"সুন্দরবনের কিছু আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "সুন্দরবনের কিছু আলোকচিত্র" নিয়ে।আজ সারাদিন ফুলের বাগানে সময় কাটিয়েছি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে ।কিছু ফুল গাছের ডাল ছেটে দেওয়ার প্রয়োজন ছিল তাই।যাইহোক আজ আমি আরো কিছু সুন্দরবনের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করবো,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক----


লোকেশন

◆সুন্দরবনের এই দৃশ্যটি সত্যিই অসাধারণ, এটি আমার পছন্দের ছবির মধ্যে একটি।একটি ভিন্নধর্মী বোট রাখা আছে সুন্দরবনে নদীর চরে , যেখানে চারিপাশ বড়ো বড়ো শিকড়ে আচ্ছন্ন সবুজ গাছপালা।পাশেই নদীর চরে বুনো ঘাস আর তার ঠিক পাশেই কয়েকটি হোগলা গাছের চারা।ঘাসগুলি এতটাই সুন্দর যেন মনে হচ্ছে নরম বিছানার চাদর।তাছাড়া মানুষেরা এখান থেকে কিছু মাটি কেটে নিয়েছে নিজেদের প্রয়োজনে।এখানে নদীর কিনারা হয় এবং সেটি দেখতে অনেক সুন্দর।

IMG-20220816-WA0008.jpg

IMG-20220816-WA0010.jpg
লোকেশন

◆সুন্দরবন মানেই বিশাল জলরাশি।আর এই জলরাশি দেখতে দেখতে মানুষ সুন্দরবনে গিয়ে পৌঁছায়।এই জলরাশি দেখতে আমার ও বেশ ভালো লাগছিল।সুন্দরবনের গা ঘেঁষে রয়েছে একটির পর একটি ছোট -বড় নদী।নদীর জলের স্থিরতা যেন মনের নীরবতাকে স্মরণ করিয়ে দেয়।স্বচ্ছ ,সুন্দর জলটি খুবই লবনাক্ত যেটি খাওয়ার জন্য একদম অনুপোযোগী।

IMG-20220816-WA0001.jpg

IMG-20220816-WA0009.jpg

◆জলের মাঝে ডুবে থাকা চার -পাঁচটি স্তম্ভ দেখতে পেলাম।যেটি জোয়ারের জলে একদম ডুবে ছিল।সম্ভবত এটি
কোনো পুরোনো ঘাটের জাগ্রত অংশ।তাছাড়া স্বচ্ছ আকাশের সঙ্গে বিস্তীর্ণ নদীর জল মিশে গিয়েছে শুধু সুন্দরবন নামে একটি সবুজের রেখা মাঝবরাবর যেন কেউ টেনে দিয়েছে ।

IMG-20220816-WA0007.jpg

IMG-20220816-WA0004.jpg
লোকেশন

ঘন জঙ্গলে ঘেরা সবুজ অরণ্যই হলো সুন্দরবন।যেটা খোলা আবহাওয়ায় দূর থেকে মনে হচ্ছে খুবই ছোট ছোট গাছপালায় ছেয়ে আছে।নদীর একপাড়ে সুন্দরবন হলেও
অন্যপাশে মানুষের বসতি।
যেখানে নদীতে চর দেখা যাচ্ছে, কোথাও আবার নৌকা বা বোট নদীতে নামানোর জন্য মাটিকে হালকা গর্ত করে রাখা হয়।

IMG-20220816-WA0005.jpg

IMG-20220816-WA0002.jpg
লোকেশন

IMG-20220816-WA0006.jpg

◆একটি বোটে অনেক মানুষ নদী পার হচ্ছে ,যেখানে বোটে একটি সুন্দর ঠাকুরের আসন রাখা আছে।সম্ভবত এটি কাঠের তৈরি একটি ঠাকুরের আসন যেটি সুন্দর করে রং করা আছে।সাদা ও মেরুন রঙের সমন্বয়ে কাঠের তৈরি ঠাকুরের আসনটি বেশ ভালো লাগছিল দেখতে আমার কাছে।এছাড়া অনেক মানুষের ভিড় উপচে পড়ছে ঘাটে। আর জোয়ারের জল সরে গিয়ে ভাটায় গাছের নিচে মাটির চর দেখা যাচ্ছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা:redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন স্বচ্ছ আকাশের সাথে বিস্তীর্ণ নদীর জল মিলেমিশে একাকার হয়েছে। মাঝখানে সবুজ প্রকৃতি সেই সৌন্দর্যের মাঝে আলাদা একটি মাত্রা যোগ করেছে। আমাদের সুন্দরবনের পাশে বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি না থাকলে হয়তো সুন্দরবন এত সুন্দর লাগতো না। যাইহোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে বিশেষ করে প্রথম ফটোগ্রাফীটা।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু,সুন্দরবনের খুবই সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। সুন্দরবনের চরে ভিন্ন ধর্মী বোটটি দেখতে খুবই ভালো লাগছে। সেই সাথে সবুজ ঘাসগুলোকে সত্যি সত্যি নরম বিছানা চাদর মনে হচ্ছে। অন্যদিকে মাথার উপরে নীল আকাশ এবং নিচে স্বচ্ছ পানির জলরাশি, কি অপরূপ দৃশ্য তা বলার বাইরে। এত সুন্দর মনমুগ্ধকর আলোকচিত্র গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই ঘাসগুলি আমার কাছেও ভালো লেগেছে।আপনার সাবলীল মন্তব্য পেয়ে খুশি হলাম, অনেক ধন্যবাদ ভাইয়া।

