"বাড়ির গাছে প্রথম আনারস ধরার অনুভূতি"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করতে।

বাড়ির গাছে প্রথম আনারস ধরার অনুভূতি:

IMG_20240221_153529.jpg

বন্ধুরা, সন্ধ্যা থেকেই ভাবছিলাম কি শেয়ার করা যায়।তারপর গ্যালারি খুলতেই চোখে পড়লো দুইদিন আগে তোলা এই ফটোগ্রাফিগুলি।আসলে এই প্রথম বাড়ির গাছে আনারস ধরেছে।আগের গ্রামের বাড়িতেও আনারস খেয়ে তার মুখের গাছ কিন্তু মাটিতে পুঁতে দেওয়া হতো।সেখানেও আনারস ধরার মতো পর্যায়ে চলে গেলে আমরা শহরে চলে আসি।তাই বাড়ির গাছের আনারস আর খাওয়া হয় নি।কিন্তু আবার যখন এই বর্ধমানে নতুন বাড়ি করে আনারস কিনে খেয়ে তার মাথার গাছগুলি মাটিতে পুঁতে রেখেছি।তখন পুরো একটা আনারসের বাগান বেঁধে গেছে।দেখতে দেখতে তরতর করে একটি আনারস গাছ বেড়েও উঠেছে।

দুইদিন আগে চোখে পড়লো আনারস গাছের ভিতর থেকে লাল কি যেন বের হয়েছে!কাছে যেতেই দেখলাম লাল টুকটুকে আনারস বের হয়েছে।দেখতে একদম লাল রঙের কোনো ফুলের মতো মনে হচ্ছে।এটা কিন্তু বেশ ছোট,তবে কাছ থেকে তোলার জন্য বড় মনে হচ্ছে।লাল রঙের টুকটুকে আনারসের গায়ে ছোট ছোট কাটাগুলি বেশ দেখতে লাগছে।

IMG_20240221_153530.jpg

স্বাভাবিকভাবেই নিজেদের বাড়ির গাছের টাটকা ফল খাওয়ার মজাই আলাদা।আর সেটা যদি হয় একেবারে প্রথম ধরা কোনো ফল ,তাহলে তো কথাই নেই।প্রথম ধরা ফলের প্রতি যেমন আলাদা আকর্ষণ থাকে তেমনি সেটা খাওয়ার প্রতিও আলাদা একটা উত্তেজনা কাজ করে।শুধু মনে হয় কখন বড় হবে আর কখন খাবো, হি হি।আমার মনে হয় এই অনুভূতিটা সকলের মধ্যেই কাজ করে কম-বেশি।তো এই বাগানে শুধুমাত্র যে আনারস গাছ রয়েছে তা কিন্তু নয়,আনারসের বোন বেনারস গাছও পুঁতে রাখা হয়েছে।আর প্রত্যেকটি গাছ-ই ধীরে ধীরে বেড়ে উঠছে।খুবই কম যত্নে আনারস গাছগুলো বেড়ে ওঠে।নতুন কোনো কিছুর প্রতি মানুষের মন একটু বেশিই সারা দেয়।আমি আগে কখনো কচি আনারস দেখিনি,এই প্রথম দেখলাম তাই ভাবলাম শেয়ার করেই ফেলি।এটাই ছিল আমাদের বাড়ির গাছে প্রথম আনারস ধরা ও দেখার অনুভূতি।


আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আসলেই নিজের বাড়ির কোন গাছে ফল ধরলে সেটা খাওয়ার মজাই আলাদা আর যদি প্রথম হয় তাহলে তো আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করে। পরবর্তীতে আনারস ধরলে আমাদের জন্য পাঠিয়ে দিবেন হা হা হা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হি হি,ভাইয়া যদি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খেতে পারতাম তাহলে তো অনেক ভালো লাগতো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার বাড়ির গাছে প্রথম আনারস ধরার অনুভূতি ব্যক্ত করেছেন। আসলে বাড়িতে যেকোনো গাছে যদি প্রথম ফল আসে তাহলে নিজের কাছে বেশ ভালো লাগে। আনারস এর কালারটি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলেই ভাইয়া, আলাদা একটা আনন্দ কাজ করে মনে।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার লাগানো আনারস গাছে যখন ফল ধরেছে তখন দেখতে পেয়ে সত্যি আপনার অনেক বেশি ভালো লেগেছে। কারণে নিজের হাতে কোন ফল গাছ লাগালে সেই গাছে যখন ফল ধরে তখন সেই গাছের ফল দেখে আনন্দের সীমা থাকে না। আর সকলকে সাথে নিয়ে এই ফল খাওয়ার মুহূর্তটা আরো অসাধারণ লাগে। আসলে লাল টুকটুকে এই আনারসের ফল দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, নিজের হাতে লাগানো গাছে ফল আসলে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আপনি ঠিকই বলেছেন নিজের গাছের টাটকা ফল খাওয়ার আনন্দটাই আলাদা। গাছ লাগানোর পর যদি ফল ধরে তাহলে সেই আনন্দের অনুভূতি প্রকাশ করে কঠিন।বাইরের যে ফল খাবেন সেটাই কেমিক্যাল। আর বাসায় ফলের গাছ লাগালে কেমিক্যাল মুক্ত ফল আমরা খেতে পারি।আমি কখনো আনারসের ফল দেখিনি তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপু,এটা আমিও প্রথম দেখলাম তাই শেয়ার করলাম।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আনারস গাছ আগে কখনো দেখিনি। কিন্তু এই আনারস গুলো দেখতে খুব সুন্দর। একেবারে লাল কালার। ঠিকই বলেছেন আপু নিজের গাছের ফল খাওয়ার মজাই আলাদা। প্রথম কোন ফল ধরলে তার প্রতি আগ্রহ আরো বেশি থাকে। যাই হোক আনারসের বোনগুলো বেড়ে উঠলে হয়তো আরো অনেক আনারস খেতে পারবেন আপনারা। এরকম লাল আনারস কিন্তু এই প্রথম দেখলাম।

 5 months ago 

আপু,এই আনারসটি কচি।বড় হলে কালার চেঞ্জ হলেও হতে পারে,ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

বাড়ির গাছে প্রথম আনারস ধরার অনুভূতিটা আপনি আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরেছেন আসলে এই অনুভূতি কখনো ব্যক্ত করে বোঝানো সম্ভব নয়। যখন নতুন কোন গাছ লাগানো হয় আর সেই গাছে যখন নতুন ফল আসে তখন আমরা মাঝে মাঝেই সেই গাছটার সামনে যাই এবং ফল পর্যবেক্ষণ করি কেন জানি এক অন্যরকম ভালো লাগা কাজ করে, আপনার মধ্যেও এরকমই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে দেখছি। এটা জেনে ভালো লাগলো যে আনারস গাছের পাশাপাশি আরো কিছু গাছ রয়েছে আপনার এই ছোট্ট বাগানে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41