"ফুলসহ একটি ঝুড়ি অঙ্কন"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি অঙ্কন নিয়ে।

ফুলসহ একটি ঝুড়ি অঙ্কন:

IMG_20230505_073449.jpg

IMG_20230505_073256.jpg

IMG_20230505_073545.jpg

বন্ধুরা,আর্ট করতে আমার খুবই ভালো লাগে।তাই আজ একটি ভিন্ন ধরনের আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আসলে ফুল আমাদের খুবই প্রিয়।আর ফুল তুলতে বা গাছের নিচে থেকে কুড়াতে আমরা খুবই ভালোবাসি।ছোটবেলায় আমি বকুল ও শিউলি ফুল কুড়িয়ে ঝুড়িতে রাখতাম।এখনো মাঝে মাঝেই শিউলি ফুল কুড়ায়, খুবই মজা লাগে।তাই ছোটবেলার স্মৃতি স্মরণ করে নিজের মতো করে একটি অঙ্কন করার চেষ্টা করলাম।যেটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। যাইহোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের অঙ্কনটি।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক----

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.রঙিন জেলপেন
3.রঙিন পেন্সিল
4.রঙিন বলপেন
5.রবার

IMG_20230505_072947.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230505_072957.jpg
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি ঢেউয়ের মতো একে নিলাম।তার উপরে ছোট ও নীচে বড়ো করে ঘুরিয়ে দাগ কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20230505_073008.jpg
এবারে ঝুড়ির আকৃতি একে তার নিচে বক্সের মতো দাগ কেটে নেব বাঁকা করে।

ধাপঃ 3

IMG_20230505_073026.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে পেন্সিল দাগের উপর দিয়ে দাগ টেনে নিলাম ।

ধাপঃ 4

IMG_20230505_073039.jpg
এরপর রবার দিয়ে ঘষে মুছে নিলাম পেন্সিল দাগগুলো।

ধাপঃ 5

IMG_20230505_073053.jpg
এবারে বাদামি রঙের পেনসিল দিয়ে ঝুড়ির গায়ে কিছুটা দাগ টেনে নিলাম।ঝুড়ির উপরে ফাঁকা অংশে বাদামি রঙের সেট করে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20230505_073108.jpg
এখন ঝুড়ির গায়ে ছোট ছোট বক্সের মধ্যে ডিজাইন একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।ঢেউয়ের মতো,গোলাকৃতি আবার কখনো ত্রিভুজের মতো দাগ কেটে ডিজাইন একে নিলাম।

ধাপঃ 7

IMG_20230505_073124.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 8

IMG_20230505_073200.jpg
লাল ও হলুদ রঙের জেলপেন দিয়ে ঝুড়ির সাদা অংশে কিছু ফুল একে নিলাম ।যেগুলো দেখতে অনেকটা গাদা ফুলের মতো।

ধাপঃ 9

IMG_20230505_073529.jpg
এরপর কালো রঙের বলপেন ও লাল রঙের জেলপেন দিয়ে কিছু জেসমিন ফুলের আকৃতি একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230505_073627.jpg
সবশেষে আমার নাম ঝুড়ির নীচে কালো রঙের বলপেন দিয়ে লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20230505_073642.jpg

IMG_20230505_073602.jpg

IMG_20230505_073737.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ফুলসহ একটি ঝুড়ি অঙ্কন"। এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

ফুল সহ খুবই সুন্দর একটি ঝুড়ি অংকন করেছেন আপনি। এভাবে ফুলের সাথে ঝুড়ি অংকন করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনার নিখুঁত কাজগুলো জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে। ফুলগুলোর কালারটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। যা দেখে আমার কাছে একটু বেশি ভালো লাগলো।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য শুনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 last year 

ছোটবেলার স্মৃতি গুলো আজও রঙিন খামে রাখা আছে ৷ যা মনে পড়ে প্রতিনিয়ত ৷ যা হোক ফুল সহ ঝুড়ি খুব সুন্দর করে আর্ট করছেন ৷ সব দিক দিয়ে নিখুঁত ভাবে আর্ট করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি এমন সুন্দর আর্ট শেয়ার করার জন্য ৷

 last year 

ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

জাস্ট অসাধারণ হয়েছে তো আপনার ফুল সহ ঝুড়ি অংকন টি। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই চিত্রাংকনটি করেছেন। এরকম নিখুঁত নিখুঁত কাজগুলো করতে অনেক ধৈর্য দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। খুবই ভালো ছিল আপনার আজকের এই আর্ট পোস্ট।

 last year 

আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করে, ধন্যবাদ আপু।

 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি ছোটবেলা থেকেই বকুল এবং শিউলি ফুল করাতেন আসলে বকুল এবং শিউলি ফুল কুড়ায়নি এরকম মানুষ হয়তো খুব কমই আছে। খুবই চমৎকার ভাবে আপনি ফুলসহ একটি ঝুরি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ,ছোটবেলায় সবাই ফুল কুড়াতে ভালোবাসে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ফুলসহ খুব সুন্দর একটি ঝুড়ির অংকন করেছেন। অংকনটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন আমার কাছে অসাধারণ লেগেছে। খুব সুন্দর ও নিখুঁতভাবে আজকের এই অংকন সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার প্রশংসা শুনে ভালো লাগলো,অনেক ধন্যবাদ আপু।

 last year 

ফুলসহ ঝুড়ি অঙ্কন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন করেছেন সত্যি অসাধারণ ছিলো। আপনার ধাপে ধাপে শেয়ার দেখে আরও বেশি ভালো লেগেছে।

 last year 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফুল সহ আপনি অনেক সুন্দর একটি ঝুড়ির চিত্র অংকন করেছেন আপু । কলম এবং রং দিয়ে পুরো ঝুড়িটি সুন্দরভাবে ফুটে তুলেছেন । ধাপগুলো আপনি সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

ফুলসহ জুড়ির খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপনি। একদম ঠিক কথাই বলেছেন ফুল আমরা সবাই পছন্দ করি। ছোটবেলার স্মৃতি স্মরণ করে অসাধারণ একটি আর্ট করেছেন। ছোটবেলায় বিভিন্ন ধরনের ফুল কুড়িয়ে জুড়ির মধ্যে রাখতে এবং কি এখনো বকুল ফুল কুড়িয়ে জুড়ির মধ্যে রাখেন সেই স্মৃতিকে স্মরণ করে এই অসাধারণ একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই অবাক লাগলো। আর্ট এর প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রথমত আপু ,জুড়ি নয় ঝুড়ি।আপনার গঠনমূলক মতামত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার আর্ট গুলো দেখে আমার খুব ভালো লাগে আপু। ফুলসহ একটি ঝুড়ির অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালারফুল আর্ট দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। পোস্টটি দেখে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অঙ্কনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62149.46
ETH 2438.84
USDT 1.00
SBD 2.68