"কয়েকটি সবজি ও মাছের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী ফটোগ্রাফি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আমি চেষ্টা করি সপ্তাহে একটি বা দুটি করে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করার জন্য।আজও তার ব্যতিক্রম হয়নি।আজ আমি কয়েকটি সবজি ও মাছের ফটোগ্রাফি শেয়ার করবো।এই ছবিগুলো আমি বর্ধমানের তেঁতুলতলা বাজার থেকে সংগ্রহ করেছিলাম।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

কয়েকটি সবজি ও মাছের ফটোগ্রাফি:

IMG-20231203-WA0001.jpg

এটি হচ্ছে আমাদের অতি পরিচিত সবজি পটল।পটল সারাবছর-ই বাজারে পাওয়া যায় এবং এর চাহিদাও ভালোই থাকে।বন্ধুরা, যেদিন আমাদের বর্ধমানের বাজারে যাওয়ার প্ল্যান থাকে।সেইদিন অনেক ভোরে উঠতে হয় ঘুম থেকে কারন এই বাজার হচ্ছে সবজি ও মাছের আড়তের।

IMG-20231203-WA0006.jpg

এই সবজিটি হচ্ছে শীতকালীন শিমের।আর যেকোনো আড়ত থেকে মানুষ বিভিন্ন জিনিস পাইকারি দরে কিনে নিয়ে খুচরাভাবে মানুষের কাছে বিক্রি করে থাকে।তাই স্বাভাবিকভাবে আড়ত থেকে কোনো জিনিস কিনতে হলে দুই কিলো কিংবা এক কিলোর উপরে কিনতে হয়।তানাহলে দোকানদার খুচরাভাবে কোনো জিনিস বিক্রি করেন না।তাই আমরাও একবারে অনেকটাই কিনে নিয়ে আসি।কারন সাধারণত মাছ এবং সবজি অন্যান্যদের তুলনায় আমরা একটু বেশিই খেয়ে থাকি।তাই 2 কিলো শিম কিনে নিলাম সবজির আড়ত থেকে।

IMG-20231203-WA0005.jpg

এটা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপির।এটাও শীতকালীন সবজি।পাতাকপি খেতে অনেক মজার।এখন যেহেতু হালকা হালকা শীত পড়া শুরু করেছে তাই অধিকাংশ শীতকালীন সবজি বাজারে উঠে গিয়েছে।তার মধ্যে পাতাকপি অন্যতম।

IMG-20231203-WA0004.jpg

এই সবজিটি পেঁপের।সারাবছর পেঁপে পাওয়া যায় বাজারগুলোতে।তবে এইসময় একটু বেশি পরিমাণে পাওয়া যায়।পেঁপে অনেক উপকারী সবজি।যেহেতু আমাদের বাড়ির গাছে পেঁপে রয়েছে তাই আর কেনা হয় নি।

IMG-20231203-WA0007.jpg

এটা হচ্ছে সকলের প্রিয় সবজি বেগুনের।বেগুন খেতে খুবই মজার।তাই আমরা বেগুন একবারে 5 কিলো পরিমাণ কিনে নিলাম।কারণ বেগুন পোড়া,বেগুন ভাজি,চিংড়ি দিয়ে সুক্ত করে খাবো বলে।সারাবছর বাজারে বেগুনের খুবই চাহিদা থাকে মানুষের কাছে।সবজি বাজার শেষে আমরা চলে গেলাম মাছের আড়তে।

IMG-20231203-WA0003.jpg

এটি হচ্ছে মাছের আড়ত।এখানে রকমারি বিভিন্ন ধরনের মাছ ছিল।যেমন-এখানে ইলিশ মাছ, পার্শে, ভোলা ইত্যাদি মাছ ছিল।আমরা আড়ত থেকে মোট 3 প্রকারের 4 কিলো মাছ কিনেছিলাম।দেড় কিলো চিংড়ি মাছের সঙ্গে 1 কিলো ইলিশ মাছ নিয়েছিলাম।সকালে গেলে আড়তের মাছগুলি অনেক টাটকা ও কিছুটা কমেও পাওয়া যায়।

