"একটি ক্যাপসিকাম গাছের চিত্র অংকন"
নমস্কার
একটি ক্যাপসিকাম গাছের চিত্র অংকন:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি ক্যাপসিকাম গাছের চিত্র অংকন। এখানে আমি কাঁচা ও পাকা দুই ধরনের গাছভর্তি ক্যাপসিকাম অঙ্কনের চেষ্টা করেছি।আসলে ক্যাপসিকাম অনেক প্রকার ও রঙের হলেও আমি সবুজ ও লাল রঙের আঁকার চেষ্টা করেছি।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে। আর্টটি সম্পন্ন করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
উপকরণ:
2.রঙিন পেন (লাল ও সবুজ)
3.পেন্সিল
4.রবার
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি পরপর সাজিয়ে ছোট বড় তিনটি আকারের ক্যাপসিকাম একে নেব পেন্সিল দিয়ে।
ধাপঃ 2
এরপর গাছের সঙ্গে ক্যাপসিকাম জুড়ে দিয়ে পাতা একে নেব।
ধাপঃ 3
এখন আমার হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এরপর আরও একটি ক্যাপসিকামসহ পুরো গাছের পাতা ও ডাল একে নিলাম।
ধাপঃ 5
এবারে সবুজ রঙের পেন দিয়ে কাঁচা ক্যাপসিকামের চিত্র একে নিলাম।
ধাপঃ 6
এখন রঙিন পেন দিয়ে লাল টুকটুকে পাকা ক্যাপসিকাম ও অর্ধপাকা ক্যাপসিকামের চিত্র একে নিলাম।
শেষ ধাপঃ
এরপর গাছের পাতা ও ডালের গায়ে গাড় সবুজ ও হালকা সবুজ রঙের করে একে নিলাম।সবশেষে অঙ্কনের নিচে আমি আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অংকন করা হয়ে গেল আমার "একটি ক্যাপসিকাম গাছের চিত্র"।এটি অঙ্কনের পর বেশ আকর্ষণীয় ও সুন্দর দেখতে লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা ক্যাপসিকাম গাছের এই আর্ট। খুব সুন্দর করে একটি ক্যাপসিকাম গাছের আর্ট করেছেন। যেটার মধ্যে দেখছি, সবুজ এবং লাল কালারের অনেকগুলো ক্যাপসিকাম রয়েছে। তবে ক্যাপসিকাম অন্য গুলোর থেকে একটা কিন্তু বেশ আলাদা ছিল। কারণ ওই ক্যাপসিকামটার অর্ধেক ছিল সবুজ এবং অর্ধেক ছিল লাল। আপনি কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখেই বুঝতে পারছি। পুরোটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটা করেছেন, যা দেখে বুঝা যাচ্ছে।
দিদি আপনি আজ খুব সুন্দর করে একটি ক্যাপসিকাম গাছের চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে সুন্দর হয়েছে।কালার করাতে আরো বেশী ভালো লাগলো। লাল রঙের ক্যাপসিকাম গুলো চমৎকার লাগছে গাছে।ধন্যবাদ সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক রকমের কাজ করা যায়। আর যে কোন কাজ করার জন্য অবশ্যই সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। এটা অঙ্কন করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছিল যা দেখেই বোঝা যাচ্ছে। আসলে সময় নিয়ে যদি যেকোনো কাজ করা হয়, তাহলে তা অনেক সুন্দর লাগে দেখতে। লাল এবং সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছেন আপনি যার কারণে সুন্দর লাগতেছে।
দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু, যেখানে প্রথমে শুরুতেই ক্যাপসিকাম তিনটা অংকন করে নিয়েছেন। এরপর গাছের দৃশ্য পাতার দৃশ্য আট করতে করতে সুন্দর দৃশ্য হয়ে গেল তারপর কালার রং দিয়ে বাস্তব রূপটা ফুটিয়ে তুলেছেন। চমৎকার ছিল আপনার এই চিত্র কোনটা।
অনেক সুন্দর একটি চিত্র এঁকেছেন আপু।
ভিন্ন ধরনের চিত্র হওয়ায় ভিন্ন ধর্মী একটি সৌন্দর্য উপভোগ করতে পারলাম।
আপনার চিত্রের দিকে তাকানো আর একটি জীবন্ত ক্যাপসিকাম গাছের দিকে তাকানো মনে হচ্ছে দুইটা সেম।
বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পেয়েছে।
খুবই সুন্দর ভাবে আপনি এই ক্যাপসিকামের আর্টটি তৈরি করে ফেলেছেন৷ এই আর্টটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে৷
দারুন এঁকেছেন আপু 👌
ক্যাপসিকাম আমি ভীষণ পছন্দ করি। আপনার ক্যাপসিকাম গাছের ছবি এতোটাই জীবন্ত লাগছে যে মনে চাইছে একটা ক্যাপসিকাম ছিড়ে নিয়ে আসি। বিশেষ করে অংকন এবং কালার কম্বিনেশন চোখে পরার মত ছিল।
দূরদান্ত পোস্ট উপস্থাপন করেছেন আজ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতটা সুন্দর মন্তব্য করার জন্য।
বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার কাছে লাল এবং হলুদ কালারের ক্যাপসিকাম বেশি ভালো লাগে দেখতে। আপনি আজকে সবুজ এবং লাল কালারের সুন্দর ক্যাপসিকাম এঁকেছেন। এটি কি আপনার বাগানের ক্যাপসিকাম গাছ নাকি আপু? এ ধরনের আর্টগুলো দেখতে ভালই লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
বাহ অসাধারণ আপনি অনেক সুন্দর করে ক্যাপসিকাম গাছের চিত্র অংকন করেছেন । তবে আপনার চিত্র অংকন এমনিতে বেশ চমৎকার হয়।ক্যাপসিকাম গাছের মধ্যে আলাদা একটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন বিশেষ করে কিছু লাল এবং কিছু হলুদ রং দিয়ে পাকা কাঁচা ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে চিত্র অংকনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।