"কিছু অনুভূতি ও আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "কিছু অনুভূতি ও আলোকচিত্র" নিয়ে।
চলছে শরৎকাল।
আর মাত্র কয়েক দিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা।বিশেষ করে হিন্দুদের আনন্দের বন্যা বয়ে নিয়ে আসে এই পূজা।দুর্গাপূজা সকল ধর্মের মানুষকে এক সুতায় বাঁধতে এবং একে অপরের প্রতি সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তুলতে সাহায্য করে এইজন্যই এটি সার্বজনীন ।চারিদিকে দুর্গাপূজার সুর কানে ভেসে আসছে, বেশ রমরমা ও জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে চারিদিকে।পূজার তোড়জোড় শুরু হয়েছে চারিদিকে অনেক আগে থেকেই।কারণ এই বছর করোনা নামক কোনো শব্দই মানুষের মধ্যে নেই,আগের মতোই শান্ত পৃথিবী।
প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে।নতুনের বাতাবরনে প্রকৃতি সেজে উঠেছে গাছে গাছে ফুলের সমারোহে।শিউলি গাছে ফুটেছে ফুল,আকাশে বাতাসে ঢাক-ঢোলের শব্দের মাতোয়ারা মন নেচে উঠেছে,পূজার গন্ধে সাদা কাশফুলে ছেয়ে গেছে সবুজ প্রকৃতিরা।হিন্দুদের বারো মাসে তেরো পার্বন ।আর বিশ্বকর্মা পূজা দিয়েই শুরু হয়ে গেছে বাঙালির পূজার ধুম।একের পর এক পূজা লেগে থাকবে ঘরে-বাইরে আর মানুষের মনে খুশির জোয়ার বইবে।
চারিদিকে পূজার শপিং হচ্ছে তোড়জোড় করে,আমার মনে হয় এইবছর পূজার আনন্দটা অনেক বেশি হবে।গতবছর অব্দি ও মানুষের মনে আতঙ্কের ছোয়া লেগে ছিল, করোনার রেশ কাটতে পারেনি।কিন্তু এইবছর সেই রেশ কোথায় যেন এক আচমকা হাওয়ার মতো হারিয়ে গেছে ,সরে গেছে মানুষের মন থেকে কালো ছায়া।পৃথিবী আবার শান্ত ,সুন্দর হয়ে উঠেছে আগের মতোই স্বাভাবিক,যেখানে কোনো মহামারী নামক কালো ছায়ার আতঙ্ক মনের ভিতর নেই।সকলের পূজা সুন্দর ,স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দে কাটুক এটাই কামনা করি।
বন্ধুরা, আপনাদের জন্য কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করলাম ।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।প্রকৃতির ছোট ছোট জিনিসের সৌন্দর্য অবলোকন করলে কখনো ভুলা যায় না।আমার তো খুবই ভালো লাগে এইসব ক্ষুদ্র কীট-পতঙ্গ দেখতে, তাদের ছিপছিপে রঙিন পাখনা দেখতে।কখনো প্রাকৃতিক মাশরুমের মতো ফাটল ধরা দৃশ্য অবলোকন করতে।মানুষের জীবন ও এইরকম কখনো রঙীন আনন্দময় আবার কখনো বা ফাটল ধরা।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতি ও ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
ফটোগ্রাফি গুলা এলোমেলো হলেও খুব সুন্দর হয়েছে। দুর্গাপূজা সার্বজনীন একটি পূজা এই পূজা সকল জাতি বর্ণ গোষ্ঠী সর্বজনের হিতের জন্য করা হয়ে থাকে এবং পৃথিবীর সবাইকে এক সুতাতে বাঁধতে সাহায্য করে। সুন্দর ফটোগ্রাফি এবং চমৎকার উপস্থাপনের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।
ধন্যবাদ দাদা পড়ে মন্তব্য করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।সেই সাথে অনুভুতি গুলোও দারুন।এবার পুজা দুর্দান্ত হবে।কিন্তু ভয় পাচ্ছি বৃষ্টির।যদি বৃষ্টি না হয় তবে দুর্দান্ত হবে।পুজার নিমন্ত্রণ রইল দিদি।
সত্যিই দাদা,বৃষ্টির কথা বলা যায় না।আপনাকে ও নিমন্ত্রণ রইলো কলকাতার পূজা দেখার।
আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফড়িংয়ের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফব করেছেন এবং বর্ণনা করেছেন ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুমন্তব্যের জন্য।
চমৎকার ফটোগ্রাফির সাথে বেশ চমৎকার অনুভূতি শেয়ার করেছেন আপু। দুর্গাপূজো নিয়ে লেখাগুলো পড়ে সত্যি খুব ভালো লাগলো। সত্যিই এবার করো না নেই বলে পূজো নিয়ে বেশ ভালই আনন্দের হুল্লর চলছে। কথায় আছে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এটা একদম সত্যি কথা কারণ ঈদে যেমন আমরা নতুন জামা কাপড় পড়ে খুব আনন্দ করি। আপনাদের কাছে ব্যাপারটা খুব ভালো লাগে এবং আমি দেখেছি সবাই এবং সব ধর্মের মানুষ এটাকে খুব আনন্দের সাথে নেয়। তেমনি দুর্গা পূজোয় যে আপনারা এত আনন্দ করেন সেই সাথে নতুন জামা কাপড় কেনেন এবং জমজমাট খাওয়া দাওয়া। এগুলো দেখে আমরাও খুব আনন্দ বোধ করি।
একদম ঠিক আপু👍,ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার ছবির মাধ্যমে অনেক দিন পর ফড়িং আর ব্যাঙের ছাতা দেখতে পেলাম ,খুবই সুন্দর করে ক্যাপচার করেছেন কিছু দুর্লভ জীব ।
ধন্যবাদ আপু।
দিদিমনি আপনি একদম ঠিক বলেছেন।আর মাত্র কয়েক দিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা।বিশেষ করে হিন্দুদের আনন্দের বন্যা বয়ে নিয়ে আসে এই পূজা। দুর্গাপূজা সকল ধর্মের মানুষকে এক সুতায় বাঁধতে এবং একে অপরের প্রতি সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তুলতে সাহায্য করে। এইজন্যই এটি সার্বজনীন ।
দিদি আপনার কিছু এলোমেলো ফটোগ্রাফি আর দারুণ অনুভূতি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। দারুন লেগেছে আপনার আজকের এত চমৎকার অনুভূতির সাথে আলোকচিত্রগুলো।♥♥
ধন্যবাদ আপু,আপনার মন্তব্যের জন্য ♥।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you💝.
আপনার দেওয়া সার্বজনীন এর সংজ্ঞাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। এইবার দুর্গাপূজাটা সত্যিই মনে হয় বেশ ভালো কাটবে। কারণ করোনার প্রকোপ একেবারেই নেই বললেই চলে। সবার মনে আনন্দের বন্যা বয়ে যাবে কিনা জানিনা তবে, এইবার পুজোয় আমার মনের ভিতরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর ছিল।
হ্যাঁ দাদা,মনে যা আসে তা মন খুলে লিখে দিই☺️☺️.আপনাদের কাছে লেখাটি ভালো লেগেছে এতেই আমার লেখা সার্থক।সকলের পূজা আনন্দে কাটুক এটাই কাম্য,ধন্যবাদ দাদা।