Diy-এসো নিজে করি|"34 টি বিন্দু সাজিয়ে 4 টি ফুল অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিন্দু দিয়ে একটি diy পোষ্ট।সেটি হলো-- "34 টি বিন্দু সাজিয়ে 4 টি ফুল অঙ্কন"।
আমার ছোটবেলায় স্কুল জীবনের স্মৃতি এটি।নানান ফুল অঙ্কন করতাম এই বিন্দু সাজিয়ে।এখনো মনে আছে কয়েকটি।ছোটবেলাটি খুবই আনন্দময় ছিল একদিক দিয়ে।যাইহোক হয়তো স্কুল জীবনের এইরকম স্মৃতি আমার মতো অনেকেরই আছে,তবে একটা সময় বয়সের সঙ্গে সেটি আর প্রকাশ করা হয়ে ওঠে না।বলতে গেলে চাপা আর্তনাদ।"আমার মন বলে কিন্তু বিবেক বাঁধা দেয় এমনটি"।আর এখন যেহেতু diy সপ্তাহ চলছে অর্থাৎ উত্তেজনাময় সপ্তাহ।যদিও এটি প্রথম দিকে আমরা বেশি উপভোগ করতাম এখন সব সপ্তাহের যেকোনো সময় diy কেউ না কেউ করে থাকেন।তো চলুন অঙ্কনের diy টি শুরু করা যাক---

IMG_20211213_081326.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার
4.রঙ্গিন পেনসিল(ব্রাউন)
5.মাইক্রোটিভ পেন(লাল)
6.বলপেন (কালো)
7.স্কেল

CollageMaker_20211213_080749866.jpg

■অঙ্কনের পদ্ধতিসমূহ:

IMG_20211213_081011.jpg

●ধাপঃ 1

প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলাম।

IMG_20211213_081040.jpg

●ধাপঃ 2

তারপর স্কেল দিয়ে সমান দূরত্বে 7 টি দাগ কেটে নেব।

CollageMaker_20211213_080249450.jpg

●ধাপঃ 3

এরপর প্রথম লাইনে 7 টি বিন্দু দ্বিতীয় লাইনে মাঝবরাবর 6 টি বিন্দু সাজিয়ে নেব।

IMG_20211213_081102.jpg

●ধাপঃ 4

প্রত্যেক লাইনের মাঝবরাবর বিন্দু সাজিয়ে নিয়ে তৃতীয় ও ষষ্ঠ লাইনে ও উপরে 2 টি করে বিন্দু বেশি দিয়ে নেব দুই পাশে।

CollageMaker_20211213_080424228.jpg

IMG_20211213_081143.jpg

●ধাপঃ 5

এবার স্কেল দিয়ে দাগগুলো মিলাতে থাকবো ফুলের পাপড়ির আকারে।

IMG_20211213_081123.jpg

CollageMaker_20211213_080544215.jpg

●ধাপঃ 6

ঠিক এভাবে করে 4 টি ফুল অঙ্কন করে নেব বিন্দুগুলি সাজিয়ে।

IMG_20211213_081155.jpg

●ধাপঃ 7

তো আমি তিনপাশে 3 টি ফুল এবং মধ্যে একটি ফুল অঙ্কন করে নিলাম।

IMG_20211213_081209.jpg

IMG_20211213_081223.jpg

●ধাপঃ 8

এরপর কালো বলপেন দিয়ে অংকনটি স্পষ্ট করে নিলাম।

CollageMaker_20211213_080636576.jpg

●ধাপঃ 9

পেনসিলের দাগগুলো রবারের সাহায্যে মুছে ফেলতে হবে।

IMG_20211213_081233.jpg

●ধাপঃ 10

লাল মাইক্রোটিভ পেন দিয়ে তিনটি ফুল স্পষ্ট ভাবে দাগ দিয়ে নিলাম।

IMG_20211213_081303.jpg

●ধাপঃ 11

লাল দাগের দুই পাশ বাদামি রঙের পেনসিল দিয়ে একে রং করে নিলাম।তো আমার 3 টি ফুল অঙ্কন করা হয়ে গেল।

CollageMaker_20211213_080909080.jpg

IMG_20211213_081315.jpg

●ধাপঃ 12

সবশেষে 3 টি ফুল অঙ্কনের পর তিনটি পাপড়ির ফাঁকা অংশ পেন্সিল দিয়ে একে পূরণ করে নেব এবং নিচে আমার নাম লিখে নেব।তো অঙ্কন করা হয়ে গেল 4 টি ফুল 34 টি বিন্দু সাজিয়ে।

