"কিছুর সঙ্গে কিছু জড়িত"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা💐💐
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো একটি নতুন বিষয় সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করতে হাজির হলাম আপনাদের সামনে।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।সেই বিষয়টি হলো- "কিছুর সঙ্গে কিছু জড়িত"।তো চলুন শুরু করা যাক--
কিছু লিখতে হলে কিছু ভাবতে হবে
কিছু আঁকতে হলে কিছু শিখতে হবে
কিছু গড়তে হলে কিছু ভাঙতে হবে
সবকিছুরই ইতি এক বিশাল
পরিপূর্ণতা।
কিছুর সঙ্গে কিছু জড়িত
★ আমার মনের অনুভূতি বলে সবকিছুর সঙ্গে সবকিছু জড়িত রয়েছে বা মিশে রয়েছে।এমন হাজারো বিষয় রয়েছে যা একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত।একটি বিষয় ব্যতীত অন্য আরেকটি বিষয় পরিপূর্ণতা পায় না। যখন আমাদের মস্তিষ্ক কোনো পরিকল্পিত বিষয় নিয়ে চিন্তা করে বা হুট করেই মস্তিষ্কে নতুন একটি বিষয়ের উদয় হয় তখন সেটি আমাদের একটু হলেও ভাবতে সাহায্য করে।সেই বিষয়ের গভীরে যেতে সাহায্য করে আমাদের ভাবনা দ্বারা।যেমন আমরা হঠাৎ কোনো বিষয় নিয়ে একবারে লিখতে পারিনা। কোনো কিছু লিখতে গেলে তার পূর্বে আমাদের সেই বিষয় সম্পর্কে একটু হলেও ভাবতে হয় ।সেই ভাবনা অনেক আগে থেকে ও হতে পারে কিংবা লেখার পূর্বমুহূর্তে ও হতে পারে।তবে ভাবনা ছাড়া কোনো কাজ যেমন সঠিকভাবে করা সম্ভব নয়, তেমনি ভাবনা ব্যতীত কোনো বিষয় নিয়ে লেখা ও সম্ভব নয়।সম্ভব হলে ও সেই বিষয়ের গুরুত্ব থাকবে না নয়তো এলোমেলো বাক্য হবে। সুতরাং কিছু লিখতে হলে অবশ্যই আমাদের কিছু ভাবতে হবে স্বল্প সময়ের জন্য হলেও।এই ভাবনা যখন লেখায় রূপান্তরিত হয়ে কোনো নতুন সম্পূর্ণ বিষয়ের সৃষ্টি করে তখন সেটি সেই বিষয়ের প্রতি এক পরিপূর্ণতা আনে।এখানে লেখার সঙ্গে ভাবনা জড়িয়ে রয়েছে।
★একইভাবে আমরা কোনো কিছু আঁকার চেষ্টা করলেও একদিনে আঁকতে পারিনা বা একদিনে কখনো পরিপূর্ণভাবে শেখা ও সম্ভব নয়।এটির জন্য আমাদের অবশ্যই ইচ্ছেশক্তি থাকতে হবে।এটির জন্য আমরা অন্যের সাহায্য নিয়ে কিংবা অন্যের সাহায্য ব্যতীত নিজে নিজেও শেখার চেষ্টা করে আঁকতে পারি।তবে দীর্ঘদিন ধরে চেষ্টা করতে হবে একাগ্রতা দিয়ে।আমরা না শিখে হঠাৎ কোনো কিছু আঁকতে গেলে সেটি কখনো অঙ্কনের পরিপূর্ণতা পাবে না এবং অঙ্কনের অর্থ ও বহন করবে না।অর্থাৎ একটি বিষয় আঁকতে গিয়ে একটি ভিন্ন বিষয়ের উৎপত্তি হবে।আর আমরা শিখে কিছু আকলে সেটি সুন্দরভাবে পরিপূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নতুন অর্থবহ হয়ে অঙ্কিত বিষয়ের ইঙ্গিত করবে।এখানে আঁকার সঙ্গে শেখার যোগসূত্র রয়েছে।
পরিপূর্ণতা
ভাঙা-গড়ার এই পৃথিবীতে সবকিছুরই সঙ্গে সবকিছু ওতপ্রোতভাবে মিশে রয়েছে।কোনো ধ্বংস যেমন নতুন কিছুর সূচনা করে, তেমনি মানুষের মস্তিষ্ক সবকিছুর মাধ্যমে সবকিছুর একটা পরিপূর্ণতা আনার চেষ্টা করে।সব কর্মের শেষে একটা বড়ো প্রাপ্তি অপেক্ষা করে যেটা সেই কর্মকে সঠিক পরিপূর্ণতা দান করে।
