"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || "রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।এই প্রতিযোগিতাটি যেহেতু diy সংক্রান্ত তার উপরে আবার ফুলকে কেন্দ্র করে।তাই বরাবরের মতোই চলে আসলাম প্রতিযোগিতায় অংশ নিতে।আর আমার যেকোনো diy তৈরি করতে খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই নিজের মতো করে কাগজের ফুল তৈরির চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @tangera আপুসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর আপু ও ভাইয়াদেরকে।

রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি:

IMG_20230822_070746.jpg

IMG_20230822_061108.jpg

IMG_20230822_060916.jpg

IMG_20230822_064917.jpg
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক এবং স্নিগ্ধতার প্রতীক।তাই কমবেশি সকলেই ফুলকে ভালোবাসেন।তেমনি আমিও ফুলকে অনেক ভালোবাসি।তাইতো প্রতিযোগিতা- ৪২ এ আমি কাগজের ফুল নিয়ে হাজির হয়েছি।

আমার ফুল তৈরির বিষয়বস্তু:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমি তৈরি করেছি ডালিয়া ফুল।আর একটি ফুল ধীরে ধীরে কিভাবে বেড়ে ওঠে আমি এখানে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।এখানে আমি তিন সাইজের ডালিয়া ফুল তৈরি করেছি।প্রথমটি কুড়ি,তারপর মাঝারি আকারের আর সবশেষে একটি ফুলের পূর্ণাঙ্গ রূপ।একটি সম্পূর্ণ ফুল তৈরি হতে যে ধাপে ধাপে অতিক্রম করতে হয় তারই বহিঃপ্রকাশ তুলে ধরার চেষ্টা করেছি আমি এই প্রতিযোগিতায় ডালিয়া ফুল তৈরির মাধ্যমে।এটি তৈরির পর দেখতে ও কিন্তু বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।তো চলুন diy টি শুরু করা যাক---

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

◆রঙিন কাগজ(হলুদ ও নীল)
◆কেচি
◆আঠা
◆পেন্সিল

IMG_20230821_133256.jpg

প্রস্তুত প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

GridArt_20230821_132848388.jpg

প্রথমে নীল রঙের কাগজ কম চওড়া ও লম্বা বেশি করে কেচি দিয়ে কেটে নিলাম যেকোনো মাপের।তারপর একটি পেন্সিলের সাহায্যে নীল রঙের কাগজটি গুটিয়ে রোল করে নিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 2

IMG_20230822_074257.jpg

একইভাবে আরো দুটি কাগজ রোল করে ফুলের ডাল তৈরি করে নিলাম।এরপর রোল করা কাগজের দুইপাশে কেটে সমান করে নিলাম কেচি দিয়ে।

ধাপঃ 3

GridArt_20230821_133113890.jpg

এখন একটা চারকোনা নীল রঙের কাগজ নিয়ে মাঝবরাবর ভাঁজ করে নিলাম।তারপর কেচি দিয়ে হালকা বেকিয়ে পাতার সেপে কেটে নিয়ে কুচি ডিজাইন করে নিলাম।

ধাপঃ 4

GridArt_20230821_133157710.jpg

এবারে পাতার ভাঁজ খুলে মাঝবরাবর আরেকটি ভাঁজ দিয়ে পেন্সিলের সাহায্যে টেনে বাঁকা সেপ দিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20230821_133319.jpg

এভাবে আমি ফুলের ছোট বড় তিনটি ডাল আর দুটি পাতা তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20230821_133957.jpg

এরপর আবারো চারকোনা একটি নীল রঙের কাগজ নিয়ে তিনটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20230821_134014.jpg

এখন কাগজটি সমান করে কেটে কেচি দিয়ে পাপড়ির মতো সেপ করে কুচি কুচি করে কেটে নিলাম।

ধাপঃ 8

IMG_20230821_134134.jpg

তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।

ধাপঃ 9

IMG_20230821_134515.jpg

এবারে নীল কাগজটি মাঝবরাবর কেটে নিলাম।তারপর কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।

ধাপঃ 10

IMG_20230821_134533.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার ফুলের মুকুট।এভাবে আমি দুটি মুকুট তৈরি করে নিয়েছি।

ধাপঃ 11

GridArt_20230821_134340341.jpg

এরপর আমি চারকোনা একটি হলুদ রঙের কাগজ নিয়ে তিনটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20230821_134829.jpg

এখন কাগজটি সমান করে কেটে কেচি দিয়ে পাপড়ির মতো সেপ করে কুচি কুচি করে কেটে নিলাম।

ধাপঃ 13

GridArt_20230821_134812862.jpg

তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।এবারে হলুদ রঙের কাগজটি তিন রকম সাইজ করে কেটে নিলাম।

