"বিভিন্ন কীট-পতঙ্গের আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন হলো কোনো ফটোগ্রাফি পোষ্ট করা হয়নি।তাই আজ আমি শেয়ার করবো কীট-পতঙ্গের কিছু ফটোগ্রাফি।আর এখন যেহেতু বর্ষাকাল তাই সুন্দর সুন্দর বিভিন্ন পোকামাকড় দেখতে পাওয়া যায়।আর সুন্দর সুন্দর পোকামাকড়ের ফটোগ্রাফি করতে আমরা সকলেই পছন্দ করি।এই ধরনের ফটোগ্রাফি করতে আমার নিজেরও অনেক ভালো লাগে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG_20230624_124231.jpg

এটা হচ্ছে সোনালী পোকা।এই পোকাগুলো দেখতে ভারী সুন্দর এবং বিভিন্ন রঙের হয়ে থাকে।তবে সবুজ,হলুদ ও লাল রঙের বেশি দেখা যায়।পোকাগুলো উড়তে পারে এবং এর গাঁয়ের খোলসগুলি কাঁচের মতো আটকানো থাকে।সোনালি পোকাগুলো কলমি শাক বা ঢোল কলমি গাছের পাতায় বেশি দেখা যায়।এরা কলমি পাতা খেয়ে জীবনধারণ করে।সোনালী পোকাগুলোর গঠন অনেকটা কচ্ছপের মতোই।

আলোকচিত্র: ০২

IMG_20230624_124155.jpg

এটা হচ্ছে ফড়িং এর বাচ্চা।ফড়িং এর নানা প্রজাতি রয়েছে।আর একেক রকম ফড়িং এর গায়ের রং একেক রকম।এই ফড়িংগুলির পাতলা ছিপছিপে সুন্দর পাখনা থাকে।যার মাধ্যমে এদিক ওদিক উড়ে বেড়ায় ফড়িংগুলি।তবে পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে বেশি দেখা যায় ফড়িংগুলি।এই ফড়িংটির ছবিও আমি পুকুর পাড় থেকেই তুলেছি।তাছাড়া গ্রামে ছোটবেলায় আমরা এই ফড়িংকে ঝিঁঝিঁপোকা বলেই চিনতাম।

আলোকচিত্র: ০৩

IMG_20230624_124131.jpg

আমাদের সকলের পরিচিত ঘাসফড়িং এটা।এই ফড়িংগুলির গায়ের রং সবুজ রঙের হয়ে থাকে এবং ঘাসের সঙ্গে মিশে যায় যেন।এই ঘাসফড়িংগুলি ঘাস খেয়ে জীবন ধারণ করে।আগের ফড়িংটি উড়ন্ত হলেও এই ফড়িংগুলি লাফিয়ে চলে।ছোটবেলায় আমরা ঘাসফড়িং এর জন্য বাসা প্রস্তুত করতাম চিচো দিয়ে।

আলোকচিত্র: ০৪

IMG_20230624_124253.jpg

এটা একটা নাম না জানা কীট।এই কীটগুলি বেগুনগাছে বাসা বাঁধে।এই কীট বেগুনের পাতা খেয়ে পুরো জাল জাল করে দেয়।অর্থাৎ বেগুন গাছের জন্য এটা অপকারী।হলুদ রঙের কীটটি দেখতে খুবই সুন্দর তবে গায়ে কাঁটার মতো।যেটা দেখে আমার মনে হয়েছে সজারুর কাঁটার মতোই গঠন।

আলোকচিত্র: ০৫

IMG_20230624_124327.jpg

এটা হচ্ছে ছোট্ট একটি আমের গুটি।এই আম গাছটি কলমের এবং বারোমাসি জাতের।এই বছরেই লাগানো হয়েছে গাছটি,অনেক মুকুল ধরেছিল।কিন্তু বড় ঝড়ের ফলে সব মুকুল ঝরে পড়ে গেছে।কিন্তু মজার বিষয় হলো-গাছটিতে এখনো মুকুল ধরছে এবং গুটি আসছে।যদিও গুটিগুলি সেট হতে সময় লাগবে।

