"বিবেক এখন আকাশে"

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার

কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ শেয়ার করবো কিছু অনুভূতিকে কেন্দ্র করে লেখা অমানবিকতার একটি নিদর্শন।

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে মানুষের মনুষ্যত্বহীন ও বিবেকহীন অনুভূতি শেয়ার করবো।আসলে এটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার কথা শেয়ার করছি।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।যাইহোক তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক--

বিবেক এখন আকাশে:

IMG_20231230_204101.jpg

কি বন্ধুরা,এমন টাইটেল পড়ে অবাক হলেন!এখন মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন আমি এমনটা বলেছি।আসলে এর পিছনে নির্দিষ্ট একটি কারণ রয়েছে।কারন ব্যতিত কোনো কিছুই ঘটে না।তবে কাউকে দোষারোপ করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই,যেটা ঘটেছে শুধুমাত্র সেটাই প্রকাশ করলাম।তেমনি বলছি গতদিনকার কথা----

আমাদের পোষ্য দুটি বিড়াল রয়েছে।সন্তু এবং মিনি অনেকেই সেটা জানেন,রাতে শেয়ালের উপদ্রব এবং ফাঁকা জায়গা হওয়াতে আমরা তাদের ঘরে আটকে রাখি কখনো বা বড় পাখির খাচাতে।দিনের বেলাও যথেষ্ট আটকে রাখা হয় কারন আমরা তাদের খুবই আদর করি পরিবারের সদস্যদের মতো।সন্ধ্যায় কখনো ঘরে না ঢুকলে অবশ্যই খুঁজে ঘরে নিয়ে আসি।আমাদের পাশের বাড়ির প্রতিবেশীরা বাড়ি থাকে না।বাইরে কাজ করে,বছরে তিন থেকে চার মাসের মতো বাড়িতে আসে।আর বাকি সময় তাদের বাড়ি বন-জঙ্গলে ভরে যায়।ফলে ইঁদুর ও সাপ পোকার উপদ্রব বেশ কিন্তু আমাদের বিড়াল আছে বলে বাঁচা।

এখন সমস্যা হচ্ছে ওই প্রতিবেশী বিড়াল দেখতে পায় না, অথচ তাদের বাড়ির ইঁদুর প্রতিনিয়ত আমাদের বিড়াল ধরে নিয়ে আসে।যদিও আমরা অনেক সময় সেই ইঁদুর কেড়ে নিয়ে ফেলে দিই কারন কাঁচা জিনিস কম খাওয়ানোর চেষ্টা করি যতদূর সম্ভব।তাছাড়া আমাদের বিড়াল আশেপাশের বাড়িতে গিয়ে খাওয়ার সময় বিরক্তিও করে না।যাইহোক গতদিন আমাদের মিনি হঠাৎ সন্ধ্যার একটু আগে ঘর থেকে বের হয়ে যায়।ঘরের পিছনে বড় মাঠ তাই কখনো সখনো সেখানেও যায় ।কিন্তু মাঝে মাঝেই উঠান দিয়ে দেখা দিয়ে যায় ধরা না দিলেও তবুও আমরা খোঁজার চেষ্টা করি।সবসময় কাছাকাছি থাকে বলেই সহজে চোখে পড়ে।এখন চিন্তার বিষয় হচ্ছে,গতদিন আমাদের মিনি মাঝে মাঝেই উঠানে দেখা দিতে এলো না আবার ডাকলেও এলো না কিংবা সব জায়গায় খুঁজেও চোখে পড়লো না।

খুঁজতে খুঁজতে রাত 10 টার কাছাকাছি আমরা উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছি।কারন পাশের বাড়ির প্রতিবেশিরা দুইদিন হলো বাড়ি এসেছে।আর তারা খুবই বখাটে,তো আমাদের বুঝতে বাকি রইলো না যে এই প্রতিবেশীরাই বিড়াল আটকে রেখেছে।কারণ আগেও একদিন ওই প্রতিবেশীরা বিড়াল আটকে রেখেছিল আর মজা নিয়েছিল।আমরা সেদিন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলাম।ঠিক গতদিনও একই ঘটনা ঘটেছে।আমরা বাড়ির সবাই মিলে খুঁজে খুঁজে হয়রান অথচ প্রতিবেশীরা অট্টহেসে পাগল।তো উঠানে দাঁড়িয়ে থাকলাম সমস্ত জায়গায় লাইট মেরে দেখার পর কোথাও পেলাম না।কিন্তু প্রতিবেশিরা সবাই যখন রান্না ঘর থেকে বের হলো ঠিক তখনই বিড়াল দৌড়ে বাড়ি এলো।কিন্তু এতটাই ভয় পেয়েছে যে আমাদেরকে ধরা না দিয়ে এদিক সেদিক ছোটাছুটি আরম্ভ করে দিলো।এরপর আবারো অনেক কষ্টে তাড়িয়ে ঘরে নিয়ে আসলাম।কিন্তু মিনি খুবই ভয় পেয়ে গিয়েছিল।তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমার পোষ্টের টাইটেল।আসলে এতটা খোঁজাখুঁজি,এতটা চিন্তার কারনটা কী! মানুষের বিবেক এবং মনুষ্যত্ব এতটাই নিচু ও পৈশাচিক আনন্দে উদ্মত্ত যে,অন্যদেরকে শীতের রাতে কষ্ট দিয়ে নিজেরা মজা পায়।তাই বিবেক এখন মানুষের মধ্যে নেই আকাশে বাসা বেঁধেছে।

