টিনটিন বাবুর জন্য🎁🎂"দেশলাই বক্স ও রঙিন কাগজ দিয়ে কমিকস চরিত্র টিনটিন তৈরি"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি ভিন্ন ধরনের একটি diy তৈরি করবো টিনটিন বাবুসোনার জন্য।সেটা হলো-"দেশলাই বক্স ও রঙিন কাগজ দিয়ে কমিকস চরিত্র টিনটিন তৈরি"

IMG_20220925_144329.jpg

♥শুভ জন্মদিন টিনটিন♥

IMG_20220926_010132.jpg
আজ 26 শে সেপ্টেম্বর।
আমাদের সকলের প্রিয় @rme দাদার ছেলে টিনটিন বাবুসোনার জন্মদিন।তাই প্রথমেই টিনটিন বাবুকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা💝 ,অফুরন্ত আদর এবং শুভেচ্ছা💐।ভবিষ্যতের প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত টিনটিন বাবুর জন্য শুভ ও সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনায় করি এবং বারবার ফিরে আসুক এই দিনটি টিনটিন বাবুর জীবনে।অনেক অনেক শুভকামনা রইলো টিনটিন বাবুর জন্য।এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম।টিনটিন বাবুসোনার জন্মদিনে আজ আমারও খুব ভালো লাগছে।সেজন্য টিনটিন বাবুর জন্য ছোট্ট উপহারস্বরূপ🎁 আজ বানিয়ে ফেললাম একটি "কমিকস চরিত্র টিনটিন"কাগজ দিয়ে। আশা করি টিনটিন বাবুসোনার অনেক পছন্দ হবে।

IMG_20220925_144138.jpg

আমি এই কমিক চরিত্র টিনটিন সম্পর্কে প্রথম বড় দাদার মুখ থেকেই শুনি।তারপর থেকেই টিনটিন সম্পর্কে জানার ইচ্ছে জাগলো।বেলজীয় কার্টুনিস্ট অ্যার্জে-সৃষ্ট এই চরিত্রটি প্রথম আবির্ভূত হয় ১৯২৯ সালে। টিনটিন ছিল দুঃসাহসী,তীক্ষ্ণবুদ্ধির অধিকারী, সৎ, ভদ্র ও সহানুভূতিশীল।টিনটিন তার কুকুর কুট্টুসকে/স্নোয়ি নিয়ে সারাবিশ্বে ঘুরে বেড়ায়।তরুণ টিনটিন ছিল রিপোর্টার।যেহেতু এই চরিত্রের নামের সঙ্গে বড়ো দাদার ছেলের নাম মিল আছে।তাই আমি সকলের প্রিয় এই মজার চরিত্রটি তৈরি করার জন্য চেষ্টা করেছি।তো চলুন শুরু করা যাক---

IMG_20220925_144433.jpg

■উপকরণ:

1.খালি দেশলাই বক্স
2.রঙিন কাগজ
3.কেচি
4.আঠা
5.পেন
6.মার্কার পেন

■প্রস্তুতিকরন:

IMG_20220925_142822.jpg

👉🏿প্রথমে আমি কিছু উপকরণ নিয়ে নিলাম diy তৈরির জন্য।

IMG_20220925_142936.jpg

👉🏿এবারে আমি নীল রঙের কাগজ ও দুটি দেশলাই বক্স নিয়ে নিলাম।

IMG_20220925_142949.jpg

👉🏿এরপর দুটি দেশলাই বক্স আঠা দিয়ে আটকে নেব।

IMG_20220925_143010.jpg

👉🏿আঠা দিয়ে আটকে নেওয়ার পর নীল রঙের কাগজ মাপ করে কেটে নেব।

IMG_20220925_143547.jpg

👉🏿এরপর আঠা দিয়ে দেশলাই বক্সের গায়ে নীল রঙের কাগজ সুন্দর করে আটকে নেব।

IMG_20220925_143600.jpg

👉🏿তো কাগজটি আমার আটকে নেওয়া হয়ে গেছে।এটা টিনটিনের বডি।

IMG_20220925_143614.jpg

👉🏿এবার একটি দেশলাই বক্স মাঝবরাবর কেটে নেব।

IMG_20220925_143807.jpg

👉🏿এরপর বাদামি রঙের কাগজ দিয়ে আঠার সাহায্যে আটকে নেব।ভিতরের সাদা অংশ বাইরে বের করে হালকা কেটে নেব।

IMG_20220925_143827.jpg

👉🏿এরপর ফাঁকা অংশ বাদ দেওয়া কাগজ দিয়ে ভরাট করে আটকে নেব টিনটিনের বডির সঙ্গে।এটা টিনটিনের পা তৈরি করা হয়ে গেল।

IMG_20220925_143916.jpg

👉🏿এরপর দেশলাই বক্স কেটে ছোট করে নিয়ে সাদা কাগজ আটকে টিনটিনের মাথা তৈরি করে নিলাম।

IMG_20220925_143931.jpg

👉🏿টিনটিনের মাথায় একগুচ্ছ সোনালী রঙের চুল তৈরি করে নিলাম হলুদ রঙের কাগজ দিয়ে।

IMG_20220925_144002.jpg

👉🏿এবারে টিনটিনের পায়ে মার্কার পেন দিয়ে কালো করে নেব।টিনটিনের চোখ,নাক ও ঠোঁট একে নেব কালো রঙের পেন দিয়ে।

