Diy- এসো নিজে করি| "সুন্দর একটি পরীর চিত্রাঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি কোনো ফটোগ্রাফি বা কোনো রেসিপি শেয়ার করবো না, আজ আমি আপনাদের সঙ্গে একটি "সুন্দর পরীর চিত্রাঙ্কন"শেয়ার করবো।
পরী এই শব্দটি ছোটবেলা থেকেই আমাদের অতি পরিচিত।ছোটবেলায় মা-ঠাকুমাদের মুখে শোনা রূপকথার পরীদের গল্প ছিল খুবই মজার।এছাড়া এখন বিভিন্ন কার্টুন ভিডিওগুলিতে পরীর নানা রকম সুন্দর সুন্দর কার্টুন গল্প বের করা হয়।যেটি দেখে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়োরাও দারুণ উপভোগ করেন।এই গল্পগুলো খুবই শিক্ষণীয় হয়।হয়তো পরীকে নিয়ে হাজারো কল্পনার স্বপ্ন দেখে মানুষ ও রং তুলিতে একে ও ফেলেন মনে মনে অনেকেই।পরীর সেই জাদু কাঠি নাড়িয়ে রাজকন্যাকে ঘুম পাড়ানোর গল্পসহ হাজারো গল্প যেন বারবার শুনতে ইচ্ছে করে।তাই এটি সবারই প্রিয়।অনেক দিন হলো কিছু অঙ্কন করা হয় না, তাই ভাবলাম একটি পরী অঙ্কন করি।তো চলুন শুরু করা যাক--
■উপকরনসমূহ:
ক্রমিক নং | উপকরণ |
---|---|
1 | পেনসিল |
2 | রবার |
3 | কালো রঙের বলপেন |
4 | সাদা কাগজ |
5 | 8b পেনসিল |
■অঙ্কনের পদ্ধতিসমূহ:
●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব পেনসিল ,রবার ইত্যাদিসহ ।
●এবারে আমি ইংরেজি 3 অক্ষরের মতো একটি চিহ্ন পেনসিল দিয়ে বড়ো করে একে নেব।
●উপরের অঙ্কিত চিহ্নটির সঙ্গে লাগোয়া করে পরীর বডি ও বডির জামা অঙ্কন করে নেব।
●এবারে পরীর দুই হাত ও গলা একে নেব।পরীর হাত দুটি দুই দিকে প্রসারিত করে একে নেব ,যাতে মনে হয় পরীটি নৃত্য করছে।
●এবারে পরীর বডির সঙ্গে লাগোয়া প্রজাপতির মতো ডানা তৈরি করে নেব।ডানাগুলি দেখতে ফুলের পাপড়ির মতো মনে হবে।
●এবারে ডানার চারিপাশে আরেকটি সরু করে বর্ডার একে নেব ও পরীর পা একে নিয়ে পায়ের সুন্দর জুতার সেপ দিয়ে নেব।
●এরপর পরীর জামার উপর ও ডানাগুলির উপর হালকা করে দাগের মতো পেনসিল সেপ দিয়ে একে নেব এরপর ছোট ছোট বিন্দু একে নেব ডানার উপর।
●পরীর ডানাগুলির চারিপাশে সরু বর্ডারের মধ্যে পেনসিল দিয়ে গোল গোল বৃত্ত একে নেব ছোট এবং হালকা বড়ো সাইজের করে।
●এবারে আমার হাতের একটি ছবি তুললাম।
●এরপর পেনসিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে আবারো গোল বৃত্তগুলি একে নিলাম ,যাতে স্পষ্ট হয়।তো একে নেওয়া হয়ে গেল বৃত্তগুলি।
●এবারে পরীর মুখমণ্ডল ও মাথার চুলের সেপ একে নেব।পরীর কানে একটি ছোট্ট বিন্দু একে দেব কালো রঙের বলপেন দিয়ে।
●পরীর মাথার চুল পেনসিল দিয়ে গাড় সেপ দিয়ে ,একটি ফুলের মতো খোঁপা একে দেব চুলের ঝুঁটিতে কালো রঙের বলপেন দিয়ে।এরপর পরীর জামার নীচে বিন্দু বিন্দু একে ডিজাইন করে নেব এবং ডানাগুলির বর্ডারে 8b পেনসিল দিয়ে গাড় রঙের সেপ দিয়ে একে নেব।
●এভাবে দুই পাশের ডানাগুলি একে নেব এবং বৃত্তগুলি ফাঁকা রেখে দেব। পরীর পায়ের জুতাও গাড় রঙের সেপ করে একে নেব।
●তো আমার অঙ্কন করা হয়ে গেল "সুন্দর একটি পরী"।সবশেষে নীচে আমার নামটি লিখে দিলাম কালো রঙের বলপেন দিয়ে।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অঙ্কনটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক---
https://twitter.com/green0156/status/1498131613103767554?s=20&t=xUFNZPuYyZekeeI6q_4iAQ
আপু তুমি খুব সুন্দর করে সুন্দর একটি পরীর ছবি অঙ্কন করেছ যা দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যি অসাধারণ হয়েছে তোমার আন্টি তোমার জন্য অনেক অনেক শুভকামনা সেইসাথে অনেক অনেক দোয়া ও ভালোবাসা♥♥
অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা পেলাম।💝💝
ওয়াও অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন পরীর আমার কাছে বেশ ভাল লেগেছে চিত্রটি সত্যিই আপনার নতুন বুদ্ধি আর ইউনিক চিন্তাধারার তারিফ করতে হয় শুভেচ্ছা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
পরীর চিত্রাংকন খুব অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে একটু দেখে। পাপে পাপে খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
সুন্দর একটি পরীর চিত্র অঙ্কন করেছেন আর পরী যেন নিজের অনুভূতিটাকে উড়ে উড়ে প্রকাশ করছে।পরীর চিত্র অঙ্কন করার ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।
হ্যাঁ ভাইয়া, উড়ন্ত পরী😊.অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
পেন্সিল দিয়ে সুন্দর একটি পরীর চিত্র অংকন সত্যিই অসাধারণ ছিল। আপনি খুব সুন্দর করে পরীর চিত্রটি অঙ্কন করলেন যেটা দেখে খুবই ভালো লালাগলো।আমার কাছে যেকোনো ধরনের অংকন খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে একটি পরীর চিত্র অঙ্কন করেছেন। চিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।চিত্রটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে পেন্সিল দিয়ে যে এরকম চিত্র অঙ্কন করা যায় তা আপনি দেখিয়েছেন।প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর আমাদের মাঝে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা পেলাম।
আপনার চিত্রাংকন টি অসাধারণ হয়েছে আপু। পরী টিকে অনেক সুন্দর লাগছে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। দেখে মনে হচ্ছে এখনই সে আকাশের দিকে উড়ে যাবে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু, উড়ন্ত পরী😊।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে সুন্দর একটি পরীর চিত্রাংকন করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
দিদি আপনি আজকে চমৎকার ভাবে সুন্দর একটি পরীর চিত্রাঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে পরীটি অনেক খুশি। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা পেলাম।