ABB Contest-57 : "রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি"

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন প্রচন্ড গরমের মধ্যেও।আমিও মোটামুটি ভালোই আছি।যেহেতু এই প্রতিযোগিতাটি diy সংক্রান্ত তার উপরে আবার শৈশবের স্মৃতির বিষয়কে কেন্দ্র করে।তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেললাম,আর আমার যেকোনো diy তৈরি করতে খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই ভিন্নধর্মী একটি diy শেয়ার করার চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @moh.arif ভাইয়াসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে।

রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি:

IMG_20240502_060740.jpg

IMG_20240502_044336.jpg

Diy মানেই সৌন্দর্য্যের আরেক নাম।আর এই diy তৈরি করার মাঝে আলাদা একটা ভালোলাগা কাজ করে।এই প্রতিযোগিতায় অনেকেই সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি করেছেন যেগুলো দেখে চোখ ধাঁধিয়ে যায়।সবাই তাদের দক্ষতা দিয়ে নানা ধরনের প্রাণী কিংবা অন্যান্য দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ঘুড়ি তৈরির মধ্যে দিয়ে।সেই তুলনায় আমার ঘুড়ি খুবই নগণ্য।তাছাড়া নিজের হাতে কোনো কিছু তৈরি করার মাঝে আলাদা একটা আনন্দের সঙ্গে সঙ্গে মনে তৃপ্তিও পাওয়া যায়।তো আজ আমি তৈরি করেছি "রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি"।এটি খুবই আকর্ষণীয় দেখতে লাগছিল তৈরির পর।যদিও মাঠে একদম হাওয়া না থাকায় অনেক চেষ্টার পরও আমি ঘুড়িটি উড়াতে ব্যর্থ হয়েছি।

এইবারের প্রতিযোগিতার বিষয়টি ছিল দারুণ ও সময়োপযোগী।কারন মাঠের ফসল কাটার পর যখন মাঠ ফাঁকা হয়ে যায় ঠিক তখনই গরমকালের বিকেলে ফুরফুরে হাওয়ায় সবাই ঘুড়ি উড়াতে ব্যস্ত হয়ে পড়ে।আকাশে বাতাসে তখন ঘুড়ি উড়ানোর ধুম পড়ে যায়।তাই এই ঘুড়ি তৈরিকে কেন্দ্র করে আমার শৈশবের স্মৃতি যেন কিছু সময়ের জন্য জীবন্ত হয়ে গেল।শৈশবে স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে খাতার পেজ কিংবা খবরের কাগজ ও নারিকেল পাতার শলা দিয়ে গরম গরম ভাত কিংবা ভাতের ফ্যান দিয়ে তৈরি করে ফেলতাম ঘুড়ি।তারপর চুপি চুপি সুতার গুটি হাতে লুকিয়ে বেরিয়ে পড়তাম ঘুড়ি উড়ানোর উদ্দেশ্যে।কি সুন্দর উড়ে বেড়াতো আমার ঘুড়ি অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে।আর এখন যেন ঘুড়ি তৈরি করতে ভুলেই গেছি।তবুও ঘুড়ি যাই হোক না কেন,আমি চেষ্টা করেছি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।এটা আমার কাছে ভালো লাগার একটি বিষয়।আশা করি আপনাদের কাছেও আমার তৈরি ঘুড়িটি অনেক ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20240502_044245.jpg

IMG_20240502_060800.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

●রঙিন কাগজ(গাড় নীল ও সাদা)
●নারিকেল পাতার শলা
●স্কেল
●আঠা
●রঙিন পেন(লাল,কালো)
● লাল সুতার গুটি
●কেচি

IMG_20240502_043844.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240502_043900.jpg
প্রথমে একটি a4 পেজের সাদা রঙের কাগজ নিয়ে নিলাম।এরপর একটা কোনাকুনি ভাঁজ করে নিলাম।

ধাপঃ 2

IMG_20240502_043933.jpg
এবারে ভাঁজ করা কাগজটি স্কেলের সাহায্যে সমান করে কেটে নিয়ে বাকি অংশ বাদ দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20240502_044002.jpg
এখন মাঝবরাবর ভাঁজ করা অংশে আঠা লাগিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240502_044019.jpg
এরপর নারিকেলের শলা পরিষ্কার করে মাপ করে কেটে নিয়ে কাগজের উপর আটকে নিলাম আঠার সাহায্যে।

ধাপঃ 5

IMG_20240502_044036.jpg
এখন আরেকটি নারিকেল পাতার শলা দুই পাশের কোনাকুনি অংশ থেকে ধনুকের মতো বাঁকা করে আটকে নিলাম।

