আমার অঙ্কন: নিয়মভঙ্গকারীকে তাড়াতে "ক্লিনার লাজুক খ্যাক"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আমি ও ভালো আছি।

আজ আর রেসিপি নয় আবারো ঘুরে আসবো আঁকার জগত থেকে।আজ আমি এঁকেছি " ক্লিনার লাজুক খ্যাক"।ছবিটির বিশেষত্ব হলো লাজুক খ্যাক বাঁশ হাতে তাড়া করবে কমিউনিটির নিয়মভঙ্গকারীকে,কমিউনিটির অপব্যবহারকারীকে এবং কমিউনিটিতে স্প্যাম করা ব্যক্তিকে।লাজুক খ্যাক তার হাতের লাঠি দিয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে" ডান্ডা মেরে ঠান্ডা করে" দেওয়ার মাধ্যমে কমিউনিটির স্বচ্ছতা বজায় রাখবে।মূলত কমিউনিটিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবে সর্বদা।এছাড়া কমিউনিটির ভালো কাজকে সবসময় লাজুক খ্যাক তাঁর যথাযথ মূল্য দেবে এবং ভালো কাজের প্রশংসা করবে।এইজন্য কমিউনিটিতে লাজুক খ্যাকের আগমন ঘটেছে।লাজুক খ্যাক কমিউনিটির জন্য অত্যন্ত মঙ্গলজনক।লাজুক খ্যাকের আবির্ভাব কমিউনিটিতে একটি আকর্ষনীয় ও নতুন চমক হিসেবে কাজ করছে।এছাড়া লাজুক খ্যাকের মাধ্যমে সবাই বাড়তি উৎসাহ- উদ্দীপনা ও অনুপ্রেরণা পেয়ে তাদের কাজের প্রতি মনোনিবেশ করতে পারছে ভালোভাবে।তো আর কথা না বাড়িয়ে চলে যাব আঁকার দিকে----

IMG_20210830_102228.jpg
আমার লোকেশন

আঁকার উপকরণ:

1.পেনসিল
2.রবার
3.স্কেল
4.কালো পেন
5.বিভিন্ন ধরনের মোম রং
6.কালো ডড পেন।

IMG_20210830_102100.jpg
আমার লোকেশন

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20210830_100742.jpg
আমার লোকেশন

আমি এখানে সব উপকরণগুলি নিয়ে নেব।যেমন-পেনসিল, রবার,কালো পেন ,কিছু মোম রং ইত্যাদি।

ধাপঃ 2

IMG_20210830_100754.jpg
আমার লোকেশন

প্রথমে আমি লাজুক খ্যাকের কান দুটি একে নেব পেনসিল দিয়ে।

ধাপঃ 3

IMG_20210830_100805.jpg
আমার লোকেশন

এবার লাজুক খ্যাকের মাথা আঁকবো।

ধাপঃ 4

IMG_20210830_101118.jpg
আমার লোকেশন

এরপর একটি হাতের সেপ দিয়ে নেব পেনসিল দিয়ে।

ধাপঃ 5

IMG_20210830_101147.jpg
আমার লোকেশন

এবার লাজুক খ্যাকের পুরো বডি একে নেব এবং হাতে একটি বাঁশের লাঠি আঁকবো।

ধাপঃ 6

CollageMaker_20210830_102807276.jpg
আমার লোকেশন

IMG_20210830_101246.jpg
আমার লোকেশন

এরপর লাজুক খ্যাককে রং করে নেব গাড় হলুদ ও কমলা মোম রং দিয়ে নেব বডির চারিপাশে।

ধাপঃ7

IMG_20210830_101338.jpg
আমার লোকেশন

CollageMaker_20210830_102854545.jpg
আমার লোকেশন

এরপর মেরুন রঙ করে নেব চারিপাশে এবং লাজুক খ্যাকের ঠোঁটে গোলাপি রঙ দিয়ে নেব।এরপরই কালো পেন দিয়ে লাজুক খ্যাকের চারিপাশে বর্ডারে মোটা দাগ দিয়ে নেব।

ধাপঃ 8

CollageMaker_20210830_102959653.jpg
আমার লোকেশন

এবার লাজুক খ্যাকের পেটে ও মুখে পেন্সিল সেপ দিয়ে নেব এবং ডড পেন দিয়ে হাত ও পায়ে কালো রঙ করে নেব।

ধাপঃ 9

CollageMaker_20210830_103041100.jpg
আমার লোকেশন

CollageMaker_20210830_103149495.jpg
আমার লোকেশন

এরপর লাজুক খ্যাকের কান ও চোখে কালো রঙ করে নেব এবং লাজুক খ্যাকের হাতের বাঁশের লাঠি হালকা সবুজ ও গাড় সবুজ রঙ দিয়ে নেব।এরপর লাজুক খ্যাকের পায়ের নিচে হালকা সবুজ রঙ দিয়ে ঘাসের সেপ দিয়ে নেব।

ধাপঃ 10

CollageMaker_20210830_103339046.jpg
আমার লোকেশন

IMG_20210830_102100.jpg
আমার লোকেশন

তো তৈরি হয়ে গেল আমার অঙ্কিত" ক্লিনার লাজুক খ্যাক"।আশা করি আমার অঙ্কনটি সবার কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর করে এই আর্ট টি করেছেন। হুবহু হয়ে গেছে। দেখে সত্যি অনেক অবাক হলাম। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপু আপনাকে একটু অবাক করতে পেরে আমার অঙ্কনটি সার্থকতা পেল।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

নিয়ম লঙ্ঘনকারীকে শিয়াল খ‍্যাক অসাধারণ শিরোনাম। শিয়াল মশাইকে খুব ভালো প্রদর্শন করেছেন। খুব সুন্দর হয়েছে।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি।ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 3 years ago 

🙂🙂

অনেক সুন্দর অঙ্কন, মানুষের প্রতিভার অন্যান্য রুপ হইলো আমার বাংলা ব্লগ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর করে অঙ্গন করেছে আপনি আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর ভাবে শিয়াল টি অংকন করেছেন ভালো ট্যালেন্ট না হলে আকা টা মুসকিল ।খুব সুন্দর ট্যালেন্ট আবু ।শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ভাইয়া, সত্যি বলতে আমি নিজে নিজেই যেটুকু আঁকার চেষ্টা করি আর কি ,কারো কাছে আঁকাটা শেখা হয় নাই কখনো।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যে অনেক উৎসাহ পেলাম।

 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর ভাবে আমাদের লাজুক খ্যাক কে অংকন করেছেন। কঙ্কন দেখে মনে হচ্ছে আপনি খুবই সুন্দর অঙ্কন করতে পারেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর অঙ্কন আপনার থেকে উপহার হিসেবে পেতে চাই। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।অবশ্যই, আমি চেষ্টা করবো আরও সুন্দর অঙ্কন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

আপনি লাজুক খ্যাক এর বিষয় এ খুব সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টি সময় নিয়ে দেখার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর নামকরণ ও চিত্রাংকন।ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

টাইটেল এর সাথে ছবিটা একদম মিলে গেছে দিদি।খুবই সুন্দর হয়েছে আর্টটি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ চিত্রাঙ্কন হয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে।আর নামকরণ টাও খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্রাঙ্কন করার জন্য।

 3 years ago 

আপু আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.25
JST 0.039
BTC 96923.38
ETH 3370.74
USDT 1.00
SBD 3.55