষণ মজার হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

দিদি আপনি সব সময় ভিন্ন ভিন্ন ইউনিক আইডিয়া নিয়ে আমাদের মাঝে হাজির হন। এটা আমার সবথেকে ভালো লাগে। আসলে আপনি নতুন কিছু করার সৃষ্টি করেন এটাই সুন্দর। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ছোট মাছগুলি সহকারে এবং ছোট মাছগুলি আমাদের খেতে হবে। বড় মাছ আস্তে আস্তে পরিহার করতে হবে । শুভেচ্ছা রইল সর্বোপরি আপনার ধাপ গুলো অনেক স্পষ্ট ছিল এবং আপনি আমাদের মাঝে আজকে মাছের বড়ই টক/টেংগা রেসিপি উপস্থাপনা করেছেন। অনেক সুন্দর ভাবে।

 10 months ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করলাম ইউনিক এবং স্পষ্টভাবে তৈরি করার।অবশ্যই ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমি এই প্রথম আপনার কাছ থেকে ঝাল ছোট মাছের বরই টক রেসিপির নাম জানতে পারলাম। এভাবে কখনো ছোট মাছের রেসিপি খাওয়া হয়নি। এই প্রতিযোগিতার জন্য সবার কাছ থেকে ভিন্ন ধরনের ছোট মাছের রেসিপি শিখতে পারলাম। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক সুস্বাদু ও রুচিশীল একটি রেসিপি এটি আপু,ধন্যবাদ আপনাকেও ।

 10 months ago 

এরকম ইউনিক রেসিপি দেখলে সবারই ইচ্ছে করে খেয়ে ফেলতে। তবে আপনি তো দেখছি এই রেসিপির মধ্যে বরই ব্যবহার করেছেন। এই রেসিপিটা যদিও আমার কখনো খাওয়া হয়নি তবে দেখে খেতে ইচ্ছে করছে। এরকম একটা রেসিপি আমি আজকে প্রথম বার দেখলাম। আপনার এরকম আইডিয়া দেখে আমি তো মুগ্ধ হলাম দিদি। গরম গরম খেতে নিশ্চয়ই অনেক ভালো লেগেছিল।

 10 months ago 

আপনি আমার রেসিপি দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম,ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

বাহ্ দারুন তো । আপনি তো দেখছি দারুন একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। এমন সুন্দর আর আকর্ষনীয় রেসিপি আজ শুধু আপনার পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম। সত্যি আপু আপনার রেসিপিটি কিন্তু বেশ কালার ফুলও ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।

 10 months ago 

দারুণ কালার এসেছিল ঠিকই বলেছেন আপু।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। শুকনো বরই দিয়ে ছোট মাছ এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

একদিন এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

দিদি আপনি অনেক ইউনিক একটা রেসিপি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি ঝাল ঝাল ছোট মাছের বরই টক ও টেংগা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আপনার এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি একেবারে ইউনিক ছিল। আর রেসিপিটা দেখেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 10 months ago 

হ্যাঁ আপু,চেষ্টা করলাম ইউনিকভাবে তৈরি করার জন্য।আর এটি অনেক সুস্বাদু একটি রেসিপি।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 10 months ago 

Thank you so much💝.

 10 months ago 

অনেকে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

একদম, অবশ্যই ট্রাই করবেন আপু।ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52