"যেকোনো জীবের যেমন বেড়ে ওঠা স্বাভাবিক নয়,তেমনি কোনো ঘটনাও কারনবিহীন ঘটে না"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

যেকোনো জীবের যেমন বেড়ে ওঠা স্বাভাবিক নয়,তেমনি কোনো ঘটনাও কারনবিহীন ঘটে না:

IMG_20231101_214121.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে স্বাভাবিক-অস্বাভাবিক ও কারন-অকারণ সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে প্রত্যেক জীব-ই বেড়ে ওঠে যেটা স্বাভাবিক নয়।আবার কোনো ঘটনাও কারন ছাড়া হতে পারে না সেটা নিয়েই লিখবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



পৃথিবীর প্রতিটি জীব-ই ঈশ্বরের সৃষ্টি।সৃষ্টির প্রথমে জীব ছোট অবস্থায় থাকলেও ধীরে ধীরে এই জীব বেড়ে ওঠে।আমার মনে হয় এই জীবের বেড়ে ওঠাটা একটা অস্বাভাবিক বিষয়।আর এটি ঈশ্বরের দেওয়া আলাদা শক্তির কারনেই ঘটে।

যেকোনো জীবের বেড়ে ওঠা স্বাভাবিক নয়।কারন প্রতিটি জীব আলাদা গঠন, বৈশিষ্ট্য ও আকৃতিতে জন্ম নেয় তারপর ধীরে ধীরে বেড়ে ওঠে।প্রত্যেক জীবের মধ্যে আলাদা আলাদা শক্তির প্রভাব পরিলক্ষিতও হয়।ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে আলাদা ঐশ্বরিক ক্ষমতা প্রদান করেছেন। আমরা কি কখনো ভেবে দেখেছি ,যদি কখনো এই বৃদ্ধি থেমে থাকতো তাহলে কি হতো!হয়তো জগতের নিয়ম-ই পাল্টে যেত,যদিও সবকিছুই একটা নির্দিষ্ট সীমানায় আবদ্ধ।তাই বৃদ্ধিটা এক পর্যায়ে এসে থেমে যায় কিন্তু সম্পূর্ণ নয়।এটা আমার কাছে অস্বাভাবিক বা আশ্চর্য বিষয় বলে মনে হয়।

কোনো ঘটনাও কারনবিহীন ঘটে না।যেকোনো কাজের পিছনে যেমন একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকে তেমনি যেকোনো ঘটনার পিছনেও নির্দিষ্ট কোনো কারণ লুকিয়ে থাকে।কোনো কোনো সময় সেটা আমাদের চোখের সামনে ঘটলেও আমরা খেয়াল করিনা আবার কখনো নিজে থেকেই সেই ঘটনাগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে না বোঝার ভান করি।তখনই আরো বড় সমস্যা বা ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের।তাই সব ঘটনার পিছনে নিজেদের কিছু না কিছু ত্রুটি থেকেই যায়।আসলে কারন ছাড়া যেমন কোনো লক্ষ্যে পৌঁছানো যায় না তেমনি কোনো ঘটনাও ঘটে না।যেকোনো কর্মের পেছনে অবশ্যই তার বিষয়বস্তু অন্তর্নিহিত থাকে।কোনো বিষয়, যুক্তি ,তর্ক ছাড়া কোনো কাজ সম্পন্ন হতে পারে না।কথায় আছে-কিছুর মধ্যে অবশ্যই কিছু রয়েছে।তাই কারনবিহীন কোনো কাজ বা ঘটনা ঘটতে পারে না।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের পোস্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার লেখার প্রথম অংশ টি আসলে আমি বুঝতে পারি নি দিদি। তবে পরের অংশটুকুর সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে, সবকিছুর পেছনেই কোন না কোন কারণ থাকে। আমিও এই কথাটা মানি। "Everything Happens for A Reason"

Posted using SteemPro Mobile

 last year 

দিদি,প্রথম অংশে আমি আসলে বোঝাতে চেয়েছি আমাদের বেড়ে ওঠাটা কোনো ঐশ্বরিক শক্তির মাধ্যমে,যেটা স্বাভাবিক বিষয় নয়।কিন্তু ঘটনাগুলি মানুষ ইচ্ছা করেও কোনো কারণে ঘটাতে পারে।

 last year 

আসলেই ঠিক বলেছেন দিদি এক একটা জীবের বৈশিষ্ট্য এক এক রকম । আবার এক একটা জীবের বেঁচে থাকার ধরণের একেক রকম । আল্লাহ তা'আলা এই জীব জগতকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করেন প্রতিনিয়ত । আসলে কারণ ছাড়া কোনো ঘটনা ঘটেই না আমার মনে হয় । কারণ আছে বলেই কোন একটি ঘটনা সংঘটিত হয় ।

 last year 

আসলে সব ঘটনাগুলোর পিছনে কারন লুকিয়ে থাকে।ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 last year 

অনেক গভীর একটা কথা বলেছেন, আপনার পোস্ট আমাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করলো আসলেও এটা কি স্বাভাবিক? যাইহোক পরবর্তী পাল্টে তো আমরা সবাই বিশ্বাসী মোটামুটি সবকিছুর পেছনে একটা কারণ থাকে।

 last year 

আমার কাছে অস্বাভাবিক বলে মনে হয় ভাইয়া, আর আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করেছি।এতে দ্বিমত থাকতেই পারে,ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি যে বিষয় নিয়ে শেয়ার করলেন আপু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে মানুষের জীবন বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কিংবা পদে পদে মানুষকে অনেক কষ্ট করে বড় হতে হয়। সেটা একটা মানুষের ক্ষেত্রে হোক কিংবা কোন গাছপালা হোক। কিংবা পশুপাখির ক্ষেত্রে হোক। ঠিক তেমনি একটা ঘটনা একদিনে জন্ম নেয় না। সেটা অনেক দিনের একটি ঘটনা কারনবিহীন যেমন গড়ে ওঠে না। তেমনি একদিনেও ঘটনাটি বড় হয় না।

 last year 

আমার লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36