ABB Contest-33 || রমজান স্পেশাল "সুস্বাদু সয়াবিনের চপ রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি, ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো " ইউনিক চপ রেসিপি" প্রতিযোগিতা-৩৩ এ অংশগ্রহণ করতে যাচ্ছি।এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনের জন্য @hafizullah ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।এছাড়া "আমার বাংলা ব্লগের"প্রিয় ফাউন্ডার দাদাসহ সকল শ্রদ্ধেয় ভাইয়াদেরকে ,আপুদেরকে ও কমিউনিটির সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।আমার খুবই ভালো লাগে যখন আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।আর সেটা যদি হয় রেসিপি প্রতিযোগিতা তাহলে তো কথাই নেই।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার।তাইতো আজ আবার চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে-"সুস্বাদু সয়াবিনের চপ রেসিপি" নিয়ে।

সুস্বাদু সয়াবিনের চপ রেসিপি:

IMG_20230321_095200.jpg

IMG_20230321_094826.jpg

IMG_20230321_095130.jpg

◆চপ সম্পর্কে আমার অভিমত:

চপ মানেই মুখরোচক খাবার।চপ খেতে পছন্দ করেন না এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর।কারণ চপ হলো মুখে লেগে থাকার মতো ,সুন্দর ঘ্রানযুক্ত সুস্বাদু খাবার।তেমনি আমারও ভিন্ন ভিন্ন চপ খেতে খুবই ভালো লাগে।তাই আজ আমি সয়াবিনের চপ তৈরি করেছি।আর সয়াবিনের যেকোনো কিছু খেতে আমার খুবই ভালো লাগে।আমি এই প্রথমবারের মতো সয়াবিনের চপ তৈরি করেছিলাম যেটা খুবই সুস্বাদু খেতে হয়েছিল।এছাড়া আমার পরিবারের সবাই এটা খেয়ে বেশ প্রশংসাও করেছিলেন আমাকে।কিন্তু দুঃখের বিষয় হলো-এমনিতেই আমি সব রেসিপি মাটির চুলায় তৈরি করি।এইবার ও তার ব্যতিক্রম নয়।সোমবারের দিন যখন আমি রেসিপিটা মাটির চুলায় খড়ের আগুনে তৈরি করছিলাম তখনই রেসিপি তৈরির মাঝপথে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল।তারপর মুষলধারে ঝড়-বৃষ্টি শুরু হলো রাত অবধি।অনেক কষ্টে রেসিপিটি শেষ করলাম বটে কিন্তু শেষ পরিবেশনের ছবিগুলো ভালো তুলতে পারিনি😔😢 খারাপ আবহাওয়ার জন্য।
রমজান মাস সকল মুসলিম ভাই-বোনদের জন্য আলাদা আনন্দের বিষয়।তাই সয়াবিনের চপ রেসিপিটি রমজান মাসে অতিথি আপ্যায়নে দারুণ কাজে দেবে বলে আশা করছি।সয়াবিনের স্বাদ মাংসের স্বাদকেও ভুলিয়ে দেয়।বৃষ্টির দিনে এই ধরনের চপ খেতে দারুণ মজা লাগে।তাছাড়া ঘরে তৈরি ভিন্ন ভিন্ন চপ রেসিপি খুবই স্বাস্থ্যকর হয়।সয়াবিনের উপরটা বেশ ক্রিসপি ছিল এবং ভিতরে সয়াবিনের পুর ছিল।তাই সয়াবিনের চপ রেসিপিটা খেতে খুবই টেস্টি ও সুস্বাদু হয়েছিল।এটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করেন।আশা করি আপনাদের কাছে ও ভালো লাগবে রেসিপিটা।

◆সয়াবিনের উপকারীতা:

সয়াবিন হচ্ছে একজাতীয় ভোজ্য বীজ।যার নির্যাস থেকে তেল বের করা হয়ে থাকে।সয়াবিনে রয়েছে প্রচুর পরিমানে পুষ্টিগুণ।এটি বিভিন্ন খনিজ, ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ।যেমন-
1.মানুষের শরীরে প্রোটিনের উৎস হিসেবে কাজ করে সয়াবিন।
2.সয়াবিন খেলে হজমে সাহায্য করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে।
3.সয়াবিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
4.সয়াবিন খেলে শরীরের ওজন কমাতে সাহায্য করে।

