"ঘুঘুপাখি ও গিরগিটির আলোকচিত্র" (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

CollageMaker_20220502_083946255.jpg

শুভ সকাল বন্ধুরা💐
কেমন আছেন আপনারা সবাই?
আশা করি শুভ্র সকালের শীতল ঝোড়ো হাওয়ায় সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম কিছু "ঘুঘুপাখি ও গিরগিটির আলোকচিত্র" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

ঘুঘু পাখি

IMG_20220502_082813.jpg

IMG_20220502_082837.jpg
লোকেশন

ঘুঘু আমাদের অতি পরিচিত একটি পাখি।যেটি দেখতে অনেকটা পায়রা কিংবা কবুতরের মতো।ঘুঘু পাখির ব্যবহার, বৈশিষ্ট্য ও কিছুটা পায়রার সঙ্গে মিলে যায়।আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমি ঘুঘু পাখির বাচ্চার কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।সেই বাচ্চাটিই ধীরে ধীরে বেড়ে উঠেছে আমাদের চোখের সামনে।এখন অনেকটা বড়ো হয়ে উড়তে শিখেছে,দানা খুঁজে খেতেও শিখেছে মায়ের সঙ্গে।

IMG_20220502_082852.jpg

IMG_20220502_082922.jpg

ঘুঘুপাখিরা কিছুটা ক্ষতিকর পাখি মানুষের জন্য।কারণ মানুষ যখন কষ্ট করে ক্ষেতে কোনো শস্যদানা বপন করে।সেই দানা ঘুঘুপাখিরা তাদের সূক্ষ্ম চোখ দিয়ে সব খুটে খুটে খেয়ে ফেলে।এছাড়া এখন আমাদের উঠানে তারা খুটে খুটে ধান খাচ্ছে।ঘুঘুপাখি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আর বাচ্চাটির গায়ে বিভিন্ন লোম বদলাতে বদলাতে এখনো ধূসর সাদা রঙের লোম গজিয়েছে।সেও তার মায়ের সঙ্গে দানা খুঁজে খাচ্ছে।খুবই ভালো লাগছিল যখন আমি দৃশ্যটি উপভোগ করছিলাম।

IMG_20220502_082947.jpg
লোকেশন

IMG_20220502_083004.jpg

অনেকে ঘুঘুপাখির ক্ষতিকর স্বভাবের জন্য বাড়িতে থাকতে দেয় না।তবে এটি স্বাধীন জীব ,আর সকলের বেঁচে থাকার স্বাধীনতা রয়েছে সুন্দর পৃথিবীর বুকে।হোক না সেটা ক্ষতিকর।।

বাগানের গিরগিটি

IMG_20220502_083149.jpg
লোকেশন

বাগানের গিরগিটি যেটি ‘রক্তচোষা’ নামে অতি পরিচিত একপ্রকার নিরীহ সরীসৃপ। প্রতিনিয়ত বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে দিনে দিনে এই সরীসৃপগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে।এছাড়া এই বাগানের গিরগিটি খুবই সাধারণ হয়।কথায় আছে-গিরগিটি রং বদলায় ,সত্যিই তাই।

IMG_20220502_083110.jpg

IMG_20220502_083029.jpg
লোকেশন

আমার গিরগিটির আলোকচিত্রে প্রথমটি সাদামাটা হলেও শেষের ছবিগুলো রং বদলানোর কারণে টকটকে লাল হয়ে গেছে।আমার দেখা মতে, এটি যেমন উপকারী তেমন ক্ষতিকর সরীসৃপ।তবে এর উপদ্রব খুব বেড়ে গেছে আমাদের বাড়িতে। এক একটি ফল গাছ দখল করে নিয়েছে যেন।দেখুন জামরুল গাছকে দখল করে নিয়ে সব জামরুলের ছোট কচি ফল ভেঙে নষ্ট করে দেয়।অন্যদিকে গাছের পিঁপড়া বা ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবনধারণ করে যেটি কিছুটা গাছকে ভালো রাখে।লাল গিরগিটি খুবই সুন্দর দেখতে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

