"বিড়ালের পায়ের ছাপ দিয়ে রঙিন চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ 15-ই আগস্ট,আমাদের দেশের স্বাধীনতা দিবস।তাই আজ আমাদের গর্বের দিন,এইজন্য সকলকে জানাই মন থেকে অনেক অনেক শুভেচ্ছা।যাইহোক আমি আজ একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

বিড়ালের পায়ের ছাপ দিয়ে রঙিন চিত্র অঙ্কন:

IMG_20240815_103127.jpg

IMG_20240815_103108.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।এই আর্টটি করতে গিয়ে আমি ভিন্নধর্মী অভিজ্ঞতার সঞ্চার করেছি।আসলে যখন আমি আর্টটি করছিলাম তখন খুবই ভালো লাগছিলো এবং ভিন্ন অনুভূতির সৃষ্টি হচ্ছিলো মনে।আসলে কয়েক দিন আগের ঘটনা সকলেই জানেন,যখন আমি আর্ট করার জন্য আমার খাতা মেলিয়ে রেখেছিলাম তখন আমার বাড়ির পোষ্য একটি বিড়াল কাদা পায়ে খাতার উপর উঠেছিল।তারপর আমি খেয়াল করলাম বিড়ালের একটি পায়ের ছাপ খাতার উপর স্পষ্ট হয়ে গেছে।তাই আর না মুছেই রেখে দিলাম অঙ্কন করার জন্য।আজ এই আর্টটি করার পর দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো।আমি জানি না, এ ধরনের আর্টকে কি বলে!তবে আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240815_102921.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.রঙিন বলপেন
3.রঙিন জেল পেন
4.পেন্সিল ও
5.রবার

IMG_20240815_102447.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240815_102356.jpg
আমার খাতার উপরে বিড়ালের এক পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

ধাপঃ 2

IMG_20240815_102406.jpg
এখন বিড়ালের পায়ের কাদা ছাপের উপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240815_102416.jpg
এখন পেন্সিল দাগের পাশ দিয়ে কালো রঙের বলপেন দিয়ে দাগ কেটে একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240815_102432.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 5

IMG_20240815_102506.jpg
এরপর কালো রঙের দাগের পাশ দিয়ে লাল রঙের জেল পেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20240815_102522.jpg
এখন লাল রঙের দাগের পাশ দিয়ে নীল রঙের বলপেন দিয়ে দাগ টেনে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20240815_102551.jpg
এবারে নীল রঙের পাশ দিয়ে হলুদ রঙের জেল পেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 8

IMG_20240815_102725.jpg
এখন হলুদ রঙের দাগের পাশ দিয়ে পুনরায় কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240815_102740.jpg

IMG_20240815_102757.jpg
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240815_103023.jpg

IMG_20240815_102958.jpg

IMG_20240815_102906.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "বিড়ালের পায়ের ছাপ দিয়ে রঙিন চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 3 days ago 
 8 days ago 

ওয়াও আপু কি ক্রিয়েটিভিটি আপনার!! মুগ্ধ হয়ে গেলাম।সাদা কাগজে প্রথমে বিড়ালের পায়ের ছাপ নিয়ে এত সুন্দর একটি অংকন করে ফেললেন।এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি আপু।আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হবে।এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 days ago 

চেষ্টা করেছি ভাইয়া, নতুন কিছু দিয়ে নতুনভাবে আর্ট করার।অঙ্কনের পর আমি নিজেও বেশ অবাক হয়েছি,ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

বাহ আপনার আইডিয়া টি অনেক ইউনিক। বিড়ালের পায়ের ছাপ থেকে এমন শীল্পকর্ম কারো মাথাতেই আসবে না। বেশ সুন্দর হয়েছে আর্ট টি। দাগ থেকে দারুন কিছু হয়ে গেল।ধন্যবাদ দিদি সুন্দর চিত্রকর্ম টি শেয়ার করার জন্য।

 8 days ago 

হ্যাঁ দাদা,দাগ টানতে টানতে শেষ দেখতে চাইছিলাম।ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

বিড়ালের পায়ের ছাপ থেকে বেশ দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আইডিয়াটা কিন্তু অসাধারণ ছিল। অংকনটি অনেক ইউনিক লাগছে এবং কালার কম্বিনেশনটা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার সুন্দর মতামতের জন্যও অনেক ধন্যবাদ আপু।

 8 days ago 

আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়।বিড়ালের পায়ের ছাপের উপর কি সুন্দর চিত্র অঙ্কন করেছেন। চিত্রাংকন টি দেখতে তো বেশ আকর্ষণীয় লাগছে। এত সুন্দর ভাবে চিত্রাংকন টি উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারও,ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

আপু আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে। বিড়ালের পায়ের ছাপ দিয়ে রঙিন চিত্র অঙ্কন করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আপু। অনেক ভালো লেগেছে।

 8 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমি উৎসাহ পাই,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61744.65
ETH 2678.63
USDT 1.00
SBD 2.59