"সুস্বাদু হেলিকপ্টার মাছের ভুনা রেসিপি"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

সুস্বাদু হেলিকপ্টার মাছের ভুনা রেসিপি:

IMG_20231031_183910.jpg

অনেকদিন হলো কোনো রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন ও ভিন্ন একটি রেসিপি পোস্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো হেলিকপ্টার মাছের ভুনা রেসিপি।আসলে অঞ্চলভেদে এই মাছের আলাদা নামও রয়েছে।তাছাড়া এই মাছটি দেখতে একদম হেলিকপ্টারের মতো।আমাদের এখানে এই নামেই এই মাছ পরিচিত।যাইহোক এই মাছের ভাজি রেসিপি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি।এই মাছটি আমরা ক্যানেল থেকে ধরেছি এবং এটি দীর্ঘদিন জীবিত অবস্থায় থাকতে পারে জলে রাখলে।এই মাছের গায়ে শক্ত খোলস থাকে তাই কাটা একটু কঠিন ও সময়সাপেক্ষ।তবে রেসিপিটি তৈরির পর একদম লোভনীয় মাংসের মতো দেখতে লাগছিল।আর খেতেও খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20231031_183808.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20231031_180748.jpg

IMG_20231031_180817.jpg

উপকরণপরিমাণ
হেলিকপ্টার মাছ3 টি
কাঁচা মরিচ7 টি
পেঁয়াজ কুচি4 টি
লবণ2 টেবিল চামচ
হলুদ1.5 টেবিল চামচ
জিরে গুঁড়া1.5 টেবিল চামচ
রসুন বাটা1 টেবিল চামচ
গোটা জিরে বাটা1.5 টেবিল চামচ
শুকনো মরিচ বাটা1.5 টেবিল চামচ
গরম মসলা গুঁড়া1/3 টেবিল চামচ
পাঁচফোড়ন1 টেবিল চামচ
আদা বাটা1 টেবিল চামচ
সরিষার তেল100 গ্রাম
জল

প্রস্তুতপ্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20231031_180726.jpg
প্রথমে আমি এই গামলার মধ্যে থেকে তিনটি জ্যান্ত হেলিকপ্টার মাছ তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20231031_180801.jpg
এরপর মাছগুলো খোলস ছাড়িয়ে একটি বটির সাহায্যে কেটে নেব।

ধাপঃ 3

IMG_20231031_180835.jpg
তো মাছগুলি কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিলাম।এতে একটু ডিম হয়েছিল যেটা দেখতে টুকটুকে লাল রঙের ছিল।

ধাপঃ 4

IMG_20231031_180847.jpg
এখন মাছের গাঁয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব হাত দিয়ে।

ধাপঃ 5

IMG_20231031_180922.jpg
এরপর চুলায় মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে
দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম।এরপর লবণ ও হলুদ মেশানো মাছ দিয়ে দেব কড়াইতে।

ধাপঃ 6

IMG_20231031_180940.jpg
এখন মাছগুলো নেড়েচেড়ে ভেজে নেব বাদামি রঙের করে।

ধাপঃ 7

IMG_20231031_180956.jpg
তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।এখন একটা পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 8

IMG_20231031_181238.jpg
এবারে কড়াইতে পুনরায় তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন ও কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20231031_181202.jpg
এরপর পেঁয়াজ কুচি ও মরিচ হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়া মসলা ও বাটা মসলার উপকরণগুলি দিয়ে দেব।তারপর নেড়েচেড়ে কষিয়ে ভেজে নেব মসলাটি।

ধাপঃ 10

IMG_20231031_181104.jpg
এবারে কষানো মসলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20231031_181119.jpg
এখন মসলার জলটি কিছুটা ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দেব।

ধাপঃ 12

IMG_20231031_181137.jpg
এরপর তরকারীটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছোট বলক আসা পর্যন্ত।

শেষ ধাপঃ

IMG_20231031_183743.jpg
তো তরকারীতে ছোট ছোট বলক চলে আসলে একটি পাত্রে এটি নামিয়ে নেব।

পরিবেশন:

IMG_20231031_183808.jpg

IMG_20231031_183836.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "সুস্বাদু হেলিকপ্টার মাছের ভুনা রেসিপি"।এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছিল।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

হেলিকপ্টার মাছের নাম এই প্রথম শুনলাম। এই মাছগুলো কখনো দেখা হয়নি। তবে প্রথমে দেখে মনে হয়েছিল টাকি মাছ কিন্তু পরে ভালো করে দেখলাম টাকি মাছের মতো দেখতে কিন্তু টাকি মাছ নয়। হেলিকপ্টার মাছ দেখতে খুবই সুন্দর আর মনে হচ্ছে খেতেও হয়তো অনেক সুস্বাদু হবে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

না আপু,এটা টাকি মাছের মতো দেখতে নয়।আপনি আরো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটার গায়ে অনেক পেঁচানো দাগ রয়েছে এবং খোলস অনেক শক্ত ধরনের।