IMG-20231203-WA0002.jpg

এখানেও অনেক প্রকার মাছ রয়েছে।যেমন-রুই,কাতলা,শোল ও টাকি মাছ।শোল মাছগুলো জ্যান্ত ছিল।আর কাতলা মাছের তুলনায় রুই মাছগুলিও বেশ টাটকা ছিল।তাছাড়া সকালে এই ধরনের পুকুর থেকে ধরে আনা মাছগুলো লোকালের পাওয়া যায়। তাই এখান থেকে আমরা দেড় কিলো ওজনের একটি লোকাল রুই মাছ কিনে নিয়েছিলাম।কারন অন্ধ্রপ্রদেশ থেকে যেসমস্ত রুই মাছ আসে তার স্বাদ একদম ভালো লাগে না খেতে।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বাহ্ দারুন 👌
আপনার পোস্টের মাধ্যমে পুরো বাজারটা ঘুরে আসলাম মনে হয়। শীতকাল আমার সবথেকে প্রিয় ঋতু কারন এই সময় অনেক সবজি পাওয়া যায়। আর আমি সবজি খেতে বেশি পছন্দ করি। আমার তোলা সবজির ছবিগুলো দারুন ছিল আর মাছগুলো বেশ তরতাজা দেখাচ্ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনিও সবজি খেতে বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকেও।

 11 months ago 

আপনি আজকে আমাদের মাঝে যে সবজিগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন, সবগুলোই শীতকালীন সবজি। তবে পটল আর পেঁপে গরমের সময় ও পাওয়া যায়। শিম আর বাঁধাকপি গুলো শীতকালে বেশি পাওয়া যায়।দ্বিতীয় ফটোগ্রাফির মাছগুলি ও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, পটল ও পেঁপে সারাবছর পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

শীতের সময় বাজারে গেলে অনেক ধরনের সবজির দেখা মেলে। সবজিগুলো দেখলে কিনে নিয়ে চলে আসতে মন চায়। সবজির ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই সবজিগুলো বেশ টাটকা পাওয়া যায় শীতকালে।ধন্যবাদ ভাইয়া।

 11 months ago (edited)

দারুন কিছু সবজি ও মাছের ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো দিদি। আপনার পোস্টটি আমার কাছে ইউনিক মনে হয়েছে।পটল, শিম, বাঁধাকপি, বেগুনও পেঁপে সবগুলো সবজি দেখে অনেক সতেজ মনে হচ্ছে এবং মাছের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

হ্যাঁ আপু,সবজি ও মাছগুলো বেশ টাটকা ছিল।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

দিদি আপনি মাছ ও সবজির খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এই ঋতুতে বাজারে গেলে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাওয়া যায়। আমি শীতকাল খুব পছন্দ করি কিন্তু সেই শীতের দেখা পাই না। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু,আমাদের এখানে তো খুবই শীত পড়ছে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলে দিদি শীতকালে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায় আর সবজির দামও তুলনামূলক কম থাকে। আড়ত থেকে কিনলে একটু বেশি পরিমাণে কেনা লাগে তবে দামটা কমই রাখে বলতে গেলে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বাজারটা দেখতে পেলাম মনে হচ্ছে দিদি

 11 months ago 

হ্যাঁ ভাইয়া, আড়ত থেকে কিনলে বেশি পরিমাণে কিনতে হয়, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

খুব সুন্দর সবজিও মাছের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। শীতের সবজি গুলো খেতে যে রকম মজার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 11 months ago 

আপু আপনার সবজি ও মাছের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি যে ফটোগ্রাফিটি ভালো লেগেছে, সেটি হল বেগুনের ফটোগ্রাফিটি।দারুন ফুটে উঠেছে।♥♥

 11 months ago 

ফটোগ্রাফিগুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 11 months ago 

খুব সুন্দর তরতাজা সবজির ও মাছের ফটোগ্রাফি করেছেন আপনি।পটল,শিম,বাঁধা কপি,পেঁপে, বেগুন এবং জ্যান্ত মাছ গুলো খুব লোভনীয়। ধন্যবাদ সবজি ও মাছের ফটোগ্রাফি গুলো করার জন্য।

 11 months ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60