আশা করি আমার অঙ্কনটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  
 3 years ago 

অসাধারণ আইডিয়া আপনার আইডি এর প্রশংসা না করলেই নয়। ৩৪বিন্দু দিয়ে চারটি ফুল অসাধারণ ভাবে তৈরি করেছেন আসলে এটা প্রশংসার দাবিদার। শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক মাথা এবং বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন আইডিয়া তো বোন। আমি কিন্তু প্রথমে তিনটি ফুল ভেবেছিলাম। আরেকটি ফুল গেল কোথায় সেটা খুজছিলাম। পরে দেখি মাঝখানে একটি আছে। 34 টি বিন্দুর মাধ্যমে চারটি ফুল দারুন হয়েছে। ধন্যবাদ বোন ভালো থাকবেন

 3 years ago 

4 নম্বর ফুলটিই তো রহস্য দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাহ আপু ৩৪টির বেশি বুদ্ধি লাগিয়ে ৪টি ফুলের অংকন অনেক সুন্দর হয়েছে। আমার কাছে আপনার আইডিয়াটা অনেক ভালো লেগেছে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যাচ্ছেন আপু আপনি সব সময়। এভাবেই চলবেন প্রতিনিয়ত। ধন্যবাদ আপু সুন্দর একটা বুদ্ধিমত্তা ব্যবহার করে ফুল অংকন এর দৃশ্য,আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আদাব ভাইয়া।
আপনার 34 টি বিন্দু দিয়ে চারটি ফুল অংকন এর কনসেপ্ট কি খুবই ইউনিক লেগেছে আমার কাছে। আমরা ছোট থাকতে মাঝে মধ্যে এরকম কিছু বিন্দু দিয়ে ফুল আর্ট করতাম। তবে আপনার চুল গুলো খুবি চমৎকার হয়েছে।
এরকম আরো নতুন নতুন সব পোষ্টের অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নমস্কার আপু।
হ্যাঁ ,ছোটবেলার স্মৃতিকে স্মরণ করে আঁকিয়ে ফেললাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

৩৪ টি বিন্দু সাজিয়ে ৪ টি ফুল আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। এই ফুল অঙ্কন করতে আমিও পারি। তবে আপনার উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ ,ভাইয়া ছোটবেলার স্মৃতিকে স্মরণ করে আঁকিয়ে ফেললাম।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্!খুব সুন্দর টেকনিক অবলম্বন করে ফুল চারটি অঙ্কন করেছেন আপু।এর একই রকমের ফুল চারটি দেখতে অনেক সুন্দর লাগছে।ধাপ আকারে খুব সুন্দরভাবে ফুল অঙ্কনের পদ্ধতি বর্ণনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম আপনার সুন্দর মন্তব্য শুনে।

 3 years ago 

ছোটবেলায় স্কুলে থাকাকালীন এই কাজটি শিখেছিলাম। আপনি রং এর ব্যবহারের মাধ্যমে খুব সুন্দর করে এটিকে সাজিয়েছেন না দেখতে অনেক চমৎকার লাগছে এবং আপনার কাজটি অনেক নিখুঁত হয়েছে। আমরা এটাকে সাত কাটা ফুল বলতাম।

 3 years ago 

হ্যাঁ ,ভাইয়া ছোটবেলার স্মৃতিকে স্মরণ করে আঁকিয়ে ফেললাম।আপনারা এটিকে সাত কাটা ফুল বলতেন জেনে ভালো লাগলো।নামটি খুবই সুন্দর।অনেক ধন্যবাদ আপনাকে।

দিদি অনেক সুন্দর লাগছে আপনার 34 টি বিন্দু সাজিয়ে 4 টি ফুল অঙ্কনটি ।আপনি নিখুত দক্ষতার সাথে অঙ্কনটি করছেন।ফুর গুলো দেখতে বেশ সুন্দর লাগছে।আপনি চমৎকার ভাবে উপস্থাপনা করছেনে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।

 3 years ago 

ওয়াও আপু আইডিয়াটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। ৩৪ টি বিন্দু দিয়ে ফুল অংকন বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্য শুনে উৎসাহ পেলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64