"বাড়ির মনসাতলায় ভোগ দেওয়ার অনুভূতি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে শেয়ার করবো আমার কিছু অনুভূতি। সেটি হলো-"বাড়ির মনসাতলায় ভোগ দেওয়ার অনুভূতি"।

IMG_20220817_091309.jpg
লোকেশন

শ্রাবণ মাসের শেষদিন ছিল গতকাল মানে বুধবার।আর এই দিনসহ আরো একটি মাসের শেষ দিনে প্রতিবছর আমরা মনসাতলায় ভোগ দিই।মোটামুটি বছরে দুইবার মনসাতলায় ভোগ দেওয়া হয়।এটি কেউ আবার বাড়িতে বড়ো আড়ম্বর করে ধুমধামের সহিত পুরোহিত ডেকে পুজো পার্বন করে ।কেউবা মনসাতলায় দুধ, কলা দিয়ে জটলা পাকিয়ে লাইন দিয়ে ভোগ দেয়।তো আমরা সবসময় চেষ্টা করি নিজের বাড়িতে ভোগ দেওয়ার যেহেতু আমাদের বাড়িতে মনসা গাছ রয়েছে।যাইহোক এই দিনে ভোগ বলতে তেমন কিছুই নয় তবে কাঁচা দুধ, কলা ও বাতাসা বা চিনিটা বেশি প্রাধান্য পায়, বিশেষ করে গরুর কাঁচা দুধ।এছাড়া ধুপ,ধুনো ,ফুল ও গঙ্গাজল তো ব্যবহার করতেই হয়। তারই প্রস্তুতি চলছে এই নিচের ছবিতে।

IMG_20220817_091211.jpg
লোকেশন

IMG_20220819_085303.jpg

মূলত এই মনসাতলার ভোগ দেওয়ার একমাত্র কারণ মনসা দেবীকে সন্তুষ্ট করা এবং সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।গ্রামাঞ্চলে যেহেতু সাপের উপদ্রব বেশি থাকে সেহেতু এই মনসাতলায় ভোগ দেওয়ার রীতি ও বেশ প্রচলিত। যাইহোক বাবা সকালেই অন্যের বাড়ি থেকে কাঁচা দুধ সংগ্রহ করে এনেছিল।তারপর পুকুরে ডুব দিয়ে মাটি নিয়ে মনসাতলায় থান তৈরি করা হলো এবং গাছের নিচে লেপে দেওয়া হলো মাটি দিয়ে হাতের সাহায্যে।এটি অবশ্য মা করেছিলেন।তারপর আমিও স্নান করে ভিজে কাপড়ে ফুলগুলো তুলে নিয়ে এবং ফল, বাতাসা ,ধুপ-ধুনো ,শঙ্খ নিয়ে গেলাম একে একে মনসাতলায়।তারপর ফুল,সিঁদুরগোলা মনসা গাছের পাতায় ও গাছে সাজিয়ে দিলাম।এছাড়া বাবা কলার বাকল কেটে খোল তৈরি করলেন দুটি।আমাদের গাছ থেকে শসা তুলে ও ভোগ তৈরি করলাম।

IMG_20220817_091237.jpg

সবকিছু সাজিয়ে নেওয়া হয়ে গেলে গঙ্গাজল সকলের মাথায় ছিটিয়ে হাতে করে নিয়ে থানে তিনবার হাত ঘুরিয়ে নিলাম।এরপর পাকা কলার খোসা ছাড়িয়ে কলার খোলের মধ্যে দিয়ে দিলাম।খোল দুটি আগেই থানে বসিয়ে দিয়ে একটিতে জল দিয়ে দিলাম ।অন্যটিতে কলা,বাতাসা ,শসা, ফুল ইত্যাদি দিয়ে দুধগুলো ছেঁকে ঢেলে দিলাম কলার খোলে। সবশেষে মনসাতলায় প্রনাম করে উলুধ্বনি দিয়ে,শঙ্খ বাজিয়ে ,ধূপ ও ধুনো জ্বালিয়ে দিয়ে মনসাতলায় ভোগ দেওয়ার পর কিছু মানুষকে পূজার ভোগ বিতরণ করে সমাপ্তি করলাম।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

বাড়ির মনসাতলায় ভোগ দেওয়ার অনুভূতি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এসব বিষয়ে আগে আমার কোন অভিজ্ঞতা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে আজকের নতুন কিছু অভিজ্ঞতা পেলাম। কিন্তু এসব বিষয়ে কিছু অভিজ্ঞতা থাকা দরকার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

TEAM LUCKY DIP

Congratulations!
This post has been upvoted through steemcurator09.
We support quality posts anywhere and any tags.
Curated by : @abiga554

 2 years ago 

Thank you so much.💝

 2 years ago 

আপনার আজকের এই পোস্টের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমার অবশ্যই এমন জাতীয় কোন অভিজ্ঞতা পূর্বে ছিল না। তবে সব বিষয়ে অভিজ্ঞ থাকাটাই সবচেয়ে বেশি ভালো মনে করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত জানানোর জন্য।

 2 years ago 

শুধু মুগ্ধ হয়ে দেখলাম । প্রকৃতির মাঝে এমন অপরূপভাবে আপনার অর্চনা বেশ ভালো লাগলো দেখে, একেবারে বাঙালি একটা প্লট ছবিতে দেখিয়েছেন। মনসা যুগ যুগ ধরে বাংলার বাঙালির দেবী। সব খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আমার ব্লগটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।😊

 2 years ago 

এই পূজো নিয়ে আগের বছরেও একটা পোস্ট করেছিলেন । এই পোস্টটা দেখে আমার ওটাই মনে পড়লো। খুব ভালো লাগলো আপনার পোষ্ট পড়ে।

 2 years ago 

আপু পাকা কলা, শসা ,সুন্দর সুন্দর জবা ফুল অন্যান্য উপকরণ দিয়ে আপনার বাড়ির মনসাতলায় ভোগ দিয়েছেন। আপনার বাড়ির মনসাতলায় ভোগ দেওয়ার অনুভূতিগুলো জানতে পেরে আমি অন্যরকম এক অভিজ্ঞতা অর্জন করলাম। যেটা আমার পূর্বে ছিল না। ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39