বোন বেশ সাহস দেখছি । গিরগিটি গুলোর ছবি এতো কাছ থেকে তোলা । ছোটবেলায় মা বলতো এগুলো নাকি দূর থেকেই রক্ত চুষে নিতে পারে। হা হা হ। ‘রক্তচোষা’ নামেই আমরা এগুলো কে চিনি। এগুলো এখনো আমাদের এখানে প্রায়ই দেখা যায়। আর ঘুঘু পাখি তো অমাদের বাসায় প্রতিদিন সকালে পোকা খেতে নামে। ওদের কিছুটা খেতে দিতে হবেই নতুব ওরা বাচবে কিভাবে। ওরাই তো পরিবেশ কে নিয়ন্ত্রন করে রাখে। সুন্দর ছিল আজকের ছবি গুলো ঘুঘু পাখি ও গিরগিটিকে নিয়ে। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

দাদা ছোটবেলায় এটা দেখলেই বুকে আমরা থুথু দিতাম যাতে রক্ত চুষে নিতে না পারে।কিন্তু এখন তো বাড়ি ভর্তি যেখানেই যাব সেখানে।আপনার অনুভূতি ভালো ও মূল্যবান ছিল।আপনি ও ভালো থাকবেন দাদা।

 2 years ago 

আপু আগে বলেন, আপনার ভয় লাগে নাই এই ফটোগ্রাফি গুলো করতে?
আমি হলে তো ধারের কাছেও যেতাম না 🤭 ছবিতে দেখেই তো ভয় লাগছে। যাইহোক আপনার সাহস আছে বলতে হবে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু সত্যি বলতে আমি একমাত্র সাপকে ভয় পাই,অন্য কিছু নয়।অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি কিছুদিন আগেও একটি বাগানে গিরগিটি দেখেছিলাম। গিরগিটি দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আমাদের এলাকায় গিরগিটি রক্তচোষা প্রাণী নামে সবাই চিনে। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এর আরেক নাম রক্তচোষা আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি জানানোর জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ঘুঘু পাখি ও গিরগিটির আলোকচিত্র শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোর নিচে খুবই চমৎকার বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই ফটো সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি। এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ঘুঘু পাখি এবং গিরগিটির খুব সুন্দর ফটোগ্রাফি করছেন আপনি এবং আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঘুঘু পাখি অনেক ভদ্র এবং নিরীহ। যদিও সময়ের পরিবর্তনে এই পাখিটা আগের চেয়ে অনেক কম দেখা যায়। আর গিরগিটির ছবি তুলতে আপনার বোধহয় অনেক কষ্ট হয়েছে কারণ ছবি তুলতে গেলে গিরগিটি দৌড়ে পালায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago 

ভাইয়া, ঘুঘু পাখি ভদ্র নয় বেশ দুস্টু।ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

হা হা হা আমার কাছে খুব ভদ্র মনে হয়।

 2 years ago 

🙃

 2 years ago 

ঘুঘুপাখি ও গিরগিটির আলোকচিত্র অসাধারণ আর অনবদ্য 👌
গিরগিটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে 😍
আর ঘুঘু পাখি কি সুন্দর খাবার খাচ্ছে, সত্যিই ভালো দেখাচ্ছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, এরা সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে যেন সদস্যের মতো😊. ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ঘুঘু পাখি ও গিরগিটির আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি করে। গুগোল পাখিগুলোকে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনারা ঘুঘু পাখিকে গুগোল পাখি বলেন আপু জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। গিরগিটির ফটোগ্রাফি করতে আপনার অনেকটা সময় লেগেছে এটা বোঝাই যাচ্ছে। সত্যি আপু আপনি অনেক সুন্দর ভাবে এই ফটোগ্রাফি করেছেন। এছাড়াও ঘুঘু পাখির ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফটোগ্রাফি আমি ঠিক পারি না ভাইয়া, তার উপর আবার চঞ্চল প্রাণী সময় তো একটু লাগবেই।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67743.75
ETH 3805.34
USDT 1.00
SBD 3.53