ধাপঃ 14

GridArt_20230821_134929130.jpg

এরপর প্রত্যেকটি টুকরো করা কাগজের কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।সবশেষে ছোট বড় সাইজের কাগজের পাপড়িগুলো আঠা দিয়ে আটকে নিলাম থরে থরে সাজিয়ে।

ধাপঃ 15

IMG_20230821_135251.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার ফুলের কুঁড়ি। কুঁড়িটি এখন আমি নীল রঙের মুকুটে আঠা লাগিয়ে আটকে নিলাম।

ধাপঃ 16

IMG_20230821_135345.jpg

এবারে নীল রঙের ডালের একপাশে কেচি দিয়ে সামান্য কেটে আঠা দিয়ে কুঁড়ির মুকুটের গায়ে আটকে নিলাম।

ধাপঃ 17

IMG_20230821_135206.jpg

তো আমার ফুলের কুঁড়ি ডালসহ তৈরি করা হয়ে গেল।

ধাপঃ 18

GridArt_20230821_135658613.jpg

একইভাবে বড় ডালিয়া ফুল তৈরি করার জন্য আমি দুটি চারকোনা কাগজ ভাঁজ করে কুচি করে কেটে নেব কেচির সাহায্যে।তারপর কুচানো কাগজের ভাঁজ খুলে নিলাম।এবারে হলুদ রঙের কাগজগুলো দুইরকম সাইজ করে কেটে নিলাম ছবির মতো করে।

ধাপঃ 19

IMG_20230821_135807.jpg

এরপর প্রত্যেকটি টুকরো করা কাগজের কেটে নেওয়া অংশের একপাশে সামান্য আঠা লাগিয়ে অপর পাশ আটকে নিলাম।সবশেষে ছোট বড় সাইজের কাগজের পাপড়িগুলো আঠা দিয়ে আটকে নিলাম থরে থরে সাজিয়ে।

ধাপঃ 20

IMG_20230821_135850.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার ডালিয়া ফুল।এবারে নীল রঙের ডালের একপাশে কেচি দিয়ে সামান্য কেটে আঠা দিয়ে ফুলের সঙ্গে আটকে নিলাম।

ধাপঃ 21

IMG_20230821_140100.jpg

একইভাবে আমি মাঝারি সাইজের আরেকটি ডালিয়া ফুল তৈরি করে নিলাম।

ধাপঃ 22

IMG_20230821_140139.jpg

এখন বড় ডালিয়া ফুলের ডালের সঙ্গে আঠা দিয়ে মাঝারি সাইজের ফুলের ডাল আটকে নিলাম।যাতে বড় ফুলের উপরে মাঝারি ফুলটি দেখা যায়।

ধাপঃ 23

IMG_20230821_140159.jpg

একইভাবে বড় ডালিয়া ফুলের ডালের সঙ্গে আঠা দিয়ে ফুলের কুঁড়ির ডাল আটকে নিলাম।যাতে বড় ও মাঝারি ফুলের একদম উপরে কুঁড়ি ফুলটি দেখা যায়।

শেষ ধাপঃ

IMG_20230821_140217.jpg

সবশেষে ফুলের নীচে ডালে পাতা দুটি লাগিয়ে নিলাম আঠা দিয়ে।তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল"

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20230822_060503.jpg

IMG_20230822_060542.jpg

IMG_20230822_064928.jpg

IMG_20230822_060711.jpg

IMG_20230822_060612.jpg

IMG_20230822_060815.jpg

এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার খুবই ভালো লেগেছে।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diyটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি
শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,ভারত
Sort:  
 last year 

বাহ দারুন হয়েছে আপু। রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। ডাই প্রজেক্টের মাধ্যমে আপনাদের সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। আর আমরাও অনেক ধরনের ফুল দেখলাম। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ,অনেক ধরনের ফুল দেখতে পেয়ে আমার ও খুবই ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার বাংলা ব্লক পরিবারের ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছেন। আপু আপনার তৈরি এই ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং যত্নসহকারে কাগজ ব্যবহার করে ডালিয়া ফুল তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 last year 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো,অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় লাগলোও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে ডালিয়া ফুল তৈরি করেছে। ফুল টি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

এত সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য,অসংখ্য ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much💝.

 last year 

আপু আপনি এই সপ্তাহের প্রতিযোগিতায় রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছেন। আসলে সাধারণত রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ সুন্দর লাগে। ডালিয়া ফুল তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ডালিয়া ফুল তৈরি করেছেন।খুব সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা ও বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফুলটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাদের সবারই বেশ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ডালিয়া ফুল তৈরি করেছেন দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ । অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা।ধন্যবাদ আপু।

 last year 

প্রথমেই আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ কেটে ডালিয়া ফুল তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি ফুল দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। ফুল তৈরির প্রতিটি স্টেপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44