আমার স্বরচিত কবিতা"আভিজাত্য"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আবারো হাজির হলাম নতুন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো---"আভিজাত্য"।

IMG_20220714_180200.jpg
সোর্স

পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় ,সবই ক্ষণস্থায়ী।সব কিছুরই নতুনত্ব থাকার সঙ্গে সঙ্গে একসময় পুরাতন হওয়ার নিয়ম রয়েছে।কিন্তু কেউ আগে কেউবা পরে।যদি আমরা একটি বাড়ির দিকে লক্ষ্য করি ,তবে দেখতে পাবো একসময় বাড়িটি নতুন রঙে রঞ্জিত ছিল কিন্তু কয়েক বছর পর সেটির গায়ে শ্যাওলা জমে,ফাটল ধরে,রং খসে পড়ে ।ফলে বাড়িটি ঔজ্জ্বল্যতা হারায়,কেউ সেদিকে দৃষ্টিপাত ও করে না।তেমনি কোনো মানুষের যখন রূপ ও সৌন্দর্য্য থাকে তখন তার চাহিদা অধিক ।একসময় এই সুন্দরতায় মন কাড়ে অনেকের।কিন্তু সুন্দরতা হারানোর সঙ্গে সঙ্গে তার আভিজাত্য ও ম্লান হয়।গর্ব করার মতো কিছুই অবশিষ্ট থাকে না তখন ধূসর স্মৃতিগুলো ছাড়া।তেমনি ভাবনা নিয়ে লিখে ফেললাম কয়েক লাইন।তো চলুন শুরু করা যাক---

আভিজাত্য

পোড়ো বাড়িতে স্থীর বসে এক বৃদ্ধা
খসে পড়েছে শরীরের সব ঔজ্জ্বল্যতার ছাপ,
চাঁদের মতো মুখশ্রী দেখে
একসময় আকর্ষিত হতো বহু....
পরিচিত নির্লজ্জ মুখেরা।
কামনায় জর্জরিত মায়াবী চোখে
আজ যৌবনের ছিটেফোঁটাটুকু বিরল,
দেহটা এখন নিথর,মনটা মরীচিকাময়
কুঁচকে যাওয়া মুখপানে চাইতেও নারাজ
বিস্ময় ভরা চোখে সবাই এড়িয়ে যায়।
স্মৃতিগুলো ধূসর-নীল শ্যাওলার মতো
আজ সেই নীল যৌবন ম্লান....
ধুলাতে লুটায় আভিজাত্যমাখা সম্মান।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 
 2 years ago (edited)

অভিব্যক্ত নিয়ে যে কয়েকটি লাইন লিখেছেন সে কয়েকটি লাইন আসলেই অসাধারণ হয়েছে। সকল মানুষের একসময় তাদের রূপ লাবণ্য হারাবে। আসলেই সব কিছু ক্ষণস্থায়ী সেই নতুন বাড়িটিও একদিন সব পুরাতন হয়ে যাবে।

ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা তৈরি করার জন্য।

 2 years ago 

আপু অভিব্যক্ত নয়,আভিজাত্য নিয়ে লিখেছি।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পৃথিবীর নিয়ম অনুসারে সব কিছুর নতুনত্ব একপর্যায়ে শেষ হয়ে যায়। একসময় উচ্ছল যৌবন সুন্দর চেহারা জং ধরে বৃদ্ধ বয়সে তা ঝরে পড়ে আর এটাই প্রকৃতির নিয়ম। অনেক সুন্দর লিখেছেন দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

বিবেকহীনদের বিবেকে আঘাত লাগার মত একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সমাজে এমন চিন্তা ধারার মানুষ খুবই কম রয়েছে যার জন্য সমাজে আজ ভালো কার্যক্রম কমে গেছে। আমার খুবই ভালো লেগেছে এমন সুন্দর একটা সচেতন মূলক কবিতা পোস্ট দেখে।

 2 years ago 

ভালো লাগলো আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন আভিজাত্য। আপনি খুব সুন্দর ভাবে বাস্তবতা নিয়ে কবিতাটি লিখেছেন যা পড়ে অনেক ভালো লাগলো। নতুনত্ব থেকে শেষের পর্যায়ের যে বাস্তবতার রূপ নিয়ে আপনি কবিতা লিখেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি সবসময় বাস্তবতা নিয়ে লেখার চেষ্টা করি আপু।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি দিদি আমি মুগ্ধ, অভিভূত। এত চমৎকারভাবে কবিতাটি আপনি ফুটিয়ে তুলেছেন সত্য বলার কিছু নেই আসলে ভাষায় নেই ভাষা হারিয়ে ফেলেছি। একদম ঠিক বলেছেন আপনি যেকোন নতুনকে পুরাতনের স্বাদ গ্রহণ করতে হবে এবং এই জিনিসটা আপনি খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন এই কবিতার মাঝে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া কবিতার মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরে আমার কবিতা লেখা স্বার্থক বলে মনে হচ্ছে, ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মানুষ হোক বা বাড়ি বা অন্য কিছু একসময় সবার নজর কাটলেও সময়ের পরিক্রমায় আভিজাত্য কিন্তু ঠিকই হারিয়ে ফেলবে। মানুষের আভিজাত্য সারাজীবন থাকে না তবে তাদের আচরণ সারাজীবন থাকে।কবিতা টা অনেক সুন্দর লিখেছেন আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63900.40
ETH 3140.82
USDT 1.00
SBD 3.98