"চোখ মেলে দেখো"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আমিও ভালোই আছি।আজ আমি আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে।আজকে আমার ভাবনার বিষয় হলো- "চোখ মেলে দেখো"।

"চোখ মেলে দেখো"

আমি আমার মস্তিষ্ককে একটু ভাবনার মধ্যে রাখার চেষ্টা করছি ইদানিং নানান নতুন বিষয় নিয়ে।যেগুলো আমাকে আগে ও ভাবাতো তবে আমি তেমন গুরুত্ব বা প্রাধান্য দিতাম না।কিন্তু আমি সেইসব বিষয়কে এখন প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি ও তার গুরুত্ব সম্পর্কে গভীরভাবে বোঝার চেষ্টা করছি।আপনারাও চোখ মেলে দেখুন--

পৃথিবী কত সুন্দর
পৃথিবীর সকল জীব-জন্তু কত সুন্দর
এখনো খুঁজে পাবে সুন্দর সুন্দর মনের মানুষ

পৃথিবী কত সুন্দর

pexels-photo-613431.jpeg
সোর্স

এই পৃথিবী কতটা সুন্দর তা আমাদের কল্পনার বাইরে।কারণ আমরা চাইলেও হয়তো আমাদের স্বল্প জীবন দ্বারা পৃথিবীর সিকিভাগ সৌন্দর্য্যকেও উপভোগ করতে পারিনা বা কখনো পারবো না।কিন্তু আধুনিকতার যুগে আমরা হয়তো বাস্তবে পৃথিবীর সুন্দর সুন্দর স্থানে উপস্থিত না হয়েও ঘরে বসেই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেগুলো দেখে উপভোগ করতে পারছি।এটিই বা কম কিসের বলুন!পৃথিবীর এই অতুলনীয় সৌন্দর্য্য প্রতিনিয়ত দুইচোখ ভরে দেখলেও যেন বারবার তা দেখার প্রতি মনে অদ্ভুত আকর্ষণবোধ কাজ করে।হয়তো এই সুন্দর পৃথিবীর বুকে জন্মগ্রহণ না করলে বুঝতেই পারতাম না পৃথিবীটা কত সুন্দর, যার তুলনা কিছুর বিনিময়ে পরিমাপ করা যায় না।

পৃথিবীর সকল জীব-জন্তু কত সুন্দর

IMG_20220312_093316.jpg
সোর্স
মাঝে মাঝেই আমি অবাক হই এটা ভেবে যে, ঈশ্বর কিভাবে এত কিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন।যার কত কিছুই না আমাদের অদেখা বা অজানা।আবার এমন কিছু থাকবে যা আমাদের জীবন-মৃত্যুর মাঝে ও কখনো জানা হবে না ,দেখা হবে না শুধু অগোচরে রইয়ে যাবে।আর সুন্দর পৃথিবীতে এই তৃষ্ণাপিপাসু আত্মা বারবার পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে চাইবে।কত অদ্ভুত সুন্দর সুন্দর প্রাণী ও সকল জীব-জন্তু দেখে যেন তাদের মতোই স্বাধীনচেতা হওয়ার ইচ্ছে জাগে।এক এক জীব-জন্তুর গঠন আবার এক এক রকম ,চেহারা ও খাদ্যতালিকা ও ভিন্ন ধরনের।কত বৈচিত্র্যময় এই পৃথিবী আর পৃথিবীতে সৃষ্টি হওয়া সমস্ত কিছু।আমরা সুন্দর পৃথিবীতে সৃষ্টির সেরা জীব ,তাই আমাদের একটি করে ভাবনার মন রয়েছে ,রয়েছে জ্ঞানের মস্তিষ্ক।যা আমাদেরকে সর্বদা ভাবতে সাহায্য করে কিন্তু অন্য কোনো প্রাণী বা জীব-জন্তুর মস্তিষ্ক এই ভাবনার উদয় হয় না।আমরা চাইলে পৃথিবীকে আরো সুন্দরময় করে তুলতে পারি,সাজাতে পারি নতুনভাবে।কিন্তু সভ্যতার যুগে পৃথিবী তার আসল রূপকে হারিয়ে ফেলছে যার পশ্চাতে সৃষ্টির সেরা জীব মানুষের কর্মকাণ্ড জড়িয়ে আছে।যাইহোক কিছু বৃক্ষরোপনের মাধ্যমে আমরা পৃথিবীকে আরো সবুজময় করে তুলতে পারি তাতে পরিবেশ দূষণ কিছুটা হলেও কমবে।পৃথিবীতে বসবাসরত জীব-জন্তু ও সকল প্রাণীরা খুঁজে পাবে বিশুদ্ধ নিঃশ্বাস।

