আমার স্বরচিত কবিতা: "কৃত্রিম নয়"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।আসলে আমি কবিতা কখনো দীর্ঘ করিনা।কারন আমার মনে হয় কবিতা বড় হলেই যে অর্থপূর্ণ হবে এমনটা নয়,ছোট কবিতায় ও বৃহত্তম অর্থ প্রকাশ করা সম্ভব।তাই লিখে ফেললাম একটি কবিতা।
মানবজাতি সব সময় একটু সুখ খোঁজার পিছনে ছোটে।তারজন্য তাকে কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে চলতে হয়।কিন্তু সেই যুগ বাস্তবতার মুখাপেক্ষী নয়,কৃত্রিমতায় গড়ে ওঠা।তাই দীর্ঘস্থায়ী সুখ দিতে না পারলে ও ক্ষণস্থায়ী সুখ ঠিক দিতে পারে।দিতে পারে সাময়িক সময়ের আনন্দে দুঃখ দূর করে দিতে।তবুও কোথাও যেন একাকী জীবন পিছু ছাড়ে না।কিন্তু এই একাকী জীবনে ও আমাদের কল্পনা ও ভাবনাগুলি কোনো পথপ্রদর্শকের ঠিকানা ঠিকই দেয়।যেটা মঙ্গলদায়ক বার্তা বহন করে আমাদের জীবনে। তো এই ভাবনাতে লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---
কৃত্রিম নয়
মাঝে মাঝেই হারিয়ে যাই অন্য দুনিয়ায়
চলে যাই আলাদা মানুষের ভিড়ে,
একমুঠো শান্তি কুড়ানোর আশায়।
অনেক পথযাত্রী সেই পথেই হাঁটছে
তাদের মাঝে ও একজন আমি।
সে জগৎ আমাকে সল্প সময়ের শান্তি দেয় ঠিকই,
কষ্টের বোঝা কম করে ঠিকই,
কিন্তু কৃত্রিমতায় ভরপুর সে জগৎ।
সে দুনিয়ায় আলোর বড্ড অভাব,
কষ্ট,দুঃখ, একাকীত্ব ও ব্যাথাদের
যেন এক বিরাট সমাহার মেলা।
হঠাৎ একদিন কেউ প্রতিচ্ছবি হয়ে এলো
আমার প্রতি তীব্র আকর্ষণে
মনে হলো সুন্দরতার দেব,
সে আমাকে নিয়ে যায় তার সাম্রাজ্যে
মনে হয় যেন সে উপস্থিত সময়ের পথপ্রদর্শক।
মনের গভীরে তারই কিছু স্মৃতি,
সেই স্মৃতি কৃত্রিম নয়,মঙ্গলকর।
সে যেন কষ্টগুলোকে মুক্তি দেয়,আর
কাটায় ঘেরা যাত্রার সমাপ্তি ঘোষণা করে।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
অনেক সুন্দর কবিতা লিখেছেন দিদি।
বর্তমানে আমাদের যে অবস্থা তাতে শান্তি খুঁজে পাওয়া আসলেই দুষ্কর কারণ সবাই শুধু অর্থের পিছনে ছুটছে। কবিতা লেখার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ,ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি। কবিতার কথা গুলো অনেক অনেক অর্থপূর্ণ ও সুন্দর। আসলেই কারো প্রতি তৈরি হওয়া আমাদের অনুভূতি গুলো কৃত্রিম হয়না।ধন্যবাদ দিদি সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ দাদা,এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য।😊
বাহ দিদি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। সত্যি আমরা সবসময় সুখ পাওয়ার জন্য দৌড়াতে থাকি। কিন্তু আমরা সত্যিই কি বাস্তবের সুখ খুঁজে পাই, না পাই না, যা পাই তা কৃত্রিম যেকোনো সময় আমাদের কাছ থেকে চলে যেতে পারে। এসব কথা ভাবতে গিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।
আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতার কথাগুলো কিন্তু অনেক অর্থপূর্ণ আছে। আর অর্থবোধক কিছু বিষয় কবিতার মধ্যে আছে বলে কবিতাটি আরো সুন্দর হয়েছে। কবিতার ভিতরে ভাব গাম্ভীর্য থাকতে হয়,যেটা আপনার কবিতার মধ্যে বিদ্যমান। মানুষ শান্তির খোঁজে কত কিছুই না করছে। একটু নিজেকে স্বস্তি রাখার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে এদিক ওদিকে। তবে কৃত্রিমের পেছনে নয় বাস্তবের পেছনে ছুটলেই জীবনের স্বস্তি ও শান্তি পাবে।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
কবিতাটি ভীষণ অর্থবহ ছিল। আমরা আজ ভালো থাকার লড়াইয়ে ছুটে চলেছি, তবে কৃত্রিমতা আমি সবকিছুর মাঝেই খুঁজে পাই। এখন আর সত্যিকারের কিছু মাঝে মাঝেই সত্যি বলতেই আমার সাহস হয় না।
তবে হ্যা আমিও হঠাৎ হঠাৎ একাকী হয়ে যাই আপন মনে। মনে হয় জীবনের মায়া মমতা আর ভালোবাসা সব কৃত্রিমতার মোড়কে ঠাসা।
ঠিকই বলেছেন ভাইয়া, সবকিছুই যেন কৃত্রিম বা ফিকে বলে মনে হয়।অনেক সুন্দর মতামত প্রকাশ করেছেন, ধন্যবাদ আপনাকে।
আমিও আপনার মত করে প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি। হুম সত্যিই বলেছেন, কবিতা বড় হলে যে সুন্দর হবে তা নয়। ছোট কবিতার মধ্যেও অনেক অর্থ আর সৌন্দর্য থাকতে পারে। তবে আপু আপনার পুরা কবিতাটির মধ্যে নিচের লাইন গুলো আমার মন ছুঁয়েছে।
আপনার কবিতা ও সুন্দর হয় আপু,ধন্যবাদ আপনাকে।
কবিতা বড় হলেই যে কবিতা সুন্দর এমনটা নয়, কবিতার প্রকাশভঙ্গীটা ঠিকঠাক হলেই হলো! হোক সেটা ছোট কবিতা! আপনার কবিতা বরাবরই দারুণ। কবিতার কথাগুলো কঠিন কিন্তু কয়েকবার পড়ার মনে হলো বেশ গাম্ভীর্য পূর্ণ একটি কবিতা! এই যে আমাদের নিরন্তর ছুটে চলা, সবই যেন সুখকে কেন্দ্র করে। সাময়িক সুখ পেয়েও আমরা ক্ষান্ত নই!
সত্যিই সুখের জন্য ছুটে চলা।ধন্যবাদ ভাইয়া,অনুপ্রেরণা দেওয়ার জন্য।
আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তে তার চেয়ে আরও বেশি ভালো লাগে। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। প্রত্যেকটি কবিতার লাইন খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। যেগুলো পড়ে মনটা ভরে গেল। কবিতার নামটিও কিন্তু খুবই ভালো ছিল "কৃত্রিম নয়"।
ধন্যবাদ আপু,এভাবে সুন্দর মন্তব্য দ্বারা পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু কবিতা বড় হলে সেখানে অর্থ প্রকাশ পাবে এবং ছোট হলে পাবে না তা কিন্তু নয়। আমার মনে হয় কখনো ছোট ছোট কবিতার মাঝে অনেক সুন্দর অর্থ লুকিয়ে থাকে। আজকেও আপনি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতার লাইনগুলো আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
ঠিক বলেছেন আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।