"পেন্সিল গুঁড়ো দিয়ে পাখির পালক অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো -"পেন্সিল গুঁড়ো দিয়ে পাখির পালক অঙ্কন"।

পাখির পালক আমরা সবাই ভালোবাসি।আর এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে আমাদের কাছে।তো আজ আমি কোনো পেন্সিল দিয়ে দাগ কেটে অঙ্কন করবো না।পেনসিল গুঁড়ো দিয়ে আঙুল দিয়ে পালক একে দেখাবো।যাইহোক তো চলুন শুরু করা যাক----

CollageMaker_20220523_075811159.jpg

◆◆উপকরণ:

1.সাদা কাগজ
2.পেনসিল
3.রঙিন পেনসিল(নীল ও বাদামি)
4.রবার
5.ব্লেড
6.8b পেনসিল

◆◆অঙ্কনের পদ্ধতি:

IMG_20220523_074807.jpg

➤প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলাম।

IMG_20220523_075206.jpg

➤এরপর ব্লেড দিয়ে রঙিন পেনসিলসহ পেনসিলের গুঁড়ো করে নেব।

IMG_20220523_074816.jpg

➤তো সবমিলিয়ে আমি কিছু পেনসিলের গুঁড়ো নিয়ে নিলাম।

IMG_20220523_074839.jpg

➤এরপর আঙুল দিয়ে ধীরে ধীরে পেনসিলের গুঁড়ো ঘষে নেব।

IMG_20220523_074900.jpg

➤তো আমি সাদা কাগজে কিছু জায়গা ঘষে সেপ করে নিলাম।

IMG_20220523_075223.jpg

➤ঘষে নেওয়া অংশটির মাঝবরাবর রবার দিয়ে ঘষে তুলে সাদা করার চেষ্টা করবো।

IMG_20220523_074915.jpg

➤কিছু অংশ সাদা পালকের মতো করে একে নিলাম।

IMG_20220523_074931.jpg

➤পালকের পাশে কুচি কুচি করে সেপ দিয়ে একে নেব।

IMG_20220523_075004.jpg

➤এরপর পালকের নিচে সরু করে কিছু অংশ সাদা করে নেব।তো তৈরি করা হয়ে গেল "পেনসিল গুঁড়ো দিয়ে পাখির পালক অঙ্কন"।

IMG_20220523_075034.jpg

➤সবশেষে আমার নাম লিখে নেব অঙ্কনের নিচে।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনার ইউনিক চিন্তার প্রশংসা করতে হয়। খুব ইউনিক আর্ট আবিষ্কার করেছেন, যেটি পেন্সিল এর গুঁড়ো দিয়ে পাখির পালক বানিয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, হঠাৎ মাথায় আসলো তাই।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশংসার জন্য।

 2 years ago 

আইডিয়া ভালো লেগেছে। দারুণ ছিলো। তবে আরো কিছু যুক্ত করলে সুন্দর হতো দিদি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার কাছে এইরকমই ভালো মনে হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি পেন্সিলের গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটি পাখির পালক অঙ্কন করেছেন। সত্যি আপনার বুদ্ধির তুলনায় হয় না। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভিন্নধর্মী একটা আইডিয়া ছিলো আপনাকে ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

এত ভালোবাসার জন্যই আকার চেষ্টা করি নতুন কিছু আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটা আইডিয়া শেয়ার করেছেন আপু। আপনার আইডিয়া টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি পেন্সিলের গুঁড়ো দিয়ে খুব সুন্দর পাখির পালক অঙ্কন করেছেন। অনেক চমৎকার হয়েছে আপনার এই অংকন

 2 years ago 

আপনার কাছে পালকটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পেন্সিলের গুঁড়ো দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি পাখির পালক অঙ্কন করেছেন ।আপনার এই দক্ষতা দেখে খুবই ভালো লেগেছে। আপনি খুব সহজেই সৃজনশীল একটি কাজ করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সৃজনশীল কিছু করার,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার অভিজ্ঞতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ অভিজ্ঞতা না থাকলে এত সুন্দর ভাবে পালক আঁকা সম্ভব হতো না। খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

না ভাইয়া, এইভাবে প্রথম আকলাম।আগের অভিজ্ঞতা ছিল না, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন আইডিয়া তো।আপনার পেন্সিলের গুড়া দিয়ে পাখির পালক দেখে বেশ ভালো লাগলো।আপনার উপস্থাপনা এবং পালক তৈরির প্রক্রিয়া আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ

 2 years ago 

আপনার কাছে পাখির পালকটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 2 years ago 

পেন্সিল গুঁড়ো দিয়ে পাখির পালক অঙ্কন করেছেন যা দেখতে চমৎকার লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য

 2 years ago 

আপনাদের ভালো লাগলেই কাজে উদ্দীপনা পাই ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আইডিয়ার প্রসংশা না করে পারলাম না, খুব সুন্দর একটি আইডিয়া ছিলো দিদি, পাখির পালকটি বেশ চমৎকার লাগতেছে, মনে হচ্ছে সত্যি সত্যি একটি পাখির পালক, তবে আরো কিছু যুক্ত করলে আরো বেশি আকর্ষণীয় হয়ো, কারন এমনিতেই অনেক সুন্দর লাগতেছে, এতো সুন্দর একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

তাই ভাইয়া, সত্যিকারের মতো মনে হচ্ছে।ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46