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

■উপকরণসমূহ:

IMG_20230320_141316.jpg

IMG_20230320_141255.jpg

IMG_20230320_163757.jpg

উপকরণপরিমাণ
সয়াবিন বড়ি150 গ্রাম
গোটাআলু3 টি
লবণ1 টেবিল চামচ
হলুদ1/2 টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি5 টি
পেঁয়াজ কুচি3 টি
গোটারসুন কুচি1 টি
জিরা গুঁড়া1 টেবিল চামচ
শুকনো মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
গরম মসলা গুঁড়া1/2 টেবিল চামচ
চিনি1 টেবিল চামচ
কনফ্লাওয়ার3 টেবিল চামচ
বিস্কুট গুঁড়া1 প্যাকেট
সরিষার তেল3 টেবিল চামচ
সাদা তেল200 গ্রাম
জল

■প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230320_163822.jpg

প্রথমে পরিমাণ মতো একটি কড়াইতে জল নিয়ে আলু সেদ্ধ করে নেব।

ধাপঃ 2

IMG_20230320_163834.jpg

তো আমি আলুগুলি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম ভালোভাবে।

ধাপঃ 3

IMG_20230320_163856.jpg

এরপর সয়াবিনগুলি গরম জলে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম।

ধাপঃ 4

CollageMaker_20230320_164001726.jpg

সয়াবিনগুলি ভালোভাবে ফুলে উঠলে জল ঝরিয়ে নিঙড়ে নেব হাত দিয়ে চেপে।

ধাপঃ 5

IMG_20230321_085029.jpg

এবারে সয়াবিনগুলি ছোট ছোট টুকরো করে নিলাম।এটা করতে আমার বেশ সময় লেগে গেছে।

ধাপঃ 6

IMG_20230321_085051.jpg

সেদ্ধ আলুগুলি ভালোভাবে মিহি করে গলিয়ে নিলাম একটি গ্লাসের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20230321_085116.jpg

এরপর আমি খড়ের জ্বালে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম।তাতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম।

ধাপঃ 8

IMG_20230321_085814.jpg

এবারে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে।তারপর হালকা নেড়েচেড়ে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 9

IMG_20230321_085836.jpg

পেঁয়াজ,মরিচ নেড়েচেড়ে ভেঁজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মিশিয়ে ভেঁজে নিলাম।

ধাপঃ 10

IMG_20230321_085135.jpg

এরপর টুকরো করে নেওয়া সয়াবিনগুলি মসলার মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 11

IMG_20230321_085207.jpg

সয়াবিনগুলি নেড়েচেড়ে পেঁয়াজ,রসুন ও মরিচ ভাজার সঙ্গে মিশিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20230321_085857.jpg

এবারে গুঁড়ো মসলাগুলো সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। যেমন-জিরে গুঁড়া,গরম মসলা গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম।সবশেষে ম্যাশ করা আলুগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 13

IMG_20230321_085244.jpg

সয়াবিনের সঙ্গে আলুগুলি মিশিয়ে ভেঁজে নিলাম কয়েক মিনিট মতো।

ধাপঃ 14

IMG_20230321_085307.jpg

ভেঁজে নেওয়া সয়াবিন ও আলুর পুরগুলি নামিয়ে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 15

IMG_20230321_085327.jpg

এবারে হাত দিয়ে সয়াবিন ও আলুর পুর নিয়ে একটি সেপ দিয়ে নিলাম।

ধাপঃ 16

IMG_20230321_085353.jpg

তো এইভাবে আমি সবগুলো সয়াবিনের চপের সেপ দিয়ে নিলাম কিছুটা ডিমের মতো করে।

ধাপঃ 17

IMG_20230321_085228.jpg

এরপর সামান্য জল দিয়ে কনফ্লাওয়ার গুলে নিলাম চামচের সাহায্যে।

ধাপঃ 18

IMG_20230321_085427.jpg

একটি চপ কনফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে তুলে নিলাম।

ধাপঃ 19

IMG_20230321_085707.jpg

আমি এখানে কিছু বিস্কুট নিয়ে শীল-পাটার মাধ্যমে গুঁড়ো করে নিয়ে একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 20

