স্বরচিত কবিতা: "বাস্তবের মেলা"
নমস্কার
কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় হঠাৎ ভালোবাসায় কোনকিছুর ঘটার কথা তুলে ধরা হয়েছে।মানুষ বাস্তব আর অবাস্তব জীবনের বৈচিত্র্যগুলি বড্ড ঘুলিয়ে ফেলে।রঙিনতার স্বপ্ন ছেয়ে নেয় মনকে,তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
বাস্তবের মেলা
ফিরে এসো নীল ঠিকানায়,
তারপর রঙিন স্বপ্ন একো দুই চোখ ভরে
উত্তরের হাওয়াগুলি গায়ে মেখে।
শুভ্র পাতালের খোঁজে কুড়িয়ে মাঠ
কখনো বা নিরুদ্দেশের সপ্ততরীর ঘাট,
তোমার বাহানাগুলি মেশে সন্তর্পণে
আর ক্ষুধার্তদের আর্তনাদ মানুষের ভিড়ে।
কুড়িয়ে পাওয়া আনন্দগুলো ঝরা পাতার মতো
নিমিষেই ভালোবাসাগুলি রঙিন জগতে
চিরচেনা শহরগুলি ঘুমের দেশে চলে যায়,
দিন শেষে আমি সাজায় বাস্তবের মেলা
আর অবাস্তবের সমুদ্রে ভেসে বেড়ানো কল্পনা।
কেউবা মাতে ভালোবাসার উদ্মত্ততায়
থমকে যাওয়া সময়ের প্রত্যাশায়,
যন্ত্রণাগুলি পাকানো চরকির মতো
হাওয়ায় ঘুরানো সুতার ক্ষত।
ঘনিয়ে আসে নতুন জোয়ারের
এ হৃদয়ে নতুন শব্দ তরঙ্গের
দিন শেষে আমি সাজায় বাস্তবের মেলা
আজব মানুষের ভিড়ে অদ্ভুত এই দুনিয়া।।
পোষ্ট বিবরণ:
বিষয় | স্বরচিত কবিতা:"বাস্তবের মেলা" |
---|---|
শ্রেণী | কবিতা |
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি, তেমনই কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। কবিতার মাধ্যমে নিজেদের মনের অনুভূতিগুলো অনেক সুন্দর ভাবেই প্রকাশ করা যায় যেটা আমার অনেক পছন্দের। বাস্তবের মেলা কবিতাটা খুব সুন্দর করে লেখা হয়েছে দেখছি। আর কবিতা লেখার টপিকটা ও জাস্ট অসাধারণ ছিল। রঙিনতার স্বপ্ন ছেয়ে নেয় মনকে, এই ভাবনাটিকে তুলে ধরেছেন পুরো কবিতার মধ্যে বিষয়টা দারুন ছিল। আপনার লেখা পরবর্তী কবিতা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
অবশ্যই আপু,চেষ্টা করবো নতুন কোনো টপিক নিয়ে কবিতা লেখার।ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। আপনার কাছ থেকে এই কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ আর এই কবিতার মধ্যে একটি লাইন এর সাথে আরেকটি লাইন অনেক মিল রয়েছে। যা এই কবিতার ভাবকে অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে৷ আর এরকম সুন্দর সুন্দর কবিতা আপনি সবসময়ই শেয়ার করে আসছেন।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
আপনি তো দেখতেছো প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লিখে থাকেন। কবিতা লিখতে পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি বাস্তবের মেলা কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। আর ভালোবাসা এমন যে পায় সেই সুখী। ধন্যবাদ আপনাকে বাস্তবের মেলা কবিতাটি খুব চমৎকার ভাবে উপস্থাপনা করার জন্য।
সব ভালোবাসা পূর্ণতা পায় না তখন অসুখী হয়ে যায়, ধন্যবাদ আপু।
কবিতা লিখতে ও পড়তে দুটোই আমার ভালো লাগে।
আর যে কোন পড়া থেকে অনেক কিছু শেখাও যায়।
দিদি আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দেন যা পড়ে খুব ভালো লাগে। আজকের কবিতাটি ও অসম্ভব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ঠিক বলেছেন আপু,পড়ার থেকেই তো জ্ঞান অর্জন করা যায়।ধন্যবাদ আপনাকে।
কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি বাস্তবের মেলা কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন। এমনিতে আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লেখি থাকেন। আসলে কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের অনুভূতি প্রকাশ করতে পারি। সত্যি বলতে আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে লেখে কবিতাটি শেয়ার করার জন্য।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম,ধন্যবাদ ভাইয়া।