এখনো খুঁজে পাবে সুন্দর সুন্দর মনের মানুষ

pexels-photo-3768131.jpeg
সোর্স

এখনো পৃথিবীতে সুন্দর সুন্দর মনের মানুষ রয়েছে যাদের জন্য এই পৃথিবী এখনো টিকে আছে।যদিও পূর্বের মতো অতটা সুন্দর ও নিরিবিলি নেই ।দূষনে ভরে গেছে গোটা পৃথিবী তবুও এখনো ভর করে টিকে আছে, পৃথিবী ধ্বংসের হাত থেকে।কারণ এখনো কিছু ভালো মানুষের বাস রয়েছে পৃথিবীতে।চোখ মেলে দেখো তুমি ও খুঁজে পাবে তোমার আশেপাশেই কিংবা আনাচে কানাচে কিংবা কোনো অলি গলির মাঝে।যারা এখনো তোমাকে/আমাকে বাঁচার অনুপ্রেরণা দেবে ,যোগাবে মনোবল।উৎসাহ দেবে চোখ মেলে দেখার সুন্দর জগৎকে।পৃথিবীর বুকে সকল মানুষ হারালেও হারিয়ে যেতে পারতো নিরুদ্দেশের পথে তবুও এখনো কিছু সুন্দর মনের মানুষগুলোর জন্য নিজেকে গুটিয়ে নিয়েছে উঠে দাঁড়াবার ।নিজেকে আত্মনির্ভরশীল করে তোলার, আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরার এবং প্রতি পদে সুন্দর মনের মানুষগুলোকে অনুসরণ করে চলার।গোটা পৃথিবীর মানুষের মধ্যে স্বার্থ ভর করেছে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ স্বার্থকে পদদলিত করে আলোর পথে উঠে এসেছে শান্তির জন্য।তারা সেইসব ব্যক্তি যাদের সুন্দর মন রয়েছে অন্যকে অনুপ্রাণিত করার, অন্যের হাতে হাত রেখে উঠে দাঁড়ানোর মতো সাহস জোগাবার ও সদা অন্যকে সাহায্য করার।এক্ষেত্রে প্রত্যেকের কেউ না কেউ অনুপ্রেরণাকারী থেকেই থাকেন,যাদের কাছ থেকে সর্বদা বেঁচে থাকার শক্তি ও উঠে দাঁড়ানোর শক্তি পাওয়া যায় মনে। আমাদের সকলের প্রিয় @rme দাদার কথা বলা যেতে পারে।যিনি একজন সুন্দর মনের মানুষ ও সর্বদা অন্যকে সাহায্য করে চলেছেন।সেইরকম চোখ মেলে দেখো তুমি ও খুঁজে পাবে পৃথিবীতে সুন্দর সুন্দর মনের মানুষ।এখানে সুন্দর মনের মানুষ বলতে শুধুমাত্র ভালোবাসার মানুষকে বোঝানো হচ্ছে না।অনুপ্রেরণাকারী ,উৎসাহ জোগানোকারী ও বিপদে পাশে দাঁড়ানো যেকোনো মানুষকে বোঝানো হচ্ছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি আপনার আজকের পোষ্টটি দেখে আমার খুব ভালো লেগেছে । আমরা অনেক সময় কিছু দেখেও না দেখার মতো করে থাকি। তবে আমাদের উচিত চোখ খুলে দেখা তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো।প্রথম ছবিটি দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমরা অনেক সময় কিছু দেখেও না দেখার মতো করে থাকি। তবে আমাদের উচিত চোখ খুলে দেখা তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো।

ঠিক বলেছেন আপু,অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl
r2cornell_curation_banner.png
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 2 years ago 

Thank you💝💝.

 2 years ago 
দিদি আপনার লেখা পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেন। আপনার লেখা পড়তে ভালো লাগে। তবে প্রথম ছবিটা দেখে ভয় পাচ্ছিলাম। গলা কাটা বডির মতো লাগছে।
 2 years ago 

তবে প্রথম ছবিটা দেখে ভয় পাচ্ছিলাম। গলা কাটা বডির মতো লাগছে।

ওটা তো একটা মুখোশ ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর একটি পোস্ট করলেন আজকে।
সত্যিই মনের চোখ খুললে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই। সেখানে সুন্দর মনের মানুষ সুন্দর প্রাণী সুন্দর প্রকৃতি সব কিছুই রয়েছে। শুধু আমাদের চমৎকার মনটাকে খুলে সবকিছু উপভোগ করতে হবে। খুব দারুণ ছিল পোস্টটি। আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 2 years ago 

ভাইয়া, আপনার কাছে আমার লেখাগুলি ভালো লেগেছে জেনে মনে হচ্ছে আমার লেখা সার্থক।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সর্বদা😊💝

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32