 11 months ago 

অনেক রকমের মাছ দেখেছি কিন্তু হেলিকপ্টার মাছ কখনো নাম শুনি নাই এবং দেখি নাই। আজকে আপনার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো।মাছগুলি দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আপনি এত সুন্দর করে ফটোগ্রাফিগুলো করেছেন মাছের।নামটা অনেক ইউনিক হওয়ায় আমার অনেক আগ্রহ হলো পোস্টটি দেখার তাই পোস্টটি পড়তে চলে আসলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং দারুণ দক্ষতায় রান্নাটি সম্পূর্ণ করেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য

 11 months ago 

ভাইয়া, আসলেই এই মাছগুলি দেখতে অনেক সুন্দর।ঠিক যেন একুরিয়ামের মাছের মতো,এছাড়া এই মাছ আলাদা রঙেরও হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

দারুন একটি মাছের রেসিপি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মাছের রেসিপিটা আমার কাছে বেশ ভাল লেগেছে। খুব সুন্দর ভাবে রানার কার্যক্রম আপনি সম্পন্ন করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। খুব ভালো লাগলো আপনার এই অসাধারণ রেসিপি।

 11 months ago 

আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

দিদি আপনার হেলিকপ্টার মাছের নামটি শুনে আমি পোস্টের মধ্যে চলে এলাম মাছটি দেখতে।এমন নাম আমি আগে কখনও শুনিনি।এটা সামুদ্রিক মাছ হয়তো।আপনার মাছ ভুনা দেখে মাংস ভুনার মতো লাগছে।আপনি চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করলেন। খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 11 months ago 

না আপু,এটা সামুদ্রিক মাছ নয়।এটা খালে ও নদীতে জন্মায়,ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

মাছের নামটি আমার কাছে একদম নতুন লেগেছে। তবে মাছের রেসিপি দেখে খুবই ভালো লাগলো। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

এই মাছের নাম তো আগে কখনো শুনি নাই আপু। কিছুদিন আগে মোবাইলে এ মাছগুলো দেখেছি তবে নাম হেলিকপ্টার তা শুনিনি। এই মাছগুলো নাকি অন্য মাছের বাচ্চা খেয়ে ফেলে। যাইহোক আপনি খুব সুন্দর হেলিকপ্টার মাছের চমৎকার রেসিপি করেছেন। তবে মনে হয় রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু ,এই মাছগুলো মাটি বেশি খায়।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপু আপনি সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। তবে এই প্রথম এই মাছের নাম জানতে পারলাম। হেলিকপ্টার মাছ এর আগে কোনদিন দেখি নাই বা শুনি নাই। যাইহোক মাছটি দেখে মনে হচ্ছে মাংস রান্না করতেছেন আপনি।আপনার রান্না দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

এখন দেখে নিলেন,আসলেই মাংসের মতো দেখতে লাগছিলো ও খেতেও অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ

 11 months ago 

এই মাছগুলো আমাদের এদিকে নদীর মধ্যে মাঝেমধ্যে দেখা যায়। তবে এই মাছগুলো আমরা এখনো খাইনি । আজকে আপনি খুব সুন্দর করে হেলিকপ্টার মাছের ভুনা রেসিপি করেছেন। তবে এই মাছগুলোর নাম জানতে পারলাম। মনে হয় আপু এই মাছগুলো রান্না করতে মাছের চামড়া খুলে তারপর রান্না করতে হয়। যাইহোক রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

হ্যাঁ ভাইয়া, মাছের গায়ের শক্ত খোলস ছাড়িয়ে রান্না করতে হয়।অসংখ্য ধন্যবাদ আপনাকেও।

 11 months ago 

হেলিকপ্টার মাছ নামও শুনলাম প্রথম। দেখিনি সরাসরি কখনো।তবে আপনার রেসিপিটি খেতে ভালোই লোভনীয় লাগছে।

 11 months ago 

এখন দেখে নিলেন,আসলেই খেতে অনেক সুস্বাদু দিদি।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু এটাকে হেলিকপ্টার মাছ বলে এটা তো জানা ছিলো না। আমি তো জানি এগুলোকে সাকার মাছ বলা হয়। আমাদের বুড়িগঙ্গা নদীতে এই মাছ গুলো পাওয়া যায়। অনেক মানুষ খায় আবার অনেকে খায় না। আপনার মত এত সুন্দর করে রান্না করে দিলে এক পিচও ফেরত যাবে না,হে হে হে। ধন্যবাদ।

 11 months ago 

ভাইয়া, আমাদের এখানে সবাই একে হেলিকপ্টার মাছ বলে।আর সুযোগ পেলে অবশ্যই আমি আপনাকে এই মাছ খেতে দিতাম,খুবই টেস্টি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 64050.44
ETH 2502.78
USDT 1.00
SBD 2.65