"চেরি ফলের ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

চেরি ফলের ম্যান্ডেলা আর্ট:

IMG_20240226_124456.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ করলাম চেরি ফলের ম্যান্ডেলা আর্ট।আসলে অনেক দিন ধরে ম্যান্ডেলা আর্ট করা হয় নি,আর মন কেমন চেরি ফল খেতে চাইছিলো।কিন্তু এই অসময়ে চেরি ফল আমাকে কে এনে দেবে বাজার থেকে!তাই আর্ট করেই মনকে সান্ত্বনা দিলাম,হি হি☺️☺️।আমি এখানে তিনটি চেরি ফলের ম্যান্ডেলা আর্ট করেছি একটু সময় নিয়ে।যাইহোক অঙ্কনের পর বেশ সুন্দর লাগছিল ফলগুলি দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240226_124532.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার ও
4.কালো বলপেন

IMG_20240226_124230.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240226_124247.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে চেরি ফলের বোঁটাগুলি একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240226_124303.jpg
এখন চেরি ফলগুলো একে নিলাম।

ধাপঃ 3

IMG_20240226_124320.jpg
চেরি ফলের দুইপাশে দুটি পাতা একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240226_124338.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 5

IMG_20240226_124353.jpg
এবারে পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20240226_124407.jpg
এরপর পেন্সিল দাগগুলো মুছে নিলাম রবারের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20240226_124420.jpg
এখন নিজের মন মতো ডিজাইন একে নিলাম চেরি ফলের মধ্যে।

শেষ ধাপঃ

IMG_20240226_124532.jpg
এবারে চেরি ফলের মধ্যে ছোট ছোট ডিজাইন একে নিয়ে পাতার মধ্যে একটু নকশা একে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240226_124456.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "চেরি ফলের ম্যান্ডেলা"।এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

মেন্ডেলা আর্ট টা আপনি অনেক প্রফেশনাল ভাবে সম্পন্ন করেছেন আমি যদিও এগুলো তেমন একটা পারিনা তবে এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 5 months ago 

আপনিও চেষ্টা করলে অবশ্যই পারবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ্ আপনার চেরি ফল খেতে ইচ্ছে করলো আর আপনি সেটি আর্ট করে ফেললেন। খেতে না পারলে পারলেন মনের ক্ষুধা তো মিটেছে এটাই যথেষ্ট। যাইহোক চেরি ফলের ম্যান্ডেলা আর্টটি কিন্তু অসাধারণ হয়েছে আপু। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক তাই আপু,ক্ষুধা মিটেছে মনের।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

চেরি ফলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপু আপনি অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দারুন একটি আর্ট সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দিদি আপনি চেরি ফলের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট ছোট ছোট ডিজাইন দিয়ে করা হয় বলে দেখতে বেশি ভালো লাগে। আমিও ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 months ago 

Thanks

Posted using SteemPro Mobile

 5 months ago 

চেরি ফলের ম্যান্ডেলা টি দেখতে অনেক দারুন হয়েছে। চেরি ফলের ভেতরের অংকন গুলো বেশ নিখুঁতভাবে করেছেন দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। ম্যান্ডেলা টি দেখতে আসলেই দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 5 months ago 

আপনার সাবলীল মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ম্যান্ডেলা আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার।আপনি আজ খুব সুন্দর চেরি ফলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন দিদি।দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে।আপনি ধৈর্য ধরে আর্টটি শেষ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার এই চেরি ফলের ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দারুণ এঁকেছেন দিদি ৷ চেরি ফল খাওয়ার ইচ্ছে হলো , কিন্তু না পেয়ে চেরি ফলের চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললেন ৷ আর্টটি কিন্তু অসাধারণ হয়েছে ৷ খুবই ভালো লাগলো চেরি ফলের ম্যান্ডেলা আর্ট দেখে ৷ ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনি খুবই দক্ষতার সাথে এই চেরি ফলে চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার চিত্র অঙ্কন দক্ষতা যত দেখি ততই ভালো লাগে। খুবই সুন্দর ভাবে চিত্রগুলো অঙ্কন করেন। আজকের চিত্রটি দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার অংকন করা স্বার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48