তো বন্ধুরা, আশা করি আমার মনের ভাবনাগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
আপনি একদম ঠিক বলেছেন আপু মনি♥কিছুর সঙ্গে কিছু এর সাথে ওর।একটি আরেকটির পরিপূরক খুবই চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন যা আমার কাছে অনেক ভাল লেগেছে আপু মনি অনেক গুরুত্ব সহকারে তোমার পুরো পোস্টটি করলাম ভালো থেকো আরো সুন্দর সুন্দর লেখা তোমার কাছে প্রত্যাশা করছি♥♥
অনেক ধন্যবাদ আপু, অনুপ্রেরণা পেলাম।আপনি ও খুব খুব ভালো থাকবেন।😊💝💝
আপনি কিছু চরম সত্যকে পয়েন্ট আকারে খুব সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে লাস্টের পয়েন্টের সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ❣️
অনেক ধন্যবাদ ভাইয়া💝
ভালো বলেছেন দিদি।
সত্যিই সবকিছুর সাথে সবকিছু জড়িত।
একটাকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যায় না। সবকিছু মিলিয়ে আমাদের কাজগুলো সুন্দর হয়।
দারুন ছিল লিখনী 🌟
অনেক ধন্যবাদ ভাইয়া💝
আপনার সঙ্গে আমি একমত পূর্বে অভিজ্ঞতা না থাকলে কোন কিছুই আসলে লিখা সম্ভব না, পূর্বে আমাদেরকে সেই বিষয় নিয়ে ভাবতে হবে এবং জ্ঞান থাকতে হবে তাহলেই আমরা ওই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ লিখতে পারবো। আপনি খুব সুন্দর একটি জিনিস আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আমরা চাইলেই নতুন নতুন জিনিস কে আবিস্কার করতে পারি না যদি না সেগুলো সম্পর্কে আমাদের পূর্বে ভাবনাচিন্তা না থাকে।
ঠিক বলেছেন ভাইয়া👍.অসংখ্য ধন্যবাদ আপনাকে💐
সত্যি বলতে আপু আসলেই কিছু লিখতে হলে অনেকে ভাবতে হয় সেই বিষয়টা নিয়ে। জীবনে সবকিছু করতে হলে দক্ষ হতে হবে।আসলেই আমাদের ভাবনা ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় এটা সাথে একমত আমি।আসলে যে জিনিস সম্পর্কে আমাদের ধারণা নাই আমরা সেটা নিয়ে লিখব কিভাবে। আগে আমাদের সেই জিনিস নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়।আসলে একটা মানুষ কিন্তু একদিনেই দক্ষ হয়ে ওঠেনা। চেষ্টা করে ও ইচ্ছা শক্তির মাধ্যমে সে আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠে। সকলেই কিন্তু ছোট থেকে বড় হয়। আসলেই কোন ধ্বংস নতুন কিছু সূচনা করে আসলে আপনার আজকের কথাগুলো আমার বেশ ভালো লাগলো। দারুন দারুন ছিল।
একদম ঠিক বলেছেন ভাইয়া👍.অনেক ধন্যবাদ আপনাকে💐
আপনার এই কথার সাথে আমি সহমত প্রকাশ করছি আপু। বিনা পরিশ্রমে জীবনে কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। জীবনে কিছু পেতে হলে তার বিনিময়ে কিছু ত্যাগ করতে হয়।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া💐
কথাগুলো খুব সুন্দর লিখেছেন আপু। আমাদের জীবনের সবকিছুই একটি সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত।
অনেক ধন্যবাদ ভাইয়া💝