IMG_20230321_085501.jpg

এরপর বিস্কুট গুঁড়োতে কোডিং করে নিলাম ভালোভাবে।

ধাপঃ 21

IMG_20230321_085518.jpg

তো এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম বিস্কুট গুঁড়ো।

ধাপঃ 22

IMG_20230321_085600.jpg

তো সবগুলো চপ আমার কোড করে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 23

IMG_20230321_085411.jpg

এবারে কড়াইতে পুনরায় বেশি করে সাদাতেল দিয়ে গরম করে নিলাম।

ধাপঃ 24

IMG_20230321_085617.jpg

সাদা তেলের মধ্যে কোডিং করে নেওয়া চপগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 25

IMG_20230321_085638.jpg

এরপর নেড়েচেড়ে চপগুলি বাদামি রঙের কালার করে ভেঁজে নিলাম এবং তেল ঝরিয়ে ছাকনি দিয়ে উঠিয়ে নিলাম একটি পাত্রে।

শেষ ধাপঃ

IMG_20230321_094826.jpg

তো তৈরি করা হয়ে গেল "সুস্বাদু সয়াবিনের চপ রেসিপি"।এটি এখন গরম গরম পরিবেশন করতে হবে টমেটো সস বা অন্য যেকোনো সস দিয়ে।চপ খেতে ভীষণই মজার।চাইলে আপনারা ও এভাবে ট্রাই করে দেখতে পারেন।

পরিবেশন:

IMG_20230321_094958.jpg

IMG_20230321_095037.jpg

IMG_20230321_095108.jpg

IMG_20230321_095130.jpg

IMG_20230321_095200.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

সয়াবিনের চপ কখনো খাওয়া হয়নি আপু। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মতামত পেয়ে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। সয়াবিনের তরকারি খেতে আমার অনেক ভালো লাগে। আপনি সয়াবিন দিয়ে চপ বানিয়েছেন। যেটা দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপু😊।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, মাটির চুলায় তৈরি করলে একটু বেশি সুস্বাদু হয়। তবে বৃষ্টি চলে আসলো শুনে খারাপ লাগলো। কিন্তু আপনি বৃষ্টি আসার আগেই কষ্ট করে তৈরি করে নিয়েছেন এটা ভালো লাগলো। তাছাড়া রেসিপিটি অনেক ইউনিক হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সয়াবিনের চপ আমার কখনো খাওয়া হয়নি।

 last year 

ঠিকই বলেছেন মাটির চুলায় রেসিপি খুবই টেস্টি হয়।তবে বৃষ্টি খুবই ভোগান্তি দেয়,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক অভিনন্দন আপনাকে। আপনি সয়াবিনের চপ করেছেন, দেখে খুব ভালো লাগলো। খেতেও বেশ মজারই হবে।আপনার উপস্থাপনা দারুন ছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।শুভকামনা রইলো।

 last year 

আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনেও খুশি হলাম।ধন্যবাদ আপু।

 2 years ago 

সোয়াবিনের চপ আমার কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে খেতে ইচ্ছে করতেছে। প্রতিযোগিতার জন্য আপনি খুবই চমৎকারভাবে এই রেসিপিটা করেছেন। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

খুবই সুস্বাদু হয়েছিল ভাইয়া, আপনি ও ট্রাই করে দেখতে পারেন একবার।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সয়াবিনের চপ রেসিপি আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি দেখে খুবি ভালো লাগছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সয়াবিনের চপ কখনো তৈরি করে খাওয়া হয়নি। দেখে খেতে ইচ্ছে করছে। গরম গরম যে কোন চপ খাওয়ার মজাটাই অন্যরকম। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ,বেশ মজার খেতে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সয়াবিনের চপ গুলো দেখেই মনে হচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপির উপস্থাপনা ও পরিবেশনাও চমৎকার হয়েছে দিদি। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দিদি আপনি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আপনার সয়াবিনের চপ রেসিপিটি অনেক ইউনিক হয়েছে। চেষ্টা করব রমজানে বানানোর জন্য। ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আশা করি রেসিপিটি রমজানে বানানোর চেষ্টা করেছিলেন, ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সয়াবিনের চপ কখনও খাইনি। তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি তাই বাড়ীতে একবার বানাতেই হবে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

অবশ্যই ট্রাই করে দেখবেন দিদি,আশা করি বেশ ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64210.52
ETH 2627.33
USDT 1.00
SBD 2.76