মানুষের মনেরভাব সরাসরি ব্যক্ত করার উত্তম মাধ্যম {hangout অনুষ্ঠান}

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,
আশা করি সকলেই ভালো আছেন।
এখন লোকডাউন।স্কুল, কলেজসহ বিভিন্ন কর্মক্ষেত্র বন্ধ রয়েছে।তাই সপ্তাহের প্রত্যেকটা দিন এখন ছুটির দিন হিসেবেই কাটছে একপ্রকার।কিন্তু লোকডাউনের আগে অর্থাৎ করোনা নামক বস্তুটি না থাকতে আমাদের কাছে সপ্তাহের একটি দিন বিশেষ ভাবে গণ্য হত।আর সেটি ছিল ছুটির দিন।

IMG_20210729_140948.jpg
(পাতায় স্টিমিট লোগো চিহ্ন )

আমার ও এখন কলেজ বন্ধ।তাই আমার কাছে সবদিন ছুটির দিন হিসেবে বিবেচিত হলেও শুধুমাত্র বৃহস্পতিবারটি বিশেষদিন হিসেবেই গণ্য করছি।কারণটা বলে দিই-----

■আপনি যে কারণে hangout এ থাকবেন:
***********************************
প্রতি বৃহস্পতিবার ভারতের রাত 9 টা এবং বাংলাদেশের সময় 9.30 মিনিটে "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আর সেটি হলো ★hangout অনুষ্ঠান★।
এই hangout এর মাধ্যমে একটি দেশের মানুষের সঙ্গে অন্য একটি দেশের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।হয়তো আপনারা আপনাদের পোস্টে মনের ভাব প্রকাশ করেন লেখার মাধ্যমে কিন্তু এই hangout এর মাধ্যমে আপনারা আপনাদের মনের ভাব সরাসরি ব্যক্ত করতে পারবেন।

■যারা hangout এ বিশেষ ভূমিকা পালন করেন:
*****************************************
প্রথমে কমিউনিটির মডারেটর @shuvo35 দাদা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।এখানে কমিউনিটির এডমিন@rme দাদা এবং @blacks দাদা তার মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং কমিউনিটির বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে এবং কমিউনিটির উন্নতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এছাড়া মডারেটর @moh.arif দাদা কমিউনিটি সম্পর্কে তার সুন্দর মতামত প্রকাশ করেন।সব কিছুর মাঝে মাঝে মডারেটর @hafizullah দাদা বিভিন্ন মুল্যবান মতামতের মাধ্যমে hangout টাকে যথাযথভাবে অব্যাহত রাখেন। আর মডারেটর @rex-sumonদাদা তার মূল্যবান বক্তব্য রাখেন কমিউনিটির উন্নতির লক্ষ্যে।এছাড়া মডারেটর @winkles দাদাও তার অনুভূতি প্রকাশ করেন কমিউনিটি সম্পর্কে এই hangout এ।এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং
ভবিষ্যৎ পরিকল্পনার কথা ও বলা হয় এই hangout এ।

■hangout এ বিনোদন এবং সম্পূর্ণ অনুভূতি প্রকাশ :
*********************************************
Hangout এ মজার বিষয় হলো বিনোদন।বিনোদনের মধ্যে থাকে কবিতা আবৃত্তি এবং গান।এছাড়া মানুষকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, প্রতিযোগীতায় বিজয়ীদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া হয়।সর্বোপরি সকল মানুষকে যেকোনো বিষয়ে কথা বলার বা সম্পূর্ণ মনেরভাব প্রকাশের পূর্ন সুযোগ দেওয়া হয় এই hangout অনুষ্ঠানে।

■কথা বলার উত্তম মাধ্যম hangout:
******************************

যারা কথা বলতে ভীতুবোধ করেন ঠিক আমার মতো তারা Hangout অনুষ্ঠানের মাধ্যমে ভিতু বোধ কাটিয়ে উঠতে পারেন ।এইজন্য অত্যন্ত সাহস জোগানোর উত্তম মাধ্যম বা বড় উপায় হিসেবে দারুণ কাজ করবে এই hangout অনুষ্ঠান।কথা বলতে পারার মতো জড়তা, ভয় সব দূর করে মনে একটি উদ্দীপনার সাহস জাগাবে এই hangout.

■আমার চাওয়া:
*************
আমি চাই"আমার বাংলা ব্লগে" যুক্ত সকল মানুষ সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানে যুক্ত থেকে আপনি আপনার জিজ্ঞাসু মনের ভাব সরাসরি ব্যক্ত করুন এবং ভবিষ্যত পরিকল্পনা সম্বন্ধে নিশ্চিত হউন।তাই এই অনুষ্ঠানে সবাই সম্মিলিত হয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করুন।

           ★সম্মিলিত প্রচেষ্টায় সহজ সাফল্য★
            ~~~~~~~~~~~~~~~~~~~~~~

এছাড়া আপনারা discord এ সকলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

■যেভাবে hangout অনুষ্ঠানে যুক্ত হবেন:
**********************************
প্রথমে discord চ্যানেলে যেতে হবে ।তারপর মডারেটর দাদারা সেই চ্যানেলে একটি গ্রুপের লিঙ্ক দিয়ে থাকেন।সেই লিঙ্কের মধ্যে গেলেই আপনি সরাসরি সেখানে যুক্ত হতে পারবেন।সেটাই হচ্ছে hangout অনুষ্ঠানের চ্যানেল।যারা এখনো যুক্ত হননি তারা অবশ্যই আজ রাত 9 টা বা বাংলাদেশ সময় 9.30 মিনিটে যুক্ত হয়ে আপনার মতামত প্রকাশ বা মূল্যবান বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতে পারেন।

আশা করি আমার hangout অনুষ্ঠানে আমন্ত্রণ বার্তাটি সকলের কাছে ভালো লাগবে।
অশেষ ধন্যবাদ সবাইকে।
Cc:
@rme
@blacks
@hafizullah
@shuvo35
@rex-sumon

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ভাবে গুছিয়ে বিষয় টি তুলে ধরেছো

 3 years ago 

ধন্যবাদ দাদা।সময় নিয়ে পড়ার জন্য।

 3 years ago 

দিদি,,ফটো ডাবল ইউজের ব্যাপারে সতর্ক থাকুন।

 3 years ago (edited)

ফটো বদলে ঠিক করে দিয়েছি দাদা।ধন্যবাদ সতর্ক করার জন্য।

 3 years ago 

ভালো লিখেছেন দিদি

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

Hangout নিয়ে অনেক সুন্দর লিখেছেন আপু।ধন্যবাদ দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দিদি ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখার জন্য ধন্যবাদ। আমি পরবর্তী hangout এ হাজির হবো। যদিও অনেক ভীতু আর লাজুক আমি😁😁😁

 3 years ago 

দিদি পরবর্তী hangout এ অবশ্যই থাকবেন।আমি ও অনেক ভীতু এবং লাজুক ধরনের।তবে hangout এর মাধ্যমে সাহস জোগানোর চেষ্টা করছি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68516.58
ETH 3713.75
USDT 1.00
SBD 3.74