আলোকচিত্র: ০৬

IMG_20230624_124308.jpg

এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনারা চিনে গেছেন এটা হচ্ছে কলমী শাকের ডগা।কলমী শাক খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী।কচি ডগাটি অনেকখানি লতানো অবস্থায় রয়েছে।এই কলমী শাকগুলি চাষের তাই বেশি বড় হতে দেখা যায় না।তবে আমাদের বাড়িতে যেহেতু পুকুর পাড়ে একটিই কলমী শাকের ঝাড় রয়েছে তাই খুবই বৃদ্ধি পেয়েছে।মাঝে মাঝেই কেটে খাওয়া হয় কলমী ডগাগুলো।

আলোকচিত্র: ০৭

IMG_20230624_124215.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের বিভিন্ন কীট-পতঙ্গের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much.💞

 last year 

আপু আপনার কীটপতঙ্গের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।তবে আপু এই কীটপতঙ্গের ফটোগ্রাফি করা অনেক কষ্টের। ঘাস ফড়িং দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঘাসফড়িংগুলি আমার কাছে ও খুব ভালো লাগে।ধন্যবাদ আপু।

 last year 

খুব সুন্দর কিট পতঙ্গের ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথম ও চতুর্থ নাম্বার ফটোগ্রাফিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং ফটোগ্রাফির সাথে চমৎকার বর্ণনা দিয়েছেন আপনি ‌। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য,ধন্যবাদ আপু।

 last year 

বিভিন্ন রকমের কীট পতঙ্গের আলোকচিত্র দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন আপনি। দ্বিতীয় নাম্বারে এবং তৃতীয় নাম্বারে থাকা কীট পতঙ্গের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। ধাপ গুলো ও অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। কীটপতঙ্গ গুলোর সৌন্দর্য দেখে অনেক বেশি মুগ্ধ হলাম। এরকম ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে খুবই পছন্দ করি আমি।

 last year 

কীটপতঙ্গের ফটোগ্রাফি আপনার একটু বেশি পছন্দ জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

আপনি বেশ সুন্দর কিছু কীটপতঙ্গের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে কীট পতঙ্গের ফটোগ্রাফি গুলো করা বেশ কঠিন। ফটোগ্রাফি করতে গেলে উড়ে যায়। কিছু কিছু পতঙ্গা আবার দৌড়িয়ে পালাই। সবকিছু মিলিয়ে এ ধরনের ফটোগ্রাফি গুলো করা যথেষ্ট কষ্টের। অনেক কষ্ট করে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং মাঝে মাঝে শেয়ার করছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই উড়ন্ত জীবের ফটোগ্রাফি করা কষ্টসাধ্য ব্যাপার।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি একেবারে ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। ছোট ছোট পোকামাকড়ের ছবিগুলো দেখে ভালো লাগলো। সেভাবে কখনো পোকামাকড়ের ফটোগ্রাফি করা হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনি দেখছি খুব সুন্দর করে কীট পতঙ্গের দারুণ সব ফটোগ্রাফি করেছেন। তবে আমার খুব পছন্দের একটা পোকা সোনালী পোকা টা।ছোট বেলায় কতো যে খেলেছি সোনালী পোকা দিয়ে। এখন আর তেমন কোথাও দেখি না।সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

ধীরে ধীরে সোনালী পোকাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ,ঠিক বলেছেন আপু।

 last year 

আজকে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফী আমাদের সাথে ভাগ করে নিলেন। আমি নিজেও পোকামাকড়ের ছবি তুলতে ভীষণ পছন্দ করি। প্রথম রঙিন পোকার ছবিটি অসাধারণ লেগেছে আমার কাছে। দূরদান্ত ছিল আজকের পোস্টটি।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 last year 

বিভিন্ন কীট পতঙ্গের আপনি ফটোগ্রাফি করে আজ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফিগুলো থেকে আমি অনেক কীটপতঙ্গ সম্পর্কে ধারণা পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি খুব সুন্দর করে উঠিয়েছেন এবং তা আজকে এই পোস্টের মধ্যে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখুন।

 last year 

আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56111.00
ETH 2371.27
USDT 1.00
SBD 2.31