Diy |এসো নিজে করি|"5 দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কন চিত্ৰ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।সেটি হলো -"5 দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কন চিত্ৰ"।

IMG_20211008_132531.jpg
আমার লোকেশন

ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণসাধীনতার দাবি জানান আমাদের মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু।তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন "ফরওয়ার্ড ব্লক" নামে।
তিনি 20 বছরের মধ্যে প্রায় 11 বার ব্রিটিশ কর্তৃপক্ষ এর কাছে গ্রেফতার হন।তিনি ছিলেন সাহসী স্বাধীনতা দেশপ্রেমী এক মহান নেতা।ভারতবর্ষের মানুষের কাছে তার বিখ্যাত উক্তি -"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"।কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে যে রহস্য রয়েছে তাএখনো কারো কাছে উন্মোচন বা সুস্পষ্ট হয়নি।

CollageMaker_20211008_134050808.jpg
আমার লোকেশন

★উপকরণ:

1.পেনসিল
2.রবার
3.সাদা কাগজ
4.স্কেল

★অঙ্কনের পদ্ধতি:

CollageMaker_20211008_133418186.jpg

●প্রথমে আমি অঙ্কনের জন্য সব উপকরণগুলি নিয়ে নিলাম।

IMG_20211008_131701.jpg
আমার লোকেশন

●এবার একটি ইংরেজি 5 অক্ষর একে নিলাম পেন্সিল দিয়ে।

IMG_20211008_131719.jpg

●এরপর 5 অক্ষরের উপরের অংশের দাগ দুটি একটু বেকিয়ে যুক্ত করে দিয়ে একটি টুপি তৈরি করে নিলাম।

IMG_20211008_131731.jpg
আমার লোকেশন

●এরপর চশমার একটি ফ্রেম ও নাক আঁকিয়ে নিলাম।

CollageMaker_20211008_133520273.jpg

●এবার অন্য চোখের চশমা ফ্রেম ও কান একে নিয়ে কানের সঙ্গে লাগোয়া করে একে নিলাম।

IMG_20211008_131821.jpg

IMG_20211008_131844.jpg

●এরপর চশমার ফ্রেম দুটির মধ্যে দিয়ে চোখ একে নিলাম।

CollageMaker_20211008_133620638.jpg
আমার লোকেশন

●এবার নাকের নিচের অংশে দুটি ছোট দাগ দিয়ে নেব।

IMG_20211008_131909.jpg

●এরপর ছোট দাগের সঙ্গে যুক্ত করে ঠোঁট একে নিলাম।

IMG_20211008_131945.jpg

●এবার মুখের নিচের অংশ অর্থাৎ দাড়ি একে 5 এর নিচের ঝুলন্ত অংশে যুক্ত করে দিলাম।

IMG_20211008_131957.jpg
আমার লোকেশন

●এরপর টুপির নীচ থেকে চুল একে কানের সঙ্গে যুক্ত করবো এবং কানের পিছন দিকে একটি বেকিয়ে দাগ দিয়ে নেব।

CollageMaker_20211008_133718672.jpg

●এবার চোখের নিচে ছোট একটি দাগ দিয়ে গলায় ও মুখে মাঝ বরাবর একটি বড় দাগ দিয়ে নেব।

IMG_20211008_132033.jpg

●এরপর নাকের ডগায় মাঝবরাবর থেকে দাড়ির মাঝবরাবর অংশে একটি দাগ টেনে নেব পেনসিল দিয়ে।

IMG_20211008_132111.jpg
আমার লোকেশন

●এবার টুপির মাঝখানে একটি ছোট বৃত্ত ভরাট করে নেব পেনসিল দিয়ে এবং জামার কলার একে নিলাম।

IMG_20211008_132155.jpg

●সবশেষে জামার দুই পাশে দুটি বাচ একে নিলাম।তো আমার নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কন করা হয়ে গেল।

CollageMaker_20211008_133830187.jpg

●এরপর স্কেল দিয়ে অঙ্কনটির চারিপাশ দুটি করে দাগ দিয়ে নেব মাঝখানে একটু দূরত্ব রেখে।