IMG_20220925_144023.jpg

👉🏿এরপর টিনটিনের হাত তৈরি করে নিলাম সাদা ও সবুজ রঙের কাগজ দিয়ে।টিনটিনের মুখের দুইপাশে গোলাপি রঙের ছোট ছোট গোল কাগজ আটকে দিলাম।

IMG_20220925_144055.jpg

👉🏿হাতগুলি টিনটিনের বডির সঙ্গে আটকে নিলাম।

IMG_20220925_144155.jpg

👉🏿এরপর আবারো দেশলাই বক্সের গায়ে সাদা রঙের কাগজ আটকে নেব আঠা দিয়ে ।তারপর কেচি দিয়ে কেটে লেজ তৈরি করে নেব।

IMG_20220925_144255.jpg

👉🏿এবারে টিনটিনের কুকুরের মুখ ও কান তৈরি করে নিলাম সাদা রঙের কাগজ দিয়ে এবং পেন দিয়ে একে নিলাম কুকুরের নাক,চোখ।

IMG_20220925_150246.jpg

👉🏿টিনটিন ও তার কুকুর কুট্টুসকে পাশাপাশি দাঁড়িয়ে দিলাম এবং কয়েকটি ছবি তুললাম।

IMG_20220925_144454.jpg

IMG_20220925_144348.jpg

👉🏿তো টিনটিন বাবুর জন্য তৈরি করে ফেললাম "দেশলাই বক্স ও রঙিন কাগজ দিয়ে কমিকস চরিত্র টিনটিন"।আশা করি টিনটিন বাবুর কাছে ভালো লাগবে।

এছাড়া দাদা এবং দাদার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।টিনটিন বাবুর দীর্ঘায়ু কামনা করে আজ ব্লগটি শেষ করছি এখানে।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর টিনটিন তৈরি করেছো। বাবু এটা দেখে খুব মজা পেয়েছে। সে হাসছিলো আর বারবার দেখছিলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টিনটিন এটা দেখে যে আনন্দ পেয়েছে এতেই আমার এটা তৈরি করা সার্থক।বৌদি আমার এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না।আমি এটা শুধুমাত্র টিনটিনের জন্যই তৈরি করেছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏♥.

 2 years ago (edited)

দিদি আপনি টিনটিন বাবুর জন্মদিনে তারি জন্য কি সুন্দর একটিসময় কার্টুন তৈরি করেছেন ৷দেখে ভালো লাগলো ৷

সত্যি অনেক সুন্দর লাগতেছে ৷ যেটা বৌদি বললো যে টিনটিন বাবু হাসছিল আর দেখছিল না কি ৷

যা হোক আমিও মন থেকে বলি টিনটিন বাবা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক ৷

 2 years ago 

না দাদা,টিনটিন বাবুকে তৈরি করিনি।এটা সম্পূর্ণ আলাদা একটি মজাদার ও কাল্পনিক কার্টুন চরিত্র।বেলজীয় কার্টুনিস্ট অ্যার্জে এই চরিত্রটির সৃষ্টি করেন অনেক কয়টি খণ্ডে।আমি সেটিই তৈরি করার চেষ্টা করেছি মাত্র টিনটিন বাবুর উপহারস্বরুপ।আশা করি বুঝতে পেরেছেন দাদা,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টিনটিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশাকরি ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে টিনটিন। টিনটিন চরিএটা বেশ জনপ্রিয়। দিয়াশলাইএর বক্স এবং রঙিন কাগজ দিয়ে টিনটিন এর চরিএটা ভালো তৈরি করেছেন দিদি। বেশ সুন্দর হয়েছে।।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি উপহার দিয়েছেন। টিনটিন এই কার্টুন দাদা বেশ পছন্দ করে। সবমিলিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগলো দেখে।

 2 years ago 

টিনটিন দাদার পছন্দের বলেই বানানোর চেষ্টা করলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষ্যে খুব সুন্দর টিনটিন বানিয়েছো বোন। আর যথেষ্ট এফোর্ট দিয়েছো এটা বানাতে। তোমার ইউনিক আইডিয়া সত্যিই তারিফ করার মত।খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি,আপনার প্রশংসামূলক মন্তব্য শুনে উৎসাহ পেলাম।

 2 years ago 

টিনটিন কে জন্মদিনের শুভেচ্ছা। আপনি টিনটিনের জন্মদিন উপলক্ষে দেশলাই এর বিক্স এবং রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি কমিক্স এর টিনটিন বানিয়েছেন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার হাতের কাজ অনেক ভাল হয়। প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝেছি। ধন্যবাদ দিদি সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, এভাবে পাশে থেকে সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

প্রথমে জানাই টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা। আপনি টিনটিনের জন্মদিন উপলক্ষে দেশলাই এর বক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কমিক্স টিনটিন বানিয়েছেন, যাদেখে আমার অনেক ভালো লেগেছে। টিনটিন সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না, আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

দেশলাই বক্স ও রঙিন কাগজ দিয়ে কমিকস চরিত্র টিনটিন তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি দিদি আপনার তুলনা নেই প্রতিবারই আপনি ইউনিক কিছু করেন এবারো ব্যাতিক্রম নয় খুব দারুন হয়েছে বেশ পরিশ্রম দিয়ে কাজ টা করেছেন ধন্যবাদ এবং শুভ কামনা দিদি।

 2 years ago 

আপনার প্রশংসা শুনে ভালো লাগলো ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32