এসো নিজে করি-"জঙ্গলের মধ্য দিয়ে শান্তার উড়ন্ত রথে পাড়ি অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

💐💐সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা💐💐

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?

আশা করি,ইংরেজি নতুন বছরে সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।এক একটি বছর চলে যায় আমাদের সকল হাসি, কান্না ,দুঃখ ও বেদনাকে সঙ্গে নিয়ে।শুধু স্মৃতি হয়ে রেখে যায় কিছু আমাদের এই আশা-আকাঙ্ক্ষার মনে।নতুন বছর আমাদেরকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরনা যোগায়,নতুনভাবে আগমনী দিনের বার্তা দেয়।তাইতো পুরাতনকে বাদ দিয়ে আমরা নতুনকে বরণ করে নিই।এটাই প্রকৃতির ও সৃষ্টির নিয়ম।যাইহোক আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "জঙ্গলের মধ্য দিয়ে শান্তার উড়ন্ত রথে পাড়ি "।তো চলুন শুরু করা যাক----

IMG_20220102_125227.jpg

★উপকরণ:


1.2b ও 8b পেনসিল
2.রবার
3.সাদা কাগজ
4.কাঁটা কম্পাস
5.মার্কার পেন(আকাশি রঙের)

CollageMaker_20220102_125930233.jpg

★অঙ্কনের পদ্ধতি:


ধাপঃ 1

IMG_20220102_124826.jpg

◆প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।পেনসিল,রবার ,কাগজ ও মার্কারপেনসহ ইত্যাদি উপকরণ।

ধাপঃ 2

IMG_20220102_124839.jpg

◆তারপর পেন্সিল ও কাঁটা কম্পাসের সাহায্যে একটি গোল বৃত্ত একে নেব ।বৃত্তটির নিচে একটু বাদ রেখে।

ধাপঃ 3

CollageMaker_20220102_125552492.jpg

◆এবারে বৃত্তের নিচের কিছুটা অংশ পেন্সিল দিয়ে পাহাড় একে নেব।তিনটি সারিতে এঁকেবেঁকে দাগ দিয়ে পাহাড় একে নেব তারপর নিচের সারিতে গাছের দাগ চিহ্ন দিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20220102_124918.jpg

◆এরপর নিচের সারির দাগগুলিতে ডাল ও পাতা আঁকিয়ে দেব সরু করে।

ধাপঃ 5

IMG_20220102_124933.jpg

◆তো আমার পাহাড়ের উপর গাছগুলো আকানো হয়ে গেছে।এরপর নিচের সারি কালো সেপ করে নেব 8b পেনসিলের সাহায্যে।যাতে ঘন কালো জঙ্গল মনে হয় ।

ধাপঃ 6

CollageMaker_20220102_125710820.jpg

◆প্রথম পাহাড়টি সাদা থাকবে ,দ্বিতীয় পাহাড় হালকা পেন্সিল সেপ করে নেব।বৃত্তের উপরে যে ফাঁকা জায়গা সেখানে শান্তা ক্লোজের স্লেজ গাড়ি/রথ ও শান্তাকে একে নেব।

ধাপঃ 7

IMG_20220102_125028.jpg

◆বৃত্তের নীচে বাদ দেওয়া অংশটি পূরণ করে নেব পেন্সিল দাগ দিয়ে।এরপর দুটি হরিণ একে নেব।

ধাপঃ 8

IMG_20220102_125056.jpg

◆এরপর হরিণ ও শান্তাকে কালো রঙের সেপ করে একে নেব পেনসিলের সাহায্যে।মনে হবে জঙ্গলের মধ্যে দিয়ে শান্তার রথ উড়ে যাচ্ছে।

ধাপঃ 9

IMG_20220102_125113.jpg

◆এবারে আমি মার্কার পেন দিয়ে পাহাড়ের উপরে বৃত্তের মধ্যে একে নেব।সবশেষে নিজের নামটি লিখে দিলাম বৃত্তের নিচে।

সর্বশেষ ধাপ

CollageMaker_20220102_130146072.jpg

IMG_20220102_125210.jpg

◆তো আমি অঙ্কন করে ফেললাম "জঙ্গলের মধ্য দিয়ে শান্তার উড়ন্ত রথে পাড়ি"।আশা করি আপনাদের কাছে আমার আজকের তৈরি diy টি খুব ভালো লাগবে।

নতুন বছরে/আগামীর পথচলা সকলের সুন্দর ও শুভ হোক এই কামনায় আজকের মতো শেষ করছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে:@green015


Sort:  
 3 years ago 

সবার প্রথমে আপনাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। দিদি আপনি খুব সুন্দর ভাবে জঙ্গলের মধ্যে দিয়ে শান্তার জঙ্গলের মধ্য দিয়ে রথে পাড়ি ছবিটি অংকন করেছেন।আবার বেশ ভাল লেগেছে বিশেষ করে শান্তার রথ এবং হরিণ দুটোকে বেশ মিষ্টি লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি সান্তা কোনো জঙ্গলের পথে পাড়ি দিচ্ছে। সুন্দরভাবে আপনি চিত্রটি ফুটিয়ে তুলেছেন আপনার অংকন এর মাধ্যমে এবং প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি,আপনার উৎসাহমূলক সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

ছবিটি দারুন ছিল । মনে হচ্ছে একটি চাদেঁর মধ্যে দিয়ে সান্তা ক্লজ তার স্লেজ গাড়ী নিয়ে উড়ে যাচ্ছে। চিত্রাঙ্কন টি সুন্দর হয়েছে। ধন্যবাদ বোন ভাল থাকবেন।

 3 years ago 

হ্যাঁ, দাদা সেরকমই তুলে ধরার চেষ্টা করেছি চাঁদের মধ্যে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ও ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো আপু ।জঙ্গলের মধ্য দিয়ে শান্তার উড়ন্ত রথে পাড়ি দেওয়ার দৃশ্যটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে হরিণ দুটো আমার কাছে খুব ভালো লাগছে ।পেন্সিল দিয়ে যখন এঁকেছেন তখনও ভালো লাগছে রং করার পর আরও বেশি ভালো লাগছে ।খুব সুন্দর ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য ও শুভকামনা রইলো।

নতুন বছর মানেই নতুন স্বপ্ন নতুন আকাঙ্ক্ষা এবং ফেলে আসা বছর টি এখন শুধুই স্মৃতির পাতা। নতুন বছরের শুরুটাই অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট দিয়ে করেছেন আপু। চিত্রটা অনেক সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার টির কারণে অনেক আকর্ষণীয় লাগছে। নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।ভালো থাকবেন।

 3 years ago 

উড়ন্ত সান্তাক্লজের গাড়িসহ চিত্র অংকন সত্যি অনেক সুন্দর ছিল। আপনার চিত্র অঙ্কনের ধাপগুলো অতি চমৎকার ভাবে গুছিয়ে গুছিয়ে বর্ণনা করেছেন। খুবই সুন্দর চিত্র অঙ্কনের একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48