তো আমার আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

সত্যি ই দিদি এখন বিবেক মানুষের আকাশে।মিনির গল্পটি শুনে সত্যি ই খুব খারাপ লাগলো।আপনাদের প্রতিবেশীরা বাড়িতে বেশ সময় থাকে না।তাই তাদের বাড়িতে জঙ্গল হয়ে থাকে।এজন্য সাপ,ইঁদুর অনেক।আপনারা বিড়াল পুষে ভালো ই করেছেন।আপনাদের প্রতিবেশীর এমন আচরন সত্যিই খুব খারাপ লাগলো। আপনারা মিনিকে দেখে দেখে রাখবেন। ধন্যবাদ দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ আপু,চেষ্টা করি সবসময় আমাদের পুষিকে চোখে চোখে রাখার।কিন্তু স্বাধীন প্রাণী কতক্ষণ পারা যায়, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

হ্যাঁ আপু বর্তমানে বেশিরভাগ মানুষ হচ্ছে একেবারে বিবেকহীন। যাইহোক আপনার প্রতিবেশী তো একেবারে বাজে একটা কাজ করেছে। তারা নিজেদের একটুখানি আনন্দের জন্য শীতের রাতে আপনাদের এভাবে কষ্ট করালো। এদিকে আপনাদের বিড়াল মিনি ও ভীষণ ভয় পেয়েছে তাদের এমন জঘন্য কাজের জন্য। আপনাদের দিকে যেহেতু সাপ এবং ইঁদুরের উপদ্রব বেশি, বিড়াল পোষার বুদ্ধিটা খুব ভালো। যাইহোক আপনাদের প্রতিবেশী তাদের বাসায় আসলে, বিড়াল দুটিকে দেখে রাখবেন। যাতে করে তাদের বাসায় আর না যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

যাতে করে তাদের বাসায় আর না যায়।

ভাইয়া,পাশাপাশি বাড়ি।তার উপরে বিড়াল স্বাধীন প্রাণী তবুও চেষ্টা করি বেশিরভাগ সময় বাড়িতে পাখির খাঁচায় আটকে রাখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 6 months ago 

আমাদের ও একটি বিড়াল ছিলো মিনি নামের। আসলে বিড়াল অনেক উপকারী কারণ বাড়ির ইঁদুর তাড়ায় তারা।আসলে প্রাণীদের প্রতি ভালোবাসা নেই যাদের তাদের মনুষ্যত্ববও নেই।আপনার প্রতিবেশীর তো আপনাদেরকে ধন্যবাদ দেয়া দরকার কারণ আপনাদের বিড়াল তাদের পরিত্যাক্ত বাড়ির ইঁদুর তাড়ায়।অবশেষে আপনার বিড়ালকে খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো।আসলেই বিবেক আকাশে বাসা বেঁধেছে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 6 months ago 

আসলে প্রাণীদের প্রতি ভালোবাসা নেই যাদের তাদের মনুষ্যত্ববও নেই।

একদম ঠিক বলেছেন দিদি,আসলে ধন্যবাদ তো দূরের কথা।সুবিধাবাদী খারাপ মানুষগুলো সবকিছুতেই মজা নিতে চায় অন্যদের কষ্ট দিয়ে।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বিড়াল আমার অনেক পছন্দের একটা প্রাণী। আপনাদের দুটো বিড়াল আছে পোষ‍্য দেখে ভালো লাগল। কিন্তু আপনি যেটা বললেন সেটা শুনে খুবই খারাপ লাগল। এইরকম হলে বলতে হয় আপনার প্রতিবেশিদের ব‍্যবহার তো খুবই খারাপ। একটা নিরিহ প্রাণীর সঙ্গে কেউ এরকম টা করতে পারে। আসলেই তাদের বিবেক নেই। পরবর্তীতে একটু খেয়াল রাখবেন বিড়ালগুলোর দিকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া, তাদের কোনো বিবেক নেই।আর আমাদের সন্তু ও মিনির একটি বেবি আছে।ধন্যবাদ আপনাকে

 6 months ago 

সত্যিই আপু বিবেক এখন আকাশে ঠিক বলেছেন। এখনকার মানুষের মধ্যে বিবেক নেই বললেই চলে।বর্তমান সমাজে প্রত্যেকটি ঘরেই বিড়াল পালতে দেখা যায় এবং বিড়াল অনেক
উপকারী একটি প্রাণী। আসলে আপনার প্রতিবেশী কাজটা ঠিক করেনি। তবে মিনিকে দেখতে কিন্তু বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু
সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 6 months ago 

আপু,আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44