Hi, @green015,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

Thank you💝.

 2 years ago 

আপু সুন্দর বনের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপু আপনি ঠিক বলেছেন স্বচ্ছ ,সুন্দর জলটি খুবই লবনাক্ত যেটি খাওয়ার জন্য একদম অনুপোযোগী। ভিন্নধর্মী বোট রাখা আছে সুন্দরবনে নদীর চরে ,সেটি দেখতে সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, জলটি সুন্দর কিন্তু খুবই লবনাক্ত হওয়ার জন্য খাওয়া যায় না।ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

আমি আমার সুন্দরবন ভ্রমণের কাহিনী ধারাবাহিক সিরিজ হিসেবে লিখছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যেন পূর্ণতা পেয়ে গেল। আমি যতদূর জানি ওটা চর না দিদি এখন সম্ভবত ভাটা চলছে সেইজন‍্য ঐ অবস্থা। এবং সুন্দরবনের মধ্যে দিয়ে প্রায় কয়েক শত ছোট ছোট খাল প্রবাহিত হয়ে গেছে। সত্যি এই নীল জলরাশি বনভূমির কোনো তুলনা নেই। ভালো ফটোগ্রাফি করেছেন।।

 2 years ago 

আমি যতদূর জানি ওটা চর না দিদি এখন সম্ভবত ভাটা চলছে সেইজন‍্য ঐ অবস্থা।

@emon42 ভাইয়া, ভাটার সময় নদীর পানি সরে গিয়ে কাদামাটি অনেকটা দূর অব্দি বের হয় বলে আমরা ওটাকে নদীর চর বলি।আপনার সুন্দরবন ভ্রমণের কাহিনী অবশ্যই দেখবো,ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

আসলে দিদি সুন্দরবন মানে বিশাল জলরাশি। তেমনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো।আগে শুনছিলাম সুন্দরবনে পানি নাকি লবণাক্ত। আবার পোস্টে মাধ্যমে জানতে পারলাম। আপনার সুন্দর বনের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি সুন্দরবন সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করাব জন্য।

 2 years ago (edited)

হ্যাঁ আপু, সুন্দরবনে পানি খুবই লবনাক্ত হওয়ার জন্য খাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে কোনো নদীতে মিঠা জলও দেখা যায়।ধন্যবাদ আপু এবং স্বাগতম আপনাকে।💐

 2 years ago 

দিদি নমস্কার
আপনি সুন্দরবনে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ৷ আপনি ঠিকি বলেছেন দিদি সুন্দরবন মানেই বিশাল জলরাশি ৷অর্থাৎ সুন্দরবনে পাশ দিয়ে বয়ে যাওয়া নদী দেখতে অসাধারণ ছিল ৷বিশাল জলরাশী যেন মনকে শান্ত করে তোলে ৷

 2 years ago 

আপনার মতামত তুলে ধরার জন্য, অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

নদীর জলের স্থিরতা যেন মনের নীরবতাকে স্মরণ করিয়ে দেয়

কি সুন্দর কথা।আর সুন্দরবনের সবকিছুই যেনো সুন্দর এবং বেশি সুন্দর।আর ঘাসগুলো দেখে তো আমি ধানক্ষেত মনে করেছিলাম।😁

 2 years ago 

নদীর চরে ধান চাষ করবে কে ভাইয়া!ওগুলো বুনো ঘাস,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ছবি গুলো দেখে তো মনে হচ্ছে এখনই ভ্রমনে বেড়িয়ে পরি।কিন্তু পকেট ফাকা।আপনার কল্যানে খালি পকেটে সুন্দরবন ভ্রমণ হয়ে যাচ্ছে।ধন্যবাদ আপু সুন্দর মোমেন্ট ও ফটোগ্রাফ গুলো শেয়ারের জন্য।

 2 years ago 

আপনার কল্যানে খালি পকেটে সুন্দরবন ভ্রমণ হয়ে যাচ্ছে।

😃🤭আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41