দ্বিতীয় পর্ব:"আমার শুভ দীপাবলি পালনের আনন্দঘন কিছু মুহূর্ত"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি, শুভ দীপাবলিতে সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শুভ দীপাবলি পালনের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করবো।

বন্ধুরা, গতকাল হিন্দুদের বড় উৎসব দীপাবলি ছিল।এই উৎসব সারভারতবর্ষ জুড়ে ধুমধামের সহিত পালিত হয়েছিল।দুর্গাপূজার পর কালীপূজার রাতে এই দীপাবলি উৎসব পালন করা হয়।সারাবাড়ি মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলিত করে আলোয় আলোকিত করা হয় ।এছাড়া বিভিন্ন ধরনের বাজি ফোটানোও হয় ।সারা আকাশে উড়ন্ত আলো দেওয়া হয়।যা সারা আকাশে আলোকিত করে তোলে ও নতুন চমকপ্রদ সৃষ্টি করে।

IMG_20211105_183115.jpg
আমার লোকেশন

হয়তো গতকাল আমাদের দীপাবলি হয়েছে।কিন্তু তার রেশ এখনো কাটেনি বরং প্রদীপের শিখার মতো প্রজ্জ্বলিত আছে মনে।এছাড়া দীপাবলি শেষ হয়ে গেলেও তার স্মৃতি রইয়ে যাবে আমাদের ফোনবন্দি ক্যামেরায়।তাই আমরাও গতকাল দীপাবলি পালন করেছিলাম ।একটু ভিন্নভাবে, সবার মতো প্রদীপ কিনে নয় ,নিজে হাতে বানিয়ে।তবে হ্যাঁ,4 প্যাকেট মোমবাতি কিনেছিলাম এবং বাকি কাজ আমি নিজে হাতে সম্পন্ন করেছিলাম।যেমন- মাটি দিয়ে প্রদীপ বানানো,কলম দিয়ে মশাল তৈরি এবং কলার খোল কেটে সাজানো ইত্যাদি।তো চলুন কিছু ফটোগ্রাফির মাধ্যমে আমার আনন্দঘন মুহূর্তটি দেখে নেওয়া যাক--

IMG_20211105_183026.jpg
আমার লোকেশন

CollageMaker_20211105_183624872.jpg
(নিজে হাতে প্রদীপ তৈরি)

IMG_20211105_182216.jpg

CollageMaker_20211105_183653949.jpg
(আমার শখের মধ্যে একটি হলো -সারাবছরের কলম জড়ো করে গুছিয়ে রাখা আর সেটি কালিপূজার এই দীপাবলির দিনে ব্যবহার করা, যেমনটি আমি কলম পুড়িয়ে মশাল তৈরি করছি)

IMG_20211105_182314.jpg

CollageMaker_20211105_183745722.jpg
(কলার খোল কেটে সাজানো)

IMG_20211105_182408.jpg
(মোমবাতি)

IMG_20211105_182931.jpg

CollageMaker_20211105_183848997.jpg

IMG_20211105_183154.jpg
(ক্যানেলে ভাসমান একটি প্রজ্জ্বলিত প্রদীপ)

IMG_20211105_183218.jpg

IMG_20211105_183228.jpg
(আমাদের পুকুরে কয়েকটি ভাসমান জ্বলন্ত প্রদীপ)

IMG_20211105_183126.jpg
(আলোকময় আমাদের বাড়ি)

IMG_20211105_183303.jpg

IMG_20211105_183319.jpg
(কলম দিয়ে তৈরি জ্বলন্ত মশাল)

IMG_20211105_183350.jpg
(কলম পুড়ে পড়ে যাওয়ার সুন্দর দৃশ্য)

IMG_20211105_183415.jpg

IMG_20211105_183536.jpg

CollageMaker_20211105_184022442.jpg
(পুকুরের অন্য প্রান্ত থেকে তোলা ছবি)

