স্বরচিত কবিতা: "অভিমানী মন"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231028_085258.jpg
সোর্স

কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় অভিমান ভরা ভালোবাসার কথা বলা হয়েছে।যে ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিজেকে দুর্নিবার কষ্টের মধ্যে ঠেলে দিয়ে অন্যের সুখকে প্রাধান্য দেওয়ার কথা ফুটিয়ে তোলা হয়েছে।যেখানে ভালোবাসার মানুষকে স্বাধীন করে দেওয়া হয়েছে চিরতরে ভালোবাসার গভীর বন্ধন থেকে।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অভিমানী মন

আমি একরাশ অভিমান নিয়ে
তোমাকে আজ দিলাম মুক্তি,
ভালোবাসার নতুন ডানা মেলে উড়ে দেখার স্বপ্নে
তুমি গা ভাসানো শুধুই এক প্রতিচ্ছবি।
দীপাঞ্জলির শেষ আলোকরেখায় যদিও একটু
বেঁচে ছিল টুকরো ভালোবাসা,
তবুও আজ বহমান নদীর স্রোতে তা
অন্যকে উজাড় করে দিলাম ধূলিময় নিঃশ্বাসে।
আজ ভালোবাসাকে দিলাম চির বিদায়
অন্যের ফুরফুরে জগতে ভাসিয়ে,
আর নিজেকে নিক্ষেপ করলাম বন্দিশালায়
দক্ষিণা হাওয়ায় মেঠো কাশফুল বাগানে।
আমার হৃদয় যন্ত্রণাগুলি ঘূর্ণিপাকে বেগবান
ইচ্ছেগুলো নদীর জলের মতো স্বচ্ছ,
ভালোবাসাগুলি ঝড়ো হাওয়ায় প্রবাহমান
যা আজো জমাটবাঁধা রক্তের মতোই মনে গুচ্ছ।
অভিমানে ছেয়ে থাকা মন
সবকিছু হারিয়ে বিভোর,
কষ্টগুলো তাই পরিত্রাণ খোঁজে
তোমার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতিতে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ঠিক বলেছেন দিদি ছোট একটি কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে বৃহৎ বিষয়কে তুলে ধরা যায়। যেমন আপনার কবিতায় অভিমান ভরা ভালোবাসার কথা তুলে ধরেছেন। এত বড় একটি বিষয় কত সহজ ও সুন্দর ভাবে আপনার ছোট্ট কবিতার মধ্যে তুলে ধরেছেন। যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করি আপু,সহজ ও সাবলীল ভাষায় কবিতা উপস্থাপন করতে।ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি আমার বাংলা ব্লগের এবিবি ফ্যানে আপনার অনু কবিতা সব সময়ই আমাকে মুগ্ধ করে। আজকে আপনার স্বয়ংসম্পূর্ণ একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো। "অভিমানী মন" কবিতাটি অনেক সুন্দর হয়েছে দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করি দাদা,কবিতার মাধ্যমে ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে।ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ, অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি যতবারই পড়ছি ততবারই অনেকগুলো অনুভূতি জাগ্রত হচ্ছে নিজের মধ্যে। সত্যি বলতে গেলে ছোট ছোট কথার মধ্যেও অনেক বড় বড় বিষয় লুকিয়ে থাকে। অনেক ভালো লাগলো আপু আপনার কবিতাটি ধন্যবাদ।

 last year 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন আপু অভিমানী মন। কবিতাটির নামটি যেমন সুন্দর। তেমনি কবিতাটির ভেতরের লেখাগুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। কবিতা লিখতে এবং পড়তে আমার বেশ ভালো লাগে। আজ আপনার কবিতাতে আমাকে করেছে মুগ্ধ। আর আমি হয়েছি পরে তৃপ্ত। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে আমিও তৃপ্তি পেয়েছি আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি আপু কবিতা হলো মনের উপলব্ধি আর মনের অব্যক্ত কথা। কবিতার লাইন গুলো পড়লে যেন হৃদয়ের কথা বুঝতে পারা যায়। আপু আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকেও কিন্তু দারুণ কবিতা লিখেছেন আপু।

 last year 

আপু,ভালোবাসার কবিতাগুলি আমার কল্পনা দ্বারা লেখা।অনেক ধন্যবাদ আপনাকে প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 last year 

আপনার অভিমানী মন কবিতাটি পড়ে ভালো লাগলো। সত্যি আপনি চমৎকার কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালোবাসা আছে যেটি বিসর্জন দিয়ে নিজে ও কষ্ট করে ভালোবাসার জন্য। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এর আগেও আমি আপনার অনেক কবিতা পড়েছিলাম। সত্যি আপনি খুব চমৎকার কবিতা লিখে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লেখার জন্য।

 last year 

আপনাদের উৎসাহভরা মন্তব্য পড়ে অনেক অনেক ভালো লাগে ভাইয়া।লেখার প্রতি বাড়তি অনুপ্রেরণা পাই, অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার স্বরচিত কবিতা অভিমানী মন পড়ে অনেক ভালো লাগলো। কবিতার নামটি যেমন সুন্দর তেমনি কবিতার প্রতিটি লাইন এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাদের মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 last year 

মিথ্যে প্রতিশ্রুতি দেয়ার থেকে ভালোবাসাকে ছুটি দেওয়ায় ভালো ‌ । খুব সুন্দর করে মনের ভাবনাগুলো কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন দিদি । খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ।

 last year 

আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 last year 

মনের অনুভূতি দিয়ে খুব চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন দিদি।কবিতাটি খুব ভালো লেগেছে। অভিমানী মন নিয়ে ভালোবাসার মানুষটিকে চির বিদায় জানালেন।মিথ্যা ভালোবাসায় আসলে সুখ নেই।ধন্যবাদ দিদি কবিতার নামের সাথে মিল রেখে কবিতাটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

আসলেই মিথ্যে ভালোবাসা কখনো টিকে থাকে না।আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81