IMG_20211008_132247.jpg
আমার লোকেশন

●এবার দুটি দাগের মধ্যে পেনসিল দিয়ে নকশা একে নেব।

IMG_20211008_132350.jpg

IMG_20211008_132421.jpg

●এবার ঢেউ এর মাঝখানে পেনসিল দিয়ে টিক চিহ্ন দিয়ে নেব।

CollageMaker_20211008_133953229.jpg
আমার লোকেশন

IMG_20211008_132502.jpg
আমার লোকেশন

●তো অঙ্কনটির চারিদিকে নকশা করা হয়ে গেল।এবার অঙ্কনের উপরে নেতাজির নাম ও নিচে আমার নামটি লিখে দিলাম পেনসিল দিয়ে।

আশা করি আমার আজকের "5 দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কনটি" আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

নেতাজি কে দেখলেই মনের ভিতর একটা স্পন্দন তৈরি হয় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি জাগে। অনেক সুন্দর করে এঁকেছেন নেতাজিকে। খুব ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, প্রতিবাদী সত্তা জেগে ওঠে মনে।অনেক ধন্যবাদ আপনাকে, মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago (edited)

সত্যি আপু আপনার প্রশংসা করতেই হয় সামান্য ৫ দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।তা দেখার মতো ছিল এবং অঙ্কন টি আমার এত ভাল লেগেছে এবং আপনিও সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন এবং উপস্থাপন করার মাধ্যমে টি আমার খুবই ভালো লেগেছে অত্যন্ত সুন্দরভাবে আপনি পরিবেশন করেছেন। যা আমাদের বুঝতে সক্ষম হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রেরণা পেলাম।ভালো থাকবেন।

 3 years ago 

বাহ্ দিদি,আপনি ৫ দিয়ে অনেক সুন্দর ভাবে নেতাজি সুভাষচন্দে বসুর ছবি অংকন করেছেন। আপনার অংকন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি শুধু অংকনই করেন নি তার সম্পর্কে অনেক অজানা তথ্য দিছেন।

ভারতবর্ষের মানুষের কাছে তার বিখ্যাত উক্তি -"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"।

তার এই উক্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে কোন জাতিকে স্বাধিন করতে চাইলে অবশ্যই রক্তের প্রয়োজন। আর নেতাজী সুভাসচন্দ্র বসু তার উক্তির মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া,কোনো কিছুই বিনা মূল্যে আসেনা তার জন্য কঠিন মূল্য দিতে হবে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

নেতাজি সুভাস চন্দ্র নিসন্দেহে একজন আদর্শ নেতা ও দেশপ্রেমিক ছিলেন। অসাধারণভাবে নেতাজির ছবিটি একেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন।অনেক ধন্যবাদ ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ এত সুন্দর করে অঙ্কন করেছেন সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য আপনি একদম নিখুঁত ভাবে অঙ্কন করেছেন আসলেই মনমুগ্ধকর আর মত। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

সত্যিই আপনি একজন বুদ্ধিমান এবং দক্ষ আর্টিস্ট আপনি 5 দিয়ে খুব সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র টি অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

না ভাইয়া আমি এতটা ও বুদ্ধিসম্পন্নও নয় ,আমি তো শুধু চেষ্টা করি মাত্র।আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপনার দক্ষতা দেখে সত্যি আমি অনেক মুগ্ধ। খুব সুন্দর ভাবে আপনি পাঁচ দিয়ে শুরু করেছেন ও একে একে ধাপ গুলো শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

আপু আপনার দক্ষতা দিন দিন যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি।নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অঙ্কন দেখে অনেক ভালো লাগলো। কি বলবো আপু ভাষা খুঁজে পাইতেছি না, আপনার প্রতিভা দেখে। সত্যি একটা প্রশংসনীয় পোস্ট তৈরী করেছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কন চিত্ৰ আপনি অনেক সুন্দর করে তৈরী করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রশংসা করতে হয় আপু আপনি অনেক পরিশ্রমি একজন মানুষ। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনাদের সুন্দর মন্তব্য দ্বারা আমি উৎসাহ পাই সর্বদা।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ওয়াও আপু আপনি দক্ষ একজন ব্লগার সেটা আমি অনেক আগেই বুঝেনি। ৫ দিয়ে আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে নেতাজিকে এঁকেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51