ধাপঃ 6

IMG_20240502_044050.jpg
এরপর কয়েক টুকরো সাদা কাগজ এবারে আঠা দিয়ে আটকে নিলাম শলাকার উপর দিয়ে।

ধাপঃ 7

IMG_20240502_044105.jpg
এখন গাড় নীল রঙের কাগজ সরু করে কেচি দিয়ে কেটে ঘুড়ির মাথার দিকে ও পিছন দিকে সাদা রঙের কাগজের উপর দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 8

IMG_20240502_050233.jpg
এবারে সাদা রঙের কাগজ গোল টুকরো করে দুটি কেটে নিলাম।তারপর কালো রঙের বলপেন দিয়ে চোখ একে নিলাম।

ধাপঃ 9

IMG_20240502_044201.jpg
এরপর ঘুড়ির মাঝবরাবর অংশে আটকে নিলাম আঠা দিয়ে চোখ দুটি।এবারে কালো রঙের পেন দিয়ে তার একটু নীচে মুখ একে নিলাম।

ধাপঃ 10

IMG_20240502_044215.jpg
এখন মুখের মধ্যে লাল রঙের কালার করে একে নিয়ে চোখের নিচেও সামান্য লাল রং করে নিলাম,যাতে কিউট দেখতে লাগে।

ধাপঃ 11

IMG_20240502_044310.jpg
এবারে কেচি দিয়ে সরু করে গাড় নীল রঙের দুটি কাগজ কেটে নিলাম এবং ঘুড়ির নীচে আটকে নিলাম।তো তৈরি হয়ে গেল ঘুড়ির লেজ।

ধাপঃ 12

IMG_20240502_044417.jpg
এখন ঘুড়ির পিছনে দুইপাশে ছিদ্র করে লাল রঙের সুতা আটকে বেঁধে নিলাম।

ধাপঃ 13

IMG_20240502_044446.jpg
এরপর গুটি সুতা বেঁধে নিলাম ঘুড়ির পিছনে সুতার সঙ্গে।তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি"।এটি দেখতে খুবই আকর্ষণীয় ও কিউট লাগছিলো।

শেষ ধাপঃ

IMG_20240502_044726.jpg
সবশেষে উড়ানোর জন্য মাঠে নিয়ে গেলাম ঘুড়ি।অবশ্য বিকেলে ঘুড়ি তৈরি করতে করতেই সন্ধ্যা নেমে এসেছিল।

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240502_060740.jpg

IMG_20240502_060800.jpg

IMG_20240502_044358.jpg
কিন্তু দুঃখের বিষয়,বিন্দুমাত্র হাওয়া ছিল না মাঠে।তাই অনেক চেষ্টা করেও ঘুড়ি উড়াতে ব্যর্থ হলুম।।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়ABB Contest-57 : "রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি"
শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইলো।সত্যি আপনার ঘুড়িটি অনেক কিউট।কিউট ঘুড়ির সাথে অনেক ছোটবেলার স্মৃতিচারণ করলেন যা বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর ঘুড়ি বানানোর পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু,সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে খুবই চমৎকার করে রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি করেছেন। ঘুড়িটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার ঘুড়িটিও অসাধারণ হয়েছে ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।আপনার তৈরি করা রঙিন কাগজের ঘুড়ি টি বেশ দারুণ হয়েছে। আমার কাছে ঘুড়ি তৈরি করার পদ্ধতি টা অসাধারণ লেগেছে আপু। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার প্রশংসামূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

এটাকে আমরা প্রতিক ঘুরি বলি,এটা উরানো খুব কষ্টসাধ্য ঠিক ভাবে বানাতে না পারলে এটা ঊরনো যায়না তিরিং বিরিং করে কারন এটার কোনো লেজ থাকে না।জানিনা আপনার ঘুরি উরেছে কিনা তবে অংশ নিয়েছেন অভিনন্দন জানায়।

 3 months ago 

ভাইয়া, উড়ানো যেত কিন্তু কোনো হাওয়া ছিল না তাই।ছোটবেলায় এভাবে বানিয়েই তো আমরা উড়াতাম,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপু প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি বেশ দারুন একটি রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। এই ঘুড়ি তৈরির লেজ আরেকটু বড় করলে দেখতে হয়তো আমার কাছে বেশ ভালো লাগতো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

 3 months ago 

আপনি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ঘুড়িটি বানিয়েছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

আপনার উৎসহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঘুড়ি তৈরি করেছেন। তবে ঘুড়ির মধ্যে চোখ মুখ দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ঘুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69629.04
ETH 3375.52
USDT 1.00
SBD 2.74