IMG_20211105_183045.jpg
(তো এভাবেই আমরা পুরো বাড়ি মোমবাতি ও প্রদীপ জ্বেলে সাজিয়ে আনন্দ উপভোগ করেছিলাম)

IMG_20211105_183057.jpg
আমার লোকেশন

আশা করি আমার দীপাবলি পালনের আনন্দঘন মুহূর্তের ফটোগ্রাফিগুলি সকলের কাছে খুবই ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

কলমের জোড়া লাগিয়ে আগে অনেক গাড়ি বানাতাম দিদি। আপনি কলম দিয়ে মশাল বানিয়েছেন দেখে ভালোই লাগছে। তবে দিদি সতর্ক থাকবেন এসব বানানোর সময়। কারণ ছোটবেলায় আমার পায়ে কলমের গলা পড়ে পুড়ে যায় পা। এজন্য আপনিও সতর্ক থাইকেন। আপনাকে ধন্যবাদ দিদি।

 3 years ago 

হ্যাঁ ,ছোটবেলায় আমি ও কলম গলানো সাক খেয়েছি হাতে ।তবে এইবার আমি সাবধানে করেছিলাম।অনেক ধন্যবাদ ভাইয়া, দারুণ মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহহহ আপু!কলম দিয়ে যে মশাল তৈরি করা যায় তা একেবারেই জানা ছিলোনা। এতো সুন্দর ভাবে করেছেন।
তবে দেখে মনে হচ্ছে তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়েছে আপনার।দূর থেকে আপনার বাড়ির ছবিটি অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আপনি সব কিছুতেই অনেক বেশি পারদর্শী বুঝাই যাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ, আপু প্রতিবছর কালীপূজার রাতে এভাবে আমি কলম দিয়ে মশাল বানায়।একটু কষ্ট তো হবেই আনন্দ উপভোগ করতে।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলাম। গতকাল পূজোর ব্যস্ততার কারনে খুব একটা সময় দিতে পারিনি। তাই আজ সকালে খুজে বের করলাম আপনার দ্বিতীয় পর্ব টি। সত্যি অসাধারন সাজিয়েছেন। বাস্তবিকই আমি কল্পনাতে এমন দীপবালির কথাই ভাবি। তাছাড়া আপনার কলম দিয়ে তৈরী মশাল গুলো ছিল ইউনিক। শুভেচ্ছা রইল । ভাল থাকবেন।

 3 years ago 

অও ভাইয়া, আপনাদের বাড়িতে ও পূজো হয়েছে।জেনে ভালো লাগলো।আমি প্রতিবছর এভাবে কলম পুড়িয়ে মশাল জ্বালায়।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

 3 years ago 

আপনার দীপাবলির উৎযাপন সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে কলার উপরের খোসাগুলো দিয়ে দ্বীপ জালানোর বিষয়টি খুব ভালো লাগলো ♥️
আর কলমের মশালের মতো এটি সত্যিই অসাধারণ ছিল ♥️

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ - এ ঢুকে দেখছি কালি পুজো বা দীপাবলি নিয়ে সবাই খুব আনন্দিত। বিষয়টি দেখে খুব ভালো লাগছে
সবার এমন আনন্দঘন মুহূর্ত যেন চিরকাল থাকে এই কামনাই করি।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হয়েছি ভাইয়া।আপনিও ভালো থাকুন।

 3 years ago 

দীপাবলির শুভেচ্ছা নিবেন দিদি। অনেক সুন্দর ভাবে দীপাবলী পালন করেছেন। যেভাবে শুরুতে মাটি দিয়ে প্রদীপ বানিয়ে , সেগুলো আবার কলাপাতায় ভাসিয়ে দিয়েছেন সত্যিই খুব দারুন লাগছে দেখতে। আর কলম দিয়ে তৈরি জ্বলন্ত মশালটিও দেখতে সুন্দর লাগছিল।

 3 years ago 

আপনাকে ও শুভ দীপাবলির শুভেচ্ছা ।